ETV Bharat / city

Black Fungus Death : ফের ব্ল্য়াক ফাংগাসের ছোবল, উত্তরবঙ্গ মেডিক্য়ালে প্রৌঢ়ের মৃত্য়ু - ব্ল্যাক ফাঙ্গাসের বলি

ফের ব্ল্য়াক ফাংগাসের ছোবল উত্তরে ৷ উত্তরবঙ্গ মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে মৃত্য়ু প্রৌঢ়ের ৷ মৃতের নাম সুব্রত রায় ৷ বয়স 55 বছর ৷

man dead due to black fungus infection in North Bengal Medical College and Hospital
Black Fungus Death : ফের ব্ল্য়াক ফাংগাসের ছোবল, উত্তরবঙ্গ মেডিক্য়ালে প্রৌঢ়ের মৃত্য়ু
author img

By

Published : Jun 22, 2021, 3:34 PM IST

শিলিগুড়ি, 22 জুন : করোনার ভয় তো রয়েছেই, তার উপর চোখ রাঙানি বাড়াচ্ছে ব্ল্যাক ফাংগাস ৷ বিশেষ করে উত্তরবঙ্গে লাগাতার বাড়ছে ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত হয়ে মৃত্য়ুর ঘটনা ৷ 24 ঘণ্টা কাটতে না কাটতেই সোমবার রাতে ফের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ব্ল্য়াক ফাংগাসের বলি হলেন আরও একজন ৷ মৃতের নাম সুব্রত রায় ৷ বয়স 55 বছর ৷

আরও পড়ুন : Black Fungus : উত্তরবঙ্গ মেডিক্যালে একদিনে ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত দুই রোগীর মৃত্যু

ভারতে কোভিডের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর আপাতত কিছুটা কমেছে সংক্রমণের হার ৷ তবে তাতে পরিস্থিতি স্বাভাবিক হয়নি মোটেই ৷ উপরন্তু, ব্ল্য়াক ফাংগাসের হানা অবস্থা আরও জটিল করে তুলেছে ৷ ব্যতিক্রম নয় আমাদের রাজ্যও ৷ উত্তরবঙ্গে ব্ল্য়াক ফাংগাসে আক্রান্তদের চিকিৎসা হচ্ছে শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে ৷ তথ্য বলছে, গত একমাসে সেখানে ভয়ঙ্কর এই ছত্রাক প্রাণ কেড়েছে 13 জনের ৷

আরও পড়ুন : উত্তরবঙ্গ মেডিক্যালে ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত রোগীর সফল অস্ত্রোপচার

উত্তরবঙ্গ মেডিক্য়াল কলেজ ও হাসপাতাল সূত্রে খবর, সোমবার রাতে মৃত্য়ু হয় সুব্রত রায়ের ৷ সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি ৷ তারপর সেরেও উঠছিলেন ৷ কিন্তু, গত 29 মে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয় ৷ এরপর অবস্থার দ্রুত অবনতি হওয়ায় তাঁকে ক্রিটিক্য়াল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করেন চিকিৎসকরা ৷ সেখানেই চিকিৎসা চলছিল ওই প্রৌঢ়ের ৷

আরও পড়ুন : Black Fungus : ফের ব্ল্যাক ফাংগাসে মৃত্যু উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে

সুব্রতর উপসর্গ দেখে চিকিৎসকদের মনে হয়েছিল, তিনি ব্ল্য়াক ফাংগাসে আক্রান্ত হতে পারেন ৷ তাই গত রবিবার তাঁর লালারস ও টিস্যু পরীক্ষার জন্য গবেষণাগারে পাঠানো হয় ৷ রিপোর্ট আসে পজিটিভ ৷ কিন্তু স্বাস্থ্য ভালো না থাকায় সুব্রতর অস্ত্রোপচার করতে পারেননি চিকিৎসকরা ৷ শেষমেশ সোমবার রাতে প্রাণ যায় ওই প্রৌঢ়ের ৷ উল্লেখ্য, এর আগে রবিবার রাতেও উত্তরবঙ্গ মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে মৃত্য়ু হয়েছিল ব্ল্য়াক ফাংগাসে আক্রান্ত এক মহিলার ৷ একের পর এক এমন ঘটনায় চিন্তা বাড়ছে চিকিৎসকদের ৷ আতঙ্ক ছড়াচ্ছে আমজনতার মধ্যেও ৷

শিলিগুড়ি, 22 জুন : করোনার ভয় তো রয়েছেই, তার উপর চোখ রাঙানি বাড়াচ্ছে ব্ল্যাক ফাংগাস ৷ বিশেষ করে উত্তরবঙ্গে লাগাতার বাড়ছে ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত হয়ে মৃত্য়ুর ঘটনা ৷ 24 ঘণ্টা কাটতে না কাটতেই সোমবার রাতে ফের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ব্ল্য়াক ফাংগাসের বলি হলেন আরও একজন ৷ মৃতের নাম সুব্রত রায় ৷ বয়স 55 বছর ৷

আরও পড়ুন : Black Fungus : উত্তরবঙ্গ মেডিক্যালে একদিনে ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত দুই রোগীর মৃত্যু

ভারতে কোভিডের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর আপাতত কিছুটা কমেছে সংক্রমণের হার ৷ তবে তাতে পরিস্থিতি স্বাভাবিক হয়নি মোটেই ৷ উপরন্তু, ব্ল্য়াক ফাংগাসের হানা অবস্থা আরও জটিল করে তুলেছে ৷ ব্যতিক্রম নয় আমাদের রাজ্যও ৷ উত্তরবঙ্গে ব্ল্য়াক ফাংগাসে আক্রান্তদের চিকিৎসা হচ্ছে শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে ৷ তথ্য বলছে, গত একমাসে সেখানে ভয়ঙ্কর এই ছত্রাক প্রাণ কেড়েছে 13 জনের ৷

আরও পড়ুন : উত্তরবঙ্গ মেডিক্যালে ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত রোগীর সফল অস্ত্রোপচার

উত্তরবঙ্গ মেডিক্য়াল কলেজ ও হাসপাতাল সূত্রে খবর, সোমবার রাতে মৃত্য়ু হয় সুব্রত রায়ের ৷ সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি ৷ তারপর সেরেও উঠছিলেন ৷ কিন্তু, গত 29 মে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয় ৷ এরপর অবস্থার দ্রুত অবনতি হওয়ায় তাঁকে ক্রিটিক্য়াল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করেন চিকিৎসকরা ৷ সেখানেই চিকিৎসা চলছিল ওই প্রৌঢ়ের ৷

আরও পড়ুন : Black Fungus : ফের ব্ল্যাক ফাংগাসে মৃত্যু উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে

সুব্রতর উপসর্গ দেখে চিকিৎসকদের মনে হয়েছিল, তিনি ব্ল্য়াক ফাংগাসে আক্রান্ত হতে পারেন ৷ তাই গত রবিবার তাঁর লালারস ও টিস্যু পরীক্ষার জন্য গবেষণাগারে পাঠানো হয় ৷ রিপোর্ট আসে পজিটিভ ৷ কিন্তু স্বাস্থ্য ভালো না থাকায় সুব্রতর অস্ত্রোপচার করতে পারেননি চিকিৎসকরা ৷ শেষমেশ সোমবার রাতে প্রাণ যায় ওই প্রৌঢ়ের ৷ উল্লেখ্য, এর আগে রবিবার রাতেও উত্তরবঙ্গ মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে মৃত্য়ু হয়েছিল ব্ল্য়াক ফাংগাসে আক্রান্ত এক মহিলার ৷ একের পর এক এমন ঘটনায় চিন্তা বাড়ছে চিকিৎসকদের ৷ আতঙ্ক ছড়াচ্ছে আমজনতার মধ্যেও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.