ETV Bharat / city

Fake Covid Report : করোনার ভুয়ো রিপোর্ট চক্রের হদিস শিলিগুড়িতে, গ্রেফতার ব্যবসায়ী - Fake Covid Report

শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির ইন্দো-বাংলাদেশ সীমান্ত পার করতে গেলে টিকা না নেওয়া বা একটা ডোজ নিলে নেগেটিভ আরটিপিসিআর রিপোর্ট প্রয়োজন হয় ৷ সেই কারণেই ভুয়ো নেগেটিভ রিপোর্ট করে দেওয়া হত বলে অভিযোগ ৷

one person arrested in fake covid rtpcr report case
Fake Covid Report : করোনার ভুয়ো রিপোর্ট চক্রের হদিস শিলিগুড়িতে, গ্রেফতার ব্যবসায়ী
author img

By

Published : Nov 17, 2021, 8:33 PM IST

শিলিগুড়ি, 17 নভেম্বর : ফের ভুয়ো করোনার রিপোর্ট কাণ্ড শিলিগুড়িতে । প্যাথলজিক্যাল ল্যাবের নাম ভাঙিয়ে ভুয়ো করোনার রিপোর্ট দিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে ৷ এই চক্রের এক পান্ডাকে গ্রেফতার করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এনজেপি থানার পুলিশ । ধৃতের নাম দীপঙ্কর সরকার ৷

এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহরে । পাশাপাশি উদ্বেগ প্রকাশ করেছে চিকিৎসকমহল । পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির ইন্দো-বাংলাদেশ সীমান্ত পার করতে গেলে টিকা না দেওয়া থাকলে অথবা একটা ডোজ নেওয়া থাকলে কোভিডের আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট দেওয়া বাধ্যতামূলক ।

আরও পড়ুন : Crime : শিলিগুড়িতে পুলিশের হেফাজত থেকে পালিয়েও ফের ধরা পড়ল দুই অভিযুক্ত

অভিযোগ, কোভিড নেগেটিভের জাল রিপোর্ট বানিয়ে বাংলাদেশে যাওয়ার অনুমতি হাসিল করিয়ে দিত শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির ওই ওষুধ ব্যবসায়ী দীপঙ্কর সরকার । তার নিজের একটি ছোট ওষুধের দোকান রয়েছে । সেখান থেকেই তিনি এই কাজ করতেন বলে অভিযোগ ৷

ইন্দো-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন ফুলবাড়ির পূর্ব ধনতলার বাসিন্দা ওই ব্যবসায়ী। আর সেই সুবাদেই দীর্ঘদিন ধরে ওই প্রতারণা চালাচ্ছিল বলে অভিযোগ ৷ অবশেষে বিষয়টি জানতে পারে শিলিগুড়ির মিলনপল্লির একটি বেসরকারি প্যাথোলজিক্য়াল ল্যাব কর্তৃপক্ষ । ওই প্যাথল্যাজিক্যাল ল্যাবের নাম ভাঙিয়ে ভুয়ো করোনার রিপোর্ট তৈরি করা হচ্ছিল বলে অভিযোগ ৷

আরও পড়ুন : Schools Reopen : চূড়ান্ত অব্য়বস্থা-অপরিচ্ছন্ন শিক্ষাঙ্গন, শিলিগুড়ির কলেজে ধরা পড়ল অন্য ছবি

এরপরই তারা এনজেপি থানায় অভিযোগ দায়ের করে । বুধবার কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে পুলিশের জালে ধরা পরে ওই ব্যবসায়ী ।

পুলিশ তদন্তে জানতে পেরেছে, মোটা টাকার বিনিময়ে দীর্ঘদিন ধরেই শহরের বিভিন্ন প্যাথোলজিক্যাল ল্যাবের নামে কোভিড সার্টিফিকেট জাল করে ভারত থেকে বাংলাদেশ যাওয়ার ছাড়পত্র তৈরি করিয়ে দিত সে । ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি (পূর্ব) জয় টুডু ।

আরও পড়ুন : BJP : বিজেপিতে এলার্জি গৌতম দেবের, বদলাতে চান শিলিগুড়ির পার্কের ডাকনাম

প্রসঙ্গত, এর আগে চলতি বছরে একই ভাবে করোনার নেগেটিভ জাল আরটিপিসিআর রিপোর্ট তৈরি করার বেশ কয়েকটি ঘটনা ঘটেছিল । ওই ঘটনাগুলিতে পাঁচ জনকে গ্রেফতার করেছিল পুলিশ । কিন্তু বারবার ওই ধরনের ঘটনা ঘটায় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল স্বাস্থ্য দফতরের ।

যদিও পুলিশের ধারাবাহিক অভিযানে মাঝে বন্ধ ছিল ওই ধরনের প্রতারণা । কিন্তু কয়েকমাস বাদে ফের পুনরাবৃত্তি ঘটায় চিন্তিত পুলিশ ও স্বাস্থ্য দফতর ।

আরও পড়ুন : Corona in India : ফের দৈনিক সংক্রমণ 10 হাজারের ঘরে, বেড়েছে মৃত্যু

শিলিগুড়ি, 17 নভেম্বর : ফের ভুয়ো করোনার রিপোর্ট কাণ্ড শিলিগুড়িতে । প্যাথলজিক্যাল ল্যাবের নাম ভাঙিয়ে ভুয়ো করোনার রিপোর্ট দিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে ৷ এই চক্রের এক পান্ডাকে গ্রেফতার করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এনজেপি থানার পুলিশ । ধৃতের নাম দীপঙ্কর সরকার ৷

এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহরে । পাশাপাশি উদ্বেগ প্রকাশ করেছে চিকিৎসকমহল । পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির ইন্দো-বাংলাদেশ সীমান্ত পার করতে গেলে টিকা না দেওয়া থাকলে অথবা একটা ডোজ নেওয়া থাকলে কোভিডের আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট দেওয়া বাধ্যতামূলক ।

আরও পড়ুন : Crime : শিলিগুড়িতে পুলিশের হেফাজত থেকে পালিয়েও ফের ধরা পড়ল দুই অভিযুক্ত

অভিযোগ, কোভিড নেগেটিভের জাল রিপোর্ট বানিয়ে বাংলাদেশে যাওয়ার অনুমতি হাসিল করিয়ে দিত শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির ওই ওষুধ ব্যবসায়ী দীপঙ্কর সরকার । তার নিজের একটি ছোট ওষুধের দোকান রয়েছে । সেখান থেকেই তিনি এই কাজ করতেন বলে অভিযোগ ৷

ইন্দো-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন ফুলবাড়ির পূর্ব ধনতলার বাসিন্দা ওই ব্যবসায়ী। আর সেই সুবাদেই দীর্ঘদিন ধরে ওই প্রতারণা চালাচ্ছিল বলে অভিযোগ ৷ অবশেষে বিষয়টি জানতে পারে শিলিগুড়ির মিলনপল্লির একটি বেসরকারি প্যাথোলজিক্য়াল ল্যাব কর্তৃপক্ষ । ওই প্যাথল্যাজিক্যাল ল্যাবের নাম ভাঙিয়ে ভুয়ো করোনার রিপোর্ট তৈরি করা হচ্ছিল বলে অভিযোগ ৷

আরও পড়ুন : Schools Reopen : চূড়ান্ত অব্য়বস্থা-অপরিচ্ছন্ন শিক্ষাঙ্গন, শিলিগুড়ির কলেজে ধরা পড়ল অন্য ছবি

এরপরই তারা এনজেপি থানায় অভিযোগ দায়ের করে । বুধবার কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে পুলিশের জালে ধরা পরে ওই ব্যবসায়ী ।

পুলিশ তদন্তে জানতে পেরেছে, মোটা টাকার বিনিময়ে দীর্ঘদিন ধরেই শহরের বিভিন্ন প্যাথোলজিক্যাল ল্যাবের নামে কোভিড সার্টিফিকেট জাল করে ভারত থেকে বাংলাদেশ যাওয়ার ছাড়পত্র তৈরি করিয়ে দিত সে । ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি (পূর্ব) জয় টুডু ।

আরও পড়ুন : BJP : বিজেপিতে এলার্জি গৌতম দেবের, বদলাতে চান শিলিগুড়ির পার্কের ডাকনাম

প্রসঙ্গত, এর আগে চলতি বছরে একই ভাবে করোনার নেগেটিভ জাল আরটিপিসিআর রিপোর্ট তৈরি করার বেশ কয়েকটি ঘটনা ঘটেছিল । ওই ঘটনাগুলিতে পাঁচ জনকে গ্রেফতার করেছিল পুলিশ । কিন্তু বারবার ওই ধরনের ঘটনা ঘটায় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল স্বাস্থ্য দফতরের ।

যদিও পুলিশের ধারাবাহিক অভিযানে মাঝে বন্ধ ছিল ওই ধরনের প্রতারণা । কিন্তু কয়েকমাস বাদে ফের পুনরাবৃত্তি ঘটায় চিন্তিত পুলিশ ও স্বাস্থ্য দফতর ।

আরও পড়ুন : Corona in India : ফের দৈনিক সংক্রমণ 10 হাজারের ঘরে, বেড়েছে মৃত্যু

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.