ETV Bharat / city

অভিযানে গিয়ে মার খেলেন আবগারি দপ্তরের OC - নকল মদের তদন্ত

শুক্রবার সকালে পাড়াগাছি এলাকায় আবগারি দপ্তর অভিযান চালায় । দপ্তরের কাছে খবর ছিল 10 থেকে 15 টি 200 লিটারের ড্রামে সেখানে মদ তৈরির জন্য স্পিরিট মজুত করা হবে ৷ কিন্তু দপ্তরের কর্মীরা ঘটনাস্থানে গেলে তাঁদের ঘিরে ধরে দুষ্কৃতীরা । তারা গাড়ি ভাঙচুর করার পাশাপাশি সঞ্জয়বাবু এবং গাড়ির চালককে মারধর করে মাথা ফাটিয়ে দেয় ৷

OC was beaten for fake alcohol investigation
নকল মদের তদন্তে গিয়ে মার খেলেন OC
author img

By

Published : Dec 13, 2019, 7:53 PM IST

বিধাননগর (শিলিগুড়ি), 13 ডিসেম্বর: নকল মদ বিক্রি বন্ধে অভিযানে গিয়ে আক্রান্ত হলেন আবগারি দপ্তরের OC সঞ্জয় কুমার চক্রবর্তী ৷ ভাঙচুর করা হল দপ্তরের গাড়ি । ঘটনাটি শিলিগুড়ি মহকুমার বিধাননগর এলাকার ।

সঞ্জয়বাবু জানান, শুক্রবার সকালে পাড়াগাছি এলাকায় আবগারি দপ্তর অভিযান চালায় । দপ্তরের কাছে খবর ছিল 10 থেকে 15 টি 200 লিটারের ড্রামে সেখানে মদ তৈরির জন্য স্পিরিট মজুত করা হবে ৷ কিন্তু দপ্তরের কর্মীরা ঘটনাস্থানে গেলে তাঁদের ঘিরে ধরে দুষ্কৃতীরা । তারা গাড়ি ভাঙচুর করার পাশাপাশি সঞ্জয়বাবু এবং গাড়ির চালককে মারধর করে মাথা ফাটিয়ে দেয় ৷ দপ্তরের কর্মীরা এরপর বিধাননগর থানায় গিয়ে অভিযোগ জানান ৷ অভিযোগ পেয়ে পাড়াগাছিতে বিধাননগর থানার পুলিশ অভিযান চালায় ৷ কিন্তু ততক্ষণে দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়েছে ৷

নকল মদের তদন্তে গিয়ে মার খেলেন OC

সঞ্জয়বাবু জানান, দুই দিন আগেও ওই এলাকায় আবগারি দপ্তর অভিযান চালিয়েছিল । সেই অভিযানে প্রায় 810 লিটার নকল বিদেশি মদ সহ 200 লিটার স্পিরিট উদ্ধার হয়েছিল ৷

বিধাননগর (শিলিগুড়ি), 13 ডিসেম্বর: নকল মদ বিক্রি বন্ধে অভিযানে গিয়ে আক্রান্ত হলেন আবগারি দপ্তরের OC সঞ্জয় কুমার চক্রবর্তী ৷ ভাঙচুর করা হল দপ্তরের গাড়ি । ঘটনাটি শিলিগুড়ি মহকুমার বিধাননগর এলাকার ।

সঞ্জয়বাবু জানান, শুক্রবার সকালে পাড়াগাছি এলাকায় আবগারি দপ্তর অভিযান চালায় । দপ্তরের কাছে খবর ছিল 10 থেকে 15 টি 200 লিটারের ড্রামে সেখানে মদ তৈরির জন্য স্পিরিট মজুত করা হবে ৷ কিন্তু দপ্তরের কর্মীরা ঘটনাস্থানে গেলে তাঁদের ঘিরে ধরে দুষ্কৃতীরা । তারা গাড়ি ভাঙচুর করার পাশাপাশি সঞ্জয়বাবু এবং গাড়ির চালককে মারধর করে মাথা ফাটিয়ে দেয় ৷ দপ্তরের কর্মীরা এরপর বিধাননগর থানায় গিয়ে অভিযোগ জানান ৷ অভিযোগ পেয়ে পাড়াগাছিতে বিধাননগর থানার পুলিশ অভিযান চালায় ৷ কিন্তু ততক্ষণে দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়েছে ৷

নকল মদের তদন্তে গিয়ে মার খেলেন OC

সঞ্জয়বাবু জানান, দুই দিন আগেও ওই এলাকায় আবগারি দপ্তর অভিযান চালিয়েছিল । সেই অভিযানে প্রায় 810 লিটার নকল বিদেশি মদ সহ 200 লিটার স্পিরিট উদ্ধার হয়েছিল ৷

Intro:জাল মদের তদন্তে গিয়ে মার খেলেন আবগারি দপ্তরের ওসি, ভাঙচুর হল গাড়ি। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মহকুমার বিধান নগর এলাকায়। ঘটনায় আহত ওসিকে উদ্ধার করেছে পুলিশ।


Body:দিন কয়েক আগেই শিলিগুড়ি মহাকুমার বিধান নগর এলাকায় প্রচুর জাল মদ উদ্ধার করেছিল আবগারি দপ্তর। ফের ওই এলাকায় জাল মদের বোতল ছিপি ইত্যাদি সংগ্রহ করে মদ তৈরির খবর পেয়ে আজ ফের অভিযানে যান আবগারি দফতরের ওসি সঞ্জয় কুমার চক্রবর্তী। এরপরেই তাকে ঘিরে ধদে মারধর করা হয়। ভেঙে দেওয়া হয় গাড়ি। আহত ওসি জানান, বদলি হয়ে নতুন আসায় সব রাস্তা চিনিতাম না। কিন্তু পাঁকা খবর ছিল। এলাকায় যেতেই আমায় আক্রমণ করে কিছু লোকজন।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.