শিলিগুড়ি, 11 অগস্ট: প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পিএইচডি দুর্নীতি নিয়ে বিশেষ কমিটি গড়ে তদন্ত করার দাবি জানালেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরা। তাঁরা এবিষয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপচার্য সুবীরেশ ভট্টাচার্যকে চিঠি দিয়েছেন (NBU Alumni appeal to investigate about Partha Chatterjee PhD Degree)।
এই চিঠিতে প্রাক্তনীরা জানান, পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে 2013 সালে বিশ্ববিদ্যালয়ের তরফে পিএইচডি ডিগ্রি দেওয়া হয় । বিষয়টি সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে ৷ যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে । এতে প্রাক্তন পড়ুয়ারা ব্যাপক উদ্বিগ্ন । তাঁদের বক্তব্য, ডিগ্রি প্রদানের প্রক্রিয়ায় বেশ কিছু গড়মিল রয়েছে । এতে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ও শিক্ষার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে । বিষয়টি তদন্তের জন্য উপাচার্যের কাছে একটি কমিটি গঠনের আবেদন জানিয়েছেন প্রাক্তনীরা। দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের আর্জিও জানানো হয়েছে।
আরও পড়ুন: সংশোধনাগারে গিয়ে 'অপা'কে জেরা করবে ইডি
প্রসঙ্গত, পার্থ চট্টোপাধ্যায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে ইকনোমিক্সে পিএইচডি করেন। তখন তার গাইড ছিলেন অধ্যাপক অনিল ভুঁইমালি। অভিযোগ, পিএইচডি কোর্স করতে ন্যুনতম দু'বছরের সময় প্রয়োজন হয় । কিন্তু গোটা কোর্সটাই মাত্র এক বছরে শেষ করেছেন পার্থ চট্টোপাধ্যায়। আর তা নিয়েই এখন জলঘোলা হতে শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের অন্দরেই।
প্রায় 50 জন প্রাক্তন পড়ুয়ারা একটি গণ স্বাক্ষর সম্বলিত চিঠি দিয়েছেন উপাচার্যকে। তার মধ্যে রয়েছেন 1964 সালে ওই বিশ্ববিদ্যালয়ের থেকে উত্তীর্ণ অধ্যাপক। যদিও ওই বিষয়ে কোনওভাবেই মুখ খুলতে রাজি নন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । অনিল ভুঁইমালির দাবি নিয়ম মেনেই সব হয়েছে ।