ETV Bharat / city

শিলিগুড়িতে লোডশেডিংয়ের শঙ্কা ! বাসিন্দাদের পাশে থাকার আহ্বান মন্ত্রীর - শিলিগুড়িতে পর্যটন মন্ত্রী গৌতম দেব

ডিসেম্বর ও জানুয়ারি মাসে শিলিগুড়িতে ঢালাও লোডশেডিং হবে ৷ জানিয়ে দিলেন রাজ্য পর্যটনমন্ত্রী গৌতম দেব ৷ পরীক্ষার মাসে নেতিবাচক প্রভাব এড়াতে স্থানীয় বাসিন্দাদের কাছে সহায়তা চেয়েছেন মন্ত্রী ৷

Loadshedding town in the interest of repair
মেরমতির স্বার্থে লোডশেডিং শহরে
author img

By

Published : Dec 3, 2019, 12:42 PM IST

Updated : Dec 3, 2019, 1:00 PM IST

শিলিগুড়ি, 3 নভেম্বর: দুই মাস পরীক্ষার মরশুম ৷ আর সেই সময়ে শিলিগুড়িতে চলবে লাগাতার লোডশেডিং । সোমবার শিলিগুড়িতে তা স্পষ্ট জানিয়ে দিলেন রাজ্য পর্যটনমন্ত্রী গৌতম দেব । তার দাবি বেশ কিছু ক্ষেত্রে পুরোনো সাবস্টেশনের আধুনিকীকরণ এবং মানোন্নয়নের জন্য প্রয়োজনীয় হয়ে পড়েছে সংস্কার । নেতিবাচক প্রভাব এড়াতে এ নিয়ে আগে ভাগেই স্থানীয় বাসিন্দাদের সহায়তা চাইলেন মন্ত্রী ।

ডিসেম্বর ও জানুয়ারি এই দুই মাস বিভিন্ন পরীক্ষা থাকে ৷ সে সময় লোডশেডিং হলে সমস্যা বাড়বে । শিলিগুড়ি মহকুমা এলাকায় 135 কোটি টাকা খরচ করে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা করছে রাজ্য বিদ্যুৎ দপ্তর ৷ এছাড়া এলাকার একাধিক সাবস্টেশনের মানোন্নয়নও করবে । দপ্তর সূত্রে জানা যায়, একাধিক ট্রান্সফর্মা সহ বৈদ্যুতিক তার পাল্টানো হবে । সে কারণেই পালা করে বিভিন্ন এলাকায় সকাল 10 টা থেকে বিকেল 4 টে পর্যন্ত চলবে লোডশেডিং ।

ঢালাও লোডশেডিং জানালেন রাজ্য পর্যটনমন্ত্রী গৌতম দেব

গতকাল শিলিগুড়িতে পর্যটনমন্ত্রী গৌতম দেব বলেন, "প্রতিনিয়ত বিদ্যুতের চাহিদা বাড়ছে । বাড়িতে বাড়িতে এসি, রুমহিটার চলছে । সেই কারণে পুরোনো সরবরাহ ব্যবস্থার আধুনিকীকরণের খুব প্রয়োজন ।"

শিলিগুড়ি, 3 নভেম্বর: দুই মাস পরীক্ষার মরশুম ৷ আর সেই সময়ে শিলিগুড়িতে চলবে লাগাতার লোডশেডিং । সোমবার শিলিগুড়িতে তা স্পষ্ট জানিয়ে দিলেন রাজ্য পর্যটনমন্ত্রী গৌতম দেব । তার দাবি বেশ কিছু ক্ষেত্রে পুরোনো সাবস্টেশনের আধুনিকীকরণ এবং মানোন্নয়নের জন্য প্রয়োজনীয় হয়ে পড়েছে সংস্কার । নেতিবাচক প্রভাব এড়াতে এ নিয়ে আগে ভাগেই স্থানীয় বাসিন্দাদের সহায়তা চাইলেন মন্ত্রী ।

ডিসেম্বর ও জানুয়ারি এই দুই মাস বিভিন্ন পরীক্ষা থাকে ৷ সে সময় লোডশেডিং হলে সমস্যা বাড়বে । শিলিগুড়ি মহকুমা এলাকায় 135 কোটি টাকা খরচ করে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা করছে রাজ্য বিদ্যুৎ দপ্তর ৷ এছাড়া এলাকার একাধিক সাবস্টেশনের মানোন্নয়নও করবে । দপ্তর সূত্রে জানা যায়, একাধিক ট্রান্সফর্মা সহ বৈদ্যুতিক তার পাল্টানো হবে । সে কারণেই পালা করে বিভিন্ন এলাকায় সকাল 10 টা থেকে বিকেল 4 টে পর্যন্ত চলবে লোডশেডিং ।

ঢালাও লোডশেডিং জানালেন রাজ্য পর্যটনমন্ত্রী গৌতম দেব

গতকাল শিলিগুড়িতে পর্যটনমন্ত্রী গৌতম দেব বলেন, "প্রতিনিয়ত বিদ্যুতের চাহিদা বাড়ছে । বাড়িতে বাড়িতে এসি, রুমহিটার চলছে । সেই কারণে পুরোনো সরবরাহ ব্যবস্থার আধুনিকীকরণের খুব প্রয়োজন ।"

Intro:পরীক্ষার মরসুমে আগামী দুই মাস শিলিগুড়িতে চলবে লোডশেডিং। আজ শিলিগুড়িতে জানালেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। তবে তার দাবী বেশ কিছু ক্ষেত্রে পুরানো সাবস্টেশনের আধুনিকীকরণ এবং মানোন্নয়নের জন্য প্রয়োজনীয় হয়ে পড়েছে এই লোডশেডিং। নেতিবাচক প্রভাব এড়াতে এই নিয়ে আগেভাগেই বাসিন্দাদের সহায়তা চেয়েছেন মন্ত্রী।


Body:পরীক্ষার মরসুমে ডিসেম্বর ও জানুয়ারি এই দুই মাস শহরে চলবে লোডশেডিং। শিলিগুড়ি মহকুমা এলাকায় 135 কোটি টাকা খরচ করে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার অন্তর্গত একাধিক সাব স্টেশনের মানোন্নয়ন করবে রাজ্য বিদ্যুৎ দপ্তর। পাল্টানো হবে একাধিক ট্রান্সফর্মার, বৈদ্যুতিক তার। সেই কারণেই পালা করে বিভিন্ন এলাকায় সকাল 10 টা থেকে বিকেল চারটে অব্দি চলবে লোডশেডিং। আজ শিলিগুড়িতে পর্যটন মন্ত্রী গৌতম দেব বলেন, প্রতিনিয়ত বিদ্যুতের চাহিদা বাড়ছে। বাড়িতে বাড়িতে এসি, রুমহিটার চলছে। সেই কারণে পুরানো সরবরাহ ব্যবস্থার আধুনিকীকরণ প্রয়োজন। আর তা করতে হলে লোডশেডিং করেই কাজ করতে হবে। তাই বাসিন্দারা এই লোডশেডিং মেনে না নিলে আগামী দিনে কার্যত বিপর্যয় হবে। তাই আমরা আবেদন করছি নেতিবাচক ভাববেন না উন্নয়নের স্বার্থে সহযোগিতা করুন।


Conclusion:
Last Updated : Dec 3, 2019, 1:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.