ETV Bharat / city

পৌরভোটের আগে বিশেষ ছাড়ের ঘোষণা অশোকের - Mayor Ashok Bhattacharya

শিলিগুড়ি পৌরনিগমের বিশুদ্ধ পানীয় জল যেসব BPL পরিবার ব্যবহার করেন তাদের জল কর দিতে হবে না । এর পাশাপাশি দুই কাঠা জমিতে যেসব মানুষ বাড়ি তৈরি করবেন তাদের প্ল্যান পাশ করানোর প্রয়োজন পড়বে না । জানালেন শিলিগুড়ি পৌরনিগমের মেয়র অশোক ভট্টাচার্য ।

Mayor announced to relief water tax and housing bill pass
পৌরভোটের আগে জলকর এবং বাড়ির প্ল্যান পাশে ছাড়ের ঘোষণা
author img

By

Published : Feb 21, 2020, 5:42 PM IST

শিলিগুড়ি, 21ফেব্রুয়ারি : শিলিগুড়ি পৌরনিগমের ভোটের আগে এবার বেশকিছু জনমোহিনী সিদ্ধান্ত বাস্তবায়িত করতে চাইছে বাম পৌরবোর্ড । আজ শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে অশোক ভট্টাচার্য জানিয়েছেন এখন থেকে পৌরনিগমের বিশুদ্ধ পানীয় জল যেসব BPL পরিবার ব্যবহার করেন তাদের জল কর দিতে হবে না । এর পাশাপাশি দুই কাঠা জমিতে যেসব মানুষ বাড়ি তৈরি করবেন তাদের প্ল্যান পাশ করানোর প্রয়োজন পড়বে না ।

আজ শিলিগুড়িতে অশোক ভট্টাচার্য বলেন, ‘‘BPL পরিবারের ক্ষেত্রে জলকর দিতে হবে না ৷ এতে কয়েক হাজারের বেশি উপভোক্তা উপকৃত হবে ।’’ এতদিন জল পরিষেবার পাইপলাইন পেতে অর্ধেক মূল্য দিতে হত BPL পরিবারদের ৷ এবার আরও একটি সুবিধা সংযোজন হল ৷ দারিদ্র্যসীমার নিচে মানুষদের জলকর দিতে হবে না ৷

তিনি বলেন, ‘‘বাড়ি তৈরির নিয়ম মেনে বাড়ি তৈরি করতে হবে । কিন্তু দু কাঠা জমিতে যারা বাড়ি তৈরি করবেন তার জন্যে প্ল্যান পাশের প্রয়োজন পড়বে না । এক্ষেত্রে এই সংক্রান্ত খরচ এবং সময় বাঁচাতে পারবেন বাড়ি তৈরিতে ইচ্ছুক বাসিন্দারা । আগামী একমাসের মধ্যে চলতি পৌরবোর্ডে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে । পৌরভোটের আগে এই সিদ্ধান্ত বাস্তবায়িত করা হবে বলে তিনি জানান ।

পৌরভোটের আগে জলকর এবং বাড়ির প্ল্যান পাশে ছাড়ের ঘোষণা

এদিন মেয়র ফের অভিযোগ করে বলেন, বিভিন্ন প্রকল্পে রাজ্যের সব পৌরসভা ও পৌরনিগম টাকা পেলেও শিলিগুড়িতে নানা প্রকল্পে টাকা দিচ্ছে না রাজ্য । একাধিক প্রকল্পের পরিকল্পনা পাঠানো হলেও সেগুলির অনুমোদন ও আর্থিক সহায়তা মিলছে না ।

শিলিগুড়ি, 21ফেব্রুয়ারি : শিলিগুড়ি পৌরনিগমের ভোটের আগে এবার বেশকিছু জনমোহিনী সিদ্ধান্ত বাস্তবায়িত করতে চাইছে বাম পৌরবোর্ড । আজ শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে অশোক ভট্টাচার্য জানিয়েছেন এখন থেকে পৌরনিগমের বিশুদ্ধ পানীয় জল যেসব BPL পরিবার ব্যবহার করেন তাদের জল কর দিতে হবে না । এর পাশাপাশি দুই কাঠা জমিতে যেসব মানুষ বাড়ি তৈরি করবেন তাদের প্ল্যান পাশ করানোর প্রয়োজন পড়বে না ।

আজ শিলিগুড়িতে অশোক ভট্টাচার্য বলেন, ‘‘BPL পরিবারের ক্ষেত্রে জলকর দিতে হবে না ৷ এতে কয়েক হাজারের বেশি উপভোক্তা উপকৃত হবে ।’’ এতদিন জল পরিষেবার পাইপলাইন পেতে অর্ধেক মূল্য দিতে হত BPL পরিবারদের ৷ এবার আরও একটি সুবিধা সংযোজন হল ৷ দারিদ্র্যসীমার নিচে মানুষদের জলকর দিতে হবে না ৷

তিনি বলেন, ‘‘বাড়ি তৈরির নিয়ম মেনে বাড়ি তৈরি করতে হবে । কিন্তু দু কাঠা জমিতে যারা বাড়ি তৈরি করবেন তার জন্যে প্ল্যান পাশের প্রয়োজন পড়বে না । এক্ষেত্রে এই সংক্রান্ত খরচ এবং সময় বাঁচাতে পারবেন বাড়ি তৈরিতে ইচ্ছুক বাসিন্দারা । আগামী একমাসের মধ্যে চলতি পৌরবোর্ডে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে । পৌরভোটের আগে এই সিদ্ধান্ত বাস্তবায়িত করা হবে বলে তিনি জানান ।

পৌরভোটের আগে জলকর এবং বাড়ির প্ল্যান পাশে ছাড়ের ঘোষণা

এদিন মেয়র ফের অভিযোগ করে বলেন, বিভিন্ন প্রকল্পে রাজ্যের সব পৌরসভা ও পৌরনিগম টাকা পেলেও শিলিগুড়িতে নানা প্রকল্পে টাকা দিচ্ছে না রাজ্য । একাধিক প্রকল্পের পরিকল্পনা পাঠানো হলেও সেগুলির অনুমোদন ও আর্থিক সহায়তা মিলছে না ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.