ETV Bharat / city

রাজ্যে আংশিক লকডাউন, স্বাগত জানাল উত্তরের বণিকমহল - লকডাউনকে স্বাগত জানাল উত্তরের বণিকমহল

বণিকমহলের মতে, পাঁচ ঘণ্টা দোকান খুলে ব্যবসায়ীদের যা আয় হত তার চেয়ে ব্যয় হত বেশি । ইতিমধ্যে শিলিগুড়ির বিভিন্ন বাজারে বিক্রি কমে 25 শতাংশে এসে দাঁড়িয়েছে । যা নিয়ে চিন্তায় ছিলেন ব্যবসায়ীরা । এই অবস্থায় রাজ্য সরকারের নয়া সিদ্ধান্তকে মেনে নিয়েছেন সকলেই ।

lockdown-was-welcomed-by-the-merchants-of-the-north-bengal
lockdown-was-welcomed-by-the-merchants-of-the-north-bengal
author img

By

Published : May 15, 2021, 6:02 PM IST

শিলিগুড়ি, 15 মে : করোনা সংক্রমণে রাশ টানতে রাজ্যজুড়ে আংশিক লকডাউন ৷ স্কুল, কলেজ আগেই বন্ধ ছিল । এবার সব সরকারি, বেসরকারি দফতর, শিক্ষা প্রতিষ্ঠান, গণ পরিবহন বন্ধ করা হচ্ছে । দোকানপাট, বাজারঘাট খোলার সময়ও সংক্ষিপ্ত করা হয়েছে । রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানাল উত্তরের বণিকমহল ।

বণিকমহলের মতে, পাঁচ ঘণ্টা দোকান খুলে ব্যবসায়ীদের যা আয় হত তার চেয়ে ব্যয় হত বেশি । ইতিমধ্যে শিলিগুড়ির বিভিন্ন বাজারে বিক্রি কমে 25 শতাংশে এসে দাঁড়িয়েছে । যা নিয়ে চিন্তায় ছিলেন ব্যবসায়ীরা । এই অবস্থায় রাজ্য সরকারের নয়া সিদ্ধান্তকে মেনে নিয়েছেন সকলেই ।

শুনুন কী বলল বণিক মহল ৷

আরও পড়ুন: আরও কড়া বিধিনিষেধ, 30 মে পর্যন্ত বন্ধ সমস্ত পরিবহণ

এই বিষয়ে ইস্টার্ন এবিসি চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টির আহ্বায়ক সুরজিৎ পাল বলেন, "সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তাকে স্বাগত জানাচ্ছি । আমাদের যত ব্যবসায়ী সমিতি রয়েছে তারাও স্বাগত জানিয়েছে । পুরো বন্ধ তো করা হয়নি ৷ এটা খুব ভালো । মানুষ বাঁচলে ব্যবসা হবে ৷ ব্যবসায়ীদেরও সংসার আছে ।"

তিনি আরও বলেন, "বিয়ের কথা মাথায় রেখে শাড়ি ও সোনার দোকান খোলা থাকছে । তবে মার্কেটে লোক না এলে দোকান খুলে লাভ নেই । পুরো লকডাউন না করে আংশিক লকডাউন করায় সকলের সুবিধা হবে ।"

একইভাবে রাজ্য সরকারের আংশিক লকডাউনকে সমর্থন জানাল কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই) । সিআইআই-এর চেয়ারম্যান সঞ্জয় টিব্রুওয়াল বলেন, "এটা দরকার ছিল করোনা রুখতে । আমরা সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি । তারা এই বছর পুরো লকডাউন করেনি । তাই মানুষের কোনও অসুবিধা হবে না । যেভাবে এই লকডাউন করার সিদ্ধান্ত হয়েছে তা প্রশংসনীয় । রাজ্য সরকারকে আমরা সবরকম সহযোগিতা করতে প্রস্তুত ।"

শিলিগুড়ি, 15 মে : করোনা সংক্রমণে রাশ টানতে রাজ্যজুড়ে আংশিক লকডাউন ৷ স্কুল, কলেজ আগেই বন্ধ ছিল । এবার সব সরকারি, বেসরকারি দফতর, শিক্ষা প্রতিষ্ঠান, গণ পরিবহন বন্ধ করা হচ্ছে । দোকানপাট, বাজারঘাট খোলার সময়ও সংক্ষিপ্ত করা হয়েছে । রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানাল উত্তরের বণিকমহল ।

বণিকমহলের মতে, পাঁচ ঘণ্টা দোকান খুলে ব্যবসায়ীদের যা আয় হত তার চেয়ে ব্যয় হত বেশি । ইতিমধ্যে শিলিগুড়ির বিভিন্ন বাজারে বিক্রি কমে 25 শতাংশে এসে দাঁড়িয়েছে । যা নিয়ে চিন্তায় ছিলেন ব্যবসায়ীরা । এই অবস্থায় রাজ্য সরকারের নয়া সিদ্ধান্তকে মেনে নিয়েছেন সকলেই ।

শুনুন কী বলল বণিক মহল ৷

আরও পড়ুন: আরও কড়া বিধিনিষেধ, 30 মে পর্যন্ত বন্ধ সমস্ত পরিবহণ

এই বিষয়ে ইস্টার্ন এবিসি চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টির আহ্বায়ক সুরজিৎ পাল বলেন, "সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তাকে স্বাগত জানাচ্ছি । আমাদের যত ব্যবসায়ী সমিতি রয়েছে তারাও স্বাগত জানিয়েছে । পুরো বন্ধ তো করা হয়নি ৷ এটা খুব ভালো । মানুষ বাঁচলে ব্যবসা হবে ৷ ব্যবসায়ীদেরও সংসার আছে ।"

তিনি আরও বলেন, "বিয়ের কথা মাথায় রেখে শাড়ি ও সোনার দোকান খোলা থাকছে । তবে মার্কেটে লোক না এলে দোকান খুলে লাভ নেই । পুরো লকডাউন না করে আংশিক লকডাউন করায় সকলের সুবিধা হবে ।"

একইভাবে রাজ্য সরকারের আংশিক লকডাউনকে সমর্থন জানাল কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই) । সিআইআই-এর চেয়ারম্যান সঞ্জয় টিব্রুওয়াল বলেন, "এটা দরকার ছিল করোনা রুখতে । আমরা সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি । তারা এই বছর পুরো লকডাউন করেনি । তাই মানুষের কোনও অসুবিধা হবে না । যেভাবে এই লকডাউন করার সিদ্ধান্ত হয়েছে তা প্রশংসনীয় । রাজ্য সরকারকে আমরা সবরকম সহযোগিতা করতে প্রস্তুত ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.