ETV Bharat / city

মুখ্যমন্ত্রী অযথা ভয় দেখাচ্ছেন, হিন্দুরা দেশেই থাকবেন : রাজু - Raju Banerjee attacks TMC in Siliguri

রাজু ব্যানার্জি বলেন, "NRC চালু হলে অনুপ্রবেশকারীদের দেশ ছাড়তে হবে । তবে হিন্দুদের নাম বাদ যাবে না । সকলকেই নাগরিকত্ব দেওয়া হবে । কারও ভয় নেই ।"

রাজু ব্যানার্জি
author img

By

Published : Sep 12, 2019, 5:09 PM IST

শিলিগুড়ি, ১২ সেপ্টেম্বর : পুলিশ ও গুন্ডা এখন শাসকদলের অঙ্গ । দু'পক্ষই তৃণমূলের দালাল । মন্তব্য BJP-র রাজ্য সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায়ের ।

আজ NRC-এর বিরোধিতা করে কলকাতায় মহামিছিলের ডাক দিয়ে পথে নেমেছেন মুখ্যমন্ত্রী । ঠিক তখনই এরাজ্যে ফের একবার NRC চালুর প্রসঙ্গে সুর চড়ালেন রাজু । তিনি বলেন, "মুখ্যমন্ত্রী অযথা ভয় দেখাচ্ছেন । হিন্দুদের চিন্তার কিছু নেই । তাঁরা বিতারিত হবেন না । কিন্তু বিদেশিদের যেতেই হবে ।"

আজ শিলিগুড়িতে একাধিক ইশুতে আয়োজিত মহামিছিলে অংশ নিয়ে রাজু ব্যানার্জি বলেন, "NRC চালু হলে অনুপ্রবেশকারীদের দেশ ছাড়তে হবে । তবে হিন্দুদের নাম বাদ যাবে না । সকলকেই নাগরিকত্ব দেওয়া হবে । কারও ভয় নেই ।"

অন্যদিকে রাজু বলেন, "রাজ্যে ক্ষমতায় এলে বিদ্যুৎ মাশুল কমাবে BJP । গতকাল CESC-র মাশুল বৃদ্ধির প্রতিবাদে মিছিল করে যুব মোর্চা । সেখানে আমাদের মিছিলে বাধা দেয় পুলিশ । কয়েকজন কর্মী জখম হয়েছেন ।"

রাজ্যজুড়ে সন্ত্রাস হচ্ছে এই অভিযোগ তুলে শিলিগুড়িতে প্রতিবাদ মিছিল করে জেলা যুব মোর্চা নেতৃত্ব । মিছিলে অংশ নেন রাজু ।

শিলিগুড়ি, ১২ সেপ্টেম্বর : পুলিশ ও গুন্ডা এখন শাসকদলের অঙ্গ । দু'পক্ষই তৃণমূলের দালাল । মন্তব্য BJP-র রাজ্য সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায়ের ।

আজ NRC-এর বিরোধিতা করে কলকাতায় মহামিছিলের ডাক দিয়ে পথে নেমেছেন মুখ্যমন্ত্রী । ঠিক তখনই এরাজ্যে ফের একবার NRC চালুর প্রসঙ্গে সুর চড়ালেন রাজু । তিনি বলেন, "মুখ্যমন্ত্রী অযথা ভয় দেখাচ্ছেন । হিন্দুদের চিন্তার কিছু নেই । তাঁরা বিতারিত হবেন না । কিন্তু বিদেশিদের যেতেই হবে ।"

আজ শিলিগুড়িতে একাধিক ইশুতে আয়োজিত মহামিছিলে অংশ নিয়ে রাজু ব্যানার্জি বলেন, "NRC চালু হলে অনুপ্রবেশকারীদের দেশ ছাড়তে হবে । তবে হিন্দুদের নাম বাদ যাবে না । সকলকেই নাগরিকত্ব দেওয়া হবে । কারও ভয় নেই ।"

অন্যদিকে রাজু বলেন, "রাজ্যে ক্ষমতায় এলে বিদ্যুৎ মাশুল কমাবে BJP । গতকাল CESC-র মাশুল বৃদ্ধির প্রতিবাদে মিছিল করে যুব মোর্চা । সেখানে আমাদের মিছিলে বাধা দেয় পুলিশ । কয়েকজন কর্মী জখম হয়েছেন ।"

রাজ্যজুড়ে সন্ত্রাস হচ্ছে এই অভিযোগ তুলে শিলিগুড়িতে প্রতিবাদ মিছিল করে জেলা যুব মোর্চা নেতৃত্ব । মিছিলে অংশ নেন রাজু ।

Intro:পুলিশ গুন্ডা দুপক্ষই তৃণমূলের দালাল ঃ রাজু বন্দোপাধ্যায়

মিঠু সাহা, শিলিগুড়ি, ১২ সেপ্টেম্বরঃ পুলিশ ও গুন্ডা এখন রাজ্যের শাসকদলের অঙ্গ। দু পক্ষই তৃণমুলের দালাল। মন্তব্য বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক রাজু বন্দোপাধ্যায়ের। 

আজ কলকাতায় NRC এর বিরোধীতা করে কলকাতার মহামিছিলের ডাক দিয়ে পথে নেমেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ঠিক তখনই এরাজ্যে ফের একবার NRC চালুর প্রসঙ্গে সুর চড়ালেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক রাজু ব্যানার্জী। তিনি বলেন মুখ্যমন্ত্রী অযথা ভয় দেখাচ্ছেন। হিন্দুদের চিন্তার কিছু নেই। তারা বিতারিত হবেন না। কিন্তু বিদেশীদের যেতেই হবে। 
এদিন শিলিগুড়িতে একাধিক ইস্যুতে আয়োজিত মহামিছিলে অংশ নিয়ে রাজু ব্যানার্জী বলেন, NRC চালু হলে অনুপ্রবেশকারীদের দেশ ছাড়তে হবে। তবে কোন হিন্দুদেরই নাম বাদ যাবে না। সকলকেই নাগরিকত্ব দেওয়া হবে। কারও ভয় নেই। 
অন্যদিকে রাজু বলেন রাজ্যে ক্ষমতায় এলে বিদ্যুৎ মাশুল কমাবে বিজেপি। গতকাল সিইএসসি তে আন্দোলন করতে গিয়েছিল বিজেপি। আমরা ক্ষমতায় এলে প্রতিশ্রুতি রাখব। 

রাজ্য জুড়ে চলা একাধিক সন্ত্রাসের বিরুদ্ধে সরব হয়ে এদিন শিলিগুড়ির রাজপথে নামে দার্জিলিং জেলা যুব বিজেপির নেতৃত্ব। অংশ নেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক রাজু ব্যানার্জী। তিনি বলেন, পুলিশ আর গুন্ডা এখন রাজ্যের শাসকলদের অঙ্গ। এসপিরা জেলা সভাপতির দ্বায়িত্ব পালন করছেন। সেক্ষেত্রে এটাই স্বাভাবিক যে রাজ্যে সন্ত্রাস অব্যাহত থাকবে। এসবের জেরেই এরাজ্যে এখন বোমা শিল্প, সিন্ডিকেটরাজ, মাফিয়া শিল্প রয়েছে।


Body:।


Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.