শিলিগুড়ি, 2 জানুয়ারি : নাগরিকত্ব সংশোধনী আইন, 2019-এর প্রতিবাদে মিছিলে নেতৃত্ব দিতে শিলিগুড়ি এলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এর আগেই CAA-র সমর্থনে BJP-র মিছিলকে ছাপিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিল জেলা তৃণমূল ৷
তৃণমূলের তরফে জানানো হয়েছে, শিলিগুড়ি মহকুমা ছাড়াও পাহাড় থেকে এবং জলপাইগুড়ি জেলার ডাবগ্রাম, রাজগঞ্জ এলাকা থেকেও সমর্থকেরা ভিড় জমাতে শুরু করে দিয়েছেন শহরে ৷ মাল্লাগুড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা রাখার জন্য একটি অস্থায়ী মঞ্চও করা হয়েছে ৷ আজ সেই সভামঞ্চ সরেজমিনে ঘুরে দেখলেন গৌতম দেব ৷
মাল্লাগুড়িতে ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে বাঘাযতীন পার্ক এলাকা পর্যন্ত আগামীকাল মিছিল করবেন তৃণমূল সুপ্রিমো ৷ মিছিল ঘিরে যাতে কোনও যানজট না হয় সেই দিকেও নজর রাখছে স্থানীয় পুলিশ ৷ ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে, দার্জিলিং মোড় সহ বেশ কিছু এলাকায় মিছিলের কারণে যান চলাচল নিয়ন্ত্রণ করা হতে পারে ৷