ETV Bharat / city

SMP Election 2022: রাত পোহালেই ভোট দেবে শিলিগুড়ি, মহকুমাজুড়ে ব্যস্ততা তুঙ্গে

author img

By

Published : Jun 25, 2022, 5:44 PM IST

রবিবার সকাল থেকে ভোটগ্রহণ শুরু হবে শিলিগুড়িতে (Siliguri) ৷ মহকুমা পরিষদের নির্বাচনে (SMP Election 2022) অংশ নেবেন মোট 5 লক্ষ 28 হাজার ভোটার ৷

last minute arrangements for SMP Election 2022
SMP Election 2022: রাত পোহালেই ভোট দেবে শিলিগুড়ি, মহকুমাজুড়ে ব্যস্ততা তুঙ্গে

শিলিগুড়ি, 25 জুন: রাত পোহালেই শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচন (SMP Election 2022) ৷ ভোট প্রক্রিয়াকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ৷ পুলিশ, প্রশাসন থেকে শুরু করে ভোটকর্মী, সকলের মধ্যেই ব্যস্ততা তুঙ্গে ৷ এবারের মহকুমা পরিষদ নির্বাচনের বাড়তি রাজনৈতিক গুরুত্ব রয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷ কারণ, মহকুমা পরিষদ বামফ্রন্টের দখলে ছিল ৷ কিন্তু এবার বিধানসভা নির্বাচন ও শিলিগুড়ি পৌরনিগম নির্বাচনের পর শিলিগুড়ি মহকুমা পরিষদ দখল করতে মরিয়া রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ এদিকে, শিলিগুড়ি মহকুমার দু'টি বিধানসভা এলাকাই রয়েছে বিজেপি-র দখলে ৷ ফলে বিজেপি-র কাছেও এই নির্বাচন 'প্রেস্টিজ ফাইট' ৷

মেয়াদ শেষ হওয়ার দু'বছর পর অর্থাৎ সাত বছর পর মহকুমা পরিষদের নির্বাচন হচ্ছে ৷ রবিবার সকাল থেকে শুরু হবে ভোটদান ৷ শনিবার তাই দম ফেলারও সুযোগ ছিল না ভোটকর্মীদের ! এবারের শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনে মোট 5 লক্ষ 28 হাজার ভোটার রয়েছেন ৷ 657টি ভোটগ্রহণকেন্দ্রে প্রায় 5 হাজার ভোটকর্মী ভোট পরিচালনা করবেন ৷ এক-একটি কেন্দ্রে 5 জন করে ভোটকর্মী থাকবেন ৷ মোট 1 হাজার 442 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে রবিবার ৷ নিরাপত্তায় মোতায়েন থাকবে 8 থেকে 10 হাজার পুলিশ ৷ 150টিরও বেশি স্পর্শকাতর বুথ রয়েছে ৷ সেই বুথগুলিতে সিসি ক্যামেরা, ভিডিওগ্রাফির ব্যবস্থা রাখা হয়েছে ৷

ভোট দিতে প্রস্তুত শিলিগুড়ি ৷

আরও পড়ুন: SMP Election 2022 : শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনের শেষ প্রচারে ঝাঁপাল ডান-রাম-বাম

তবে রাজ্য পুলিশ দিয়ে ভোট করানো নিয়ে ভোটকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ৷ কারও মতে, শিলিগুড়ি (Siliguri) শান্তিপূর্ণ এলাকা ৷ তাই ভোটে অশান্তি হবে না বলেই আশাপ্রকাশ করেছেন দেবর্ষি আচার্য নামে এক ভোটকর্মী ৷ অন্যদিকে, অতনু বন্দ্যোপাধ্যায় নামে আর এক ভোটকর্মী তাঁদের নিরাপত্তার ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন ৷

শিলিগুড়ি, 25 জুন: রাত পোহালেই শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচন (SMP Election 2022) ৷ ভোট প্রক্রিয়াকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ৷ পুলিশ, প্রশাসন থেকে শুরু করে ভোটকর্মী, সকলের মধ্যেই ব্যস্ততা তুঙ্গে ৷ এবারের মহকুমা পরিষদ নির্বাচনের বাড়তি রাজনৈতিক গুরুত্ব রয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷ কারণ, মহকুমা পরিষদ বামফ্রন্টের দখলে ছিল ৷ কিন্তু এবার বিধানসভা নির্বাচন ও শিলিগুড়ি পৌরনিগম নির্বাচনের পর শিলিগুড়ি মহকুমা পরিষদ দখল করতে মরিয়া রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ এদিকে, শিলিগুড়ি মহকুমার দু'টি বিধানসভা এলাকাই রয়েছে বিজেপি-র দখলে ৷ ফলে বিজেপি-র কাছেও এই নির্বাচন 'প্রেস্টিজ ফাইট' ৷

মেয়াদ শেষ হওয়ার দু'বছর পর অর্থাৎ সাত বছর পর মহকুমা পরিষদের নির্বাচন হচ্ছে ৷ রবিবার সকাল থেকে শুরু হবে ভোটদান ৷ শনিবার তাই দম ফেলারও সুযোগ ছিল না ভোটকর্মীদের ! এবারের শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনে মোট 5 লক্ষ 28 হাজার ভোটার রয়েছেন ৷ 657টি ভোটগ্রহণকেন্দ্রে প্রায় 5 হাজার ভোটকর্মী ভোট পরিচালনা করবেন ৷ এক-একটি কেন্দ্রে 5 জন করে ভোটকর্মী থাকবেন ৷ মোট 1 হাজার 442 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে রবিবার ৷ নিরাপত্তায় মোতায়েন থাকবে 8 থেকে 10 হাজার পুলিশ ৷ 150টিরও বেশি স্পর্শকাতর বুথ রয়েছে ৷ সেই বুথগুলিতে সিসি ক্যামেরা, ভিডিওগ্রাফির ব্যবস্থা রাখা হয়েছে ৷

ভোট দিতে প্রস্তুত শিলিগুড়ি ৷

আরও পড়ুন: SMP Election 2022 : শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনের শেষ প্রচারে ঝাঁপাল ডান-রাম-বাম

তবে রাজ্য পুলিশ দিয়ে ভোট করানো নিয়ে ভোটকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ৷ কারও মতে, শিলিগুড়ি (Siliguri) শান্তিপূর্ণ এলাকা ৷ তাই ভোটে অশান্তি হবে না বলেই আশাপ্রকাশ করেছেন দেবর্ষি আচার্য নামে এক ভোটকর্মী ৷ অন্যদিকে, অতনু বন্দ্যোপাধ্যায় নামে আর এক ভোটকর্মী তাঁদের নিরাপত্তার ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.