শিলিগুড়ি, ১১ মার্চ: দোল উৎসব চলাকালীন এক যুবতিকে অশ্লীল মন্তব্য করার অভিযোগ উঠল চার জন যুবকের বিরুদ্ধে। ঘটনাটি শিলিগুড়ি পৌরনিগমের ৫ নম্বর ওয়ার্ডের নতুন পাড়া এলাকার। ঘটনার প্রেক্ষিতে আজ শিলিগুড়ি থানার অধীন খালপাড়া আউট পোস্টে লিখিত অভিযোগ দায়ের করা হয় পরিবারের তরফে। পরিবারের দাবি অবিলম্বে ওই যুবকদের গ্রেপ্তার করতে হবে। যুবতির পরিবারের অভিযোগ, ঘটনার পর ওই চার যুবককে ক্ষমা চাইতে বলা হলেও তারা পাল্টা হুমকি দিয়েছে। এরপরেই লিখিত অভিযোগ দায়ের করা হয় থানায়।
গতকাল বিকেলে ওই যুবতি এবং তার ভাই বাড়ি থেকে রওনা দিয়েছিল জলপাই মোড়ের উদ্দেশ্যে। অভিযোগ সে সময় চার যুবক ওই যুবতিকে দাঁড় করিয়ে অশ্লীল মন্তব্য করে। এরপর এই বিষয়টি নিয়ে প্রতিবাদে সোচ্চার হন পরিজন এবং স্থানীয়রা।
যুবতির মা জানান, আমরা প্রথমে ওই চার যুবকের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম তাদের পরিবারের লোকেদের বোঝাতে চেয়েছিলাম যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়। যদিও ওই চার যুবক আমাদের পালটা হুমকি দিতে শুরু করে। এর পরে থানায় অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নিয়েছি ।
যুবতিকে কুরুচিকর মন্তব্য করার প্রেক্ষিতে থানায় লিখিত অভিযোগ দায়ের হতেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।