ETV Bharat / city

Balasan Bridge বালাসন সেতু বন্ধ থাকায় প্রাণ হাতে রেলব্রিজ দিয়ে যাতায়াত - Locals Travel from Railway Bridge with Life Risk Due to Closed Balasan Bridge in Matigara

জীবনের ঝুঁকি নিয়ে রেলসেতুর মধ্যে দিয়ে যাতায়াত মাটিগাড়ার বাসিন্দাদের ৷ মেরামতির জন্য বালাসন সেতু বন্ধ থাকায়, স্থানীয়রা পাশের রেলসেতুর মধ্যে দিয়ে যাতায়াত করছেন (Locals Travel from Railway Bridge with Life Risk Due to Closed Balasan Bridge in Matigara) ৷ তবে, বিষয়টি জানতে পেরে রেল কর্তৃপক্ষ মাটিগাড়া পুলিশকে খবর দেয় ৷ পুলিশ সেখানে গিয়ে রেললাইন দিয়ে যাতায়াত বন্ধ করেছে ৷

locals-travel-from-railway-bridge-with-life-risk-due-to-closed-balasan-bridge-in-matigara
locals-travel-from-railway-bridge-with-life-risk-due-to-closed-balasan-bridge-in-matigara
author img

By

Published : Aug 19, 2022, 4:01 PM IST

শিলিগুড়ি, 19 অগস্ট: রক্ষণাবেক্ষণের জন্য 4 দিনের জন্য বন্ধ করা হয়েছে 10 নম্বর জাতীয় সড়কের বালাসন সেতু ৷ আর সেতু বন্ধ হতেই প্রাণের ঝুঁকি নিয়ে রেলব্রিজের উপর দিয়ে যাতায়াত শুরু করে দিয়েছেন স্থানীয়রা (Locals Travel from Railway Bridge with Life Risk Due to Closed Balasan Bridge in Matigara) ৷ এই খবর পেয়েই তৎপর হল পুলিশ প্রশাসন ৷ রেলব্রিজের উপর দিয়ে সাধারণ মানুষের যাতায়াত বন্ধ করল পুলিশ ৷ যে ঘটনাকে কেন্দ্র করে এ দিন সাময়িক উত্তেজনা ছড়ায় মাটিগাড়া অঞ্চলে ৷

অন্যদিকে, বালাসন সেতু বন্ধ হওয়ার ফলে স্থানীয়দের প্রায় 10 কিলোমিটার রাস্তা ঘুরে কাওয়াখালি হয়ে শিলিগুড়ি শহর ও ডুয়ার্স অঞ্চলে যেতে হচ্ছে ৷ শিলিগুড়ির মানুষজনের অভিযোগ, সেতু বন্ধ থাকায় তাঁদের হয়রানি শিকার হতে হচ্ছে ৷ তবে, সেতুর মেরামতির জন্য সাময়িক এই সমস্যা মেনে নিচ্ছেন স্থানীয়রা ৷ কিন্তু, সমস্যা তৈরি হয়েছে অন্য জায়গায় ৷ বালাসন সেতুর উপর থেকে বেইলি ব্রিজ খুলে নেওয়ার পর মূল সেতু দিয়ে ছোট গাড়ি চলাচল করলেও, ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে ৷ মালবোঝাই ট্রাক ও 15 টনের বেশি ভারী গাড়ি সেখানে চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে ৷

ফলে নিত্যযাত্রীদের কিছুটা সুবিধা হলেও দূরপাল্লার যান চলাচলে সমস্যা থাকছেই ৷ তবে, পায়ে হেঁটে যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে ৷ আর তার পরেই এ দিন সকালে বালাসন রেলব্রিজের উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত শুরু করে লোকজন ৷ বিষয়টি জানতে পেরে তৎক্ষণাত পুলিশকে খবর দেয় রেল কর্তৃপক্ষ ৷ খবর পেয়ে মাটিগাড়া থানার পুলিশ রেলের সেতু দিয়ে মানুষের যাতায়াত বন্ধ করে দেয় ৷

আরও পড়ুন: ফের 4 দিনের জন্য বন্ধ থাকবে বালাসন সেতু

গত বছর অক্টোবর মাসে লাগাতার বৃষ্টির কারণে মাটিগাড়ায় বালাসন সেতুর একটি পিলার কিছুটা অংশ বসে যায় ৷ সেই সময়ই বালাসন সেতুর উপর অস্থায়ীভাবে বেইলি ব্রিজ তৈরি করে হালকা এবং ছোট গাড়ি চলাচলের অনুমতি দেওয়া হয় ৷ পরবর্তী সময়ে সেতুর ধসে যাওয়া ছয় নম্বর পিলারের পাশে আরও দু’টি পিলার তুলে ক্ষতিগ্রস্ত অংশটিকে মেরামত করা হয় ৷ তখন থেকেই বালাসন সেতুর উপর থাকা বেইলি ব্রিজটিও ব্যবহার করা হচ্ছে ৷ কিন্তু, পূর্ত দফতরের তরফে এ বার সেই বেইলি ব্রিজটি খুলে নেওয়া হচ্ছে ৷ সেই কারণেই আজ থেকে 22 অগস্ট পর্যন্ত বালাসন সেতুর উপর দিয়ে ভারী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷

শিলিগুড়ি, 19 অগস্ট: রক্ষণাবেক্ষণের জন্য 4 দিনের জন্য বন্ধ করা হয়েছে 10 নম্বর জাতীয় সড়কের বালাসন সেতু ৷ আর সেতু বন্ধ হতেই প্রাণের ঝুঁকি নিয়ে রেলব্রিজের উপর দিয়ে যাতায়াত শুরু করে দিয়েছেন স্থানীয়রা (Locals Travel from Railway Bridge with Life Risk Due to Closed Balasan Bridge in Matigara) ৷ এই খবর পেয়েই তৎপর হল পুলিশ প্রশাসন ৷ রেলব্রিজের উপর দিয়ে সাধারণ মানুষের যাতায়াত বন্ধ করল পুলিশ ৷ যে ঘটনাকে কেন্দ্র করে এ দিন সাময়িক উত্তেজনা ছড়ায় মাটিগাড়া অঞ্চলে ৷

অন্যদিকে, বালাসন সেতু বন্ধ হওয়ার ফলে স্থানীয়দের প্রায় 10 কিলোমিটার রাস্তা ঘুরে কাওয়াখালি হয়ে শিলিগুড়ি শহর ও ডুয়ার্স অঞ্চলে যেতে হচ্ছে ৷ শিলিগুড়ির মানুষজনের অভিযোগ, সেতু বন্ধ থাকায় তাঁদের হয়রানি শিকার হতে হচ্ছে ৷ তবে, সেতুর মেরামতির জন্য সাময়িক এই সমস্যা মেনে নিচ্ছেন স্থানীয়রা ৷ কিন্তু, সমস্যা তৈরি হয়েছে অন্য জায়গায় ৷ বালাসন সেতুর উপর থেকে বেইলি ব্রিজ খুলে নেওয়ার পর মূল সেতু দিয়ে ছোট গাড়ি চলাচল করলেও, ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে ৷ মালবোঝাই ট্রাক ও 15 টনের বেশি ভারী গাড়ি সেখানে চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে ৷

ফলে নিত্যযাত্রীদের কিছুটা সুবিধা হলেও দূরপাল্লার যান চলাচলে সমস্যা থাকছেই ৷ তবে, পায়ে হেঁটে যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে ৷ আর তার পরেই এ দিন সকালে বালাসন রেলব্রিজের উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত শুরু করে লোকজন ৷ বিষয়টি জানতে পেরে তৎক্ষণাত পুলিশকে খবর দেয় রেল কর্তৃপক্ষ ৷ খবর পেয়ে মাটিগাড়া থানার পুলিশ রেলের সেতু দিয়ে মানুষের যাতায়াত বন্ধ করে দেয় ৷

আরও পড়ুন: ফের 4 দিনের জন্য বন্ধ থাকবে বালাসন সেতু

গত বছর অক্টোবর মাসে লাগাতার বৃষ্টির কারণে মাটিগাড়ায় বালাসন সেতুর একটি পিলার কিছুটা অংশ বসে যায় ৷ সেই সময়ই বালাসন সেতুর উপর অস্থায়ীভাবে বেইলি ব্রিজ তৈরি করে হালকা এবং ছোট গাড়ি চলাচলের অনুমতি দেওয়া হয় ৷ পরবর্তী সময়ে সেতুর ধসে যাওয়া ছয় নম্বর পিলারের পাশে আরও দু’টি পিলার তুলে ক্ষতিগ্রস্ত অংশটিকে মেরামত করা হয় ৷ তখন থেকেই বালাসন সেতুর উপর থাকা বেইলি ব্রিজটিও ব্যবহার করা হচ্ছে ৷ কিন্তু, পূর্ত দফতরের তরফে এ বার সেই বেইলি ব্রিজটি খুলে নেওয়া হচ্ছে ৷ সেই কারণেই আজ থেকে 22 অগস্ট পর্যন্ত বালাসন সেতুর উপর দিয়ে ভারী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.