শিলিগুড়ি, 19 মে : শিলিগুড়িতে কোরোনায় আক্রান্ত হল আরও একজন । ছ'নম্বর ওয়ার্ডের কোরোনা আক্রান্ত ফল বিক্রেতার ছেলেও এবার কোরোনায় আক্রান্ত হল বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ ।
গতকালই শিলিগুড়ির বাবুপাড়া ও ডাঙ্গিপাড়া এলাকায় দু'জন কোরোনা আক্রান্তের খোঁজ মিলেছিল । কোরোনায় আক্রান্ত ফল বিক্রেতার ছেলের লালারসের নমুনাও পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল । যার রিপোর্ট পজ়িটিভ এসেছে । তাকেও শিলিগুড়ির কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে । তার বয়স 10 বছর ৷
এদিকে কোরোনা আক্রান্তের খোঁজ পাওয়ার পরই ওই দুই এলাকা কনটেন্টমেন্ট জ়োন হিসেবে চিহ্নিত করা হয়েছে ।
রাজ্যে ক্রমেই বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ বর্তমানে এরাজ্যে আক্রান্তের সংখ্যা 2 হাজার 961 জন ৷ বাড়ছে মৃতের সংখ্যাও ৷