শিলিগুড়ি, 28 মার্চ : মহানন্দা নদী সাফাই করতে হাত লাগালেন জওয়ানরা । যাদের কাঁধে দায়িত্ব আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষা করার তারাই আজ ঝাড়ু হাতে নদীতে নেমে পরিষ্কার করলেন দূষণে জর্জরিত মহানন্দা নদী (Cleaning Mahananda River)। শিলিগুড়ির একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আয়োজিত প্লাস্টিকবিহীন মহানন্দা নদী সাফাই অভিযানে নদী ও নদীঘাট পরিষ্কারে সহযোগিতা করল শিলিগুড়ির কাওয়াখালি সিআরপিএফ ক্যাম্পের প্রায় 150 জন সেনা জওয়ান।
সোমবার সকালে তাদের ঝাড়ু হাতে মহানন্দা নদীতে সাফাই কাজ করতে দেখা যায়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত সিআরপিএফ ডিআইজি অনিল কুমার বলেন, "কেন্দ্রীয় সরকার বরাবরই স্বচ্ছতা ও পরিষ্কার পরিচ্ছন্নতার বার্তা দেয়। আর আমরা দেশের কর্মরত সৈনিক। আমাদেরও দায়িত্ব এই অভিযানে অংশগ্রহণ করা। সেকারণেই এই অভিযানের খবর পেয়ে আমরা এই কাজে সহযোগিতা করেছি। আমাদের কাছে থাকা নদী পরিষ্কারের যন্ত্রাংশ ও 150 জন সেনা জওয়ান এই কাজে সহযোগিতা করেছেন।" এদিন মহানন্দা নদীর প্রায় 17 কিলোমিটার পর্যন্ত ঘাট পরিষ্কার করেন তাঁরা। সাফাই অভিযানে চার হাজারেরও বেশি মানুষ শিলিগুড়ি, জলপাইগুড়ি, কার্শিয়াং, শালুগারা ও মিরিক থেকে অংশগ্রহণ করেন। তার মধ্যে শিলিগুড়ির কাওয়াখালি সিআরপিএফ ক্যাম্প থেকে 150 জন জওয়ান সেখানে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: মে-জুনে জিটিএ নির্বাচন চান মমতা, গৌতম-পাপিয়াদের 'কথা কম বেশি কাজে'র পরামর্শ
বিদেশ থেকেও পরিবেশবিদরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। একইসঙ্গে মহানন্দা নদী সংস্কার করার পর সেখানে যজ্ঞের আয়োজন করা হয়। এই কর্মসূচির এক্সিকিউটিভ ডিরেক্টর এরিক সোলেমান বলেন, "শহরের প্রধান নদী মহানন্দাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সকলের দায়িত্ব। তাই স্বচ্ছ ভারতের বার্তাকে সামনে রেখে এই কর্মসূচি পালন করি। কেবল মহানন্দাই নয়, সকল নদী সংস্কারে ও বনসৃজনে সকলকে এগিয়ে আসতে অনুরোধ করব।"