শিলিগুড়ি, 27 মার্চ: রাজ্যে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে, দুর্নীতি, অপরাধ, অশান্তি রুখতে এবার সরাসরি রাজ্যের মানুষের সাহায্য চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata on State Law and Order) ৷ এই কাজে 'দিদিকে বলো'র ধাঁচে নতুন পরিষেবা শুরুর ঘোষণাও রবিবার শিলিগুড়ি থেকে করেছেন মুখ্যমন্ত্রী ৷ রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে এবার যে তিনি আরও কড়া পদক্ষেপ করতে চলেছেন এবং তা করতে গিয়ে তিনি যে পুলিশ থেকে প্রশাসন, দলের কাউকে রেয়াত করবেন না এদিন তারও স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন মমতা ৷
মুখ্যমন্ত্রী এদিন বলেন, "আমি সবাইকে বলব, দু‘-একজন দুষ্টু গরু সব জায়গাতেই থাকে ৷ আমি তাদের সাবধান হতে বলব, সতর্ক হতে বলব ৷ তাদের বলব ভাল করে কাজ করুন, কেউ কোনও গন্ডগোলে জড়াবেন না ৷ মনে রাখবেন কখনও কেউ ক্ষমা করলেও আমি কিন্তু ক্ষমা করব না ৷ আমি কোনও গন্ডগোল, অশান্তি চাই না ৷ আমি কোনও হিংসা, সন্ত্রাস চাই না ৷ আমার মন কাঁদে মানুষের জন্য ৷" রাজ্যে দুর্নীতি, অশান্তি রুখতে 'দিদিকে বলো'র ধাঁচে নতুন পরিষেবা শুরুর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ৷ সেখানে ফোন করে সাধারণ মানুষ তাঁদের অভিযোগ বা কোনও তথ্য জানাতে পারবেন বলেও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই পরিষেবা দু'মাস পর শুরু হবে বলে জানিয়েছেন তিনি ৷ বলেছেন, "আমি আগামী দু'মাস সময় নেব ৷ দিদিকে বলোর ধাঁচে একটা ব্যবস্থা তৈরি করব ৷ তারপর যদি কারও বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকে, খুন খারাপি, অত্যাচারের অভিযোগ থাকে তাহলে সেখানে জানাবেন, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব ৷ আপনি কী চাইছেন, কোথায় কী ঘটছে আমাদের জানাবেন ৷ " যখন কেউ নিজেকে সামলাতে পারে না তখন সে হামলার পথ বেছে নেয় বলেও এদিন মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী ৷
আরও পড়ুন : দেউচা পাচামি আটকাতে রামপুরহাট ষড়যন্ত্র, বিস্ফোরক মমতা
রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরাসরি রাজ্যের সাধারণ মানুষের সাহায্য চেয়েছেন মুখ্যমন্ত্রী ৷ প্রয়োজনে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন তিনি ৷ এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি সাধারণ মানুষকে বলব, যদি কোনও খবর থাকে এখানে এই দাঙ্গা হতে পারে, এই জায়গায় গন্ডগোল হতে পারে, এখানে এই পরিকল্পনা হচ্ছে, দয়া করে তা পুলিশকে ব্যবস্থা জানাবেন ৷ পুলিশ যদি ব্যবস্থা না নেয়, তবে সেই পুলিশ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেবে রাজ্য সরকার ৷ যদি কেউ এ ধরনের ঘটনা ধরিয়ে দেন, তাহলে তাঁকে রাজ্যের তরফে পুরস্কৃত করা হবে ৷"