ETV Bharat / city

2 সন্তানকে নিয়ে রেললাইনে ঝাঁপ কোরোনায় মৃতের স্ত্রীর - Dead corona patients wife tried to attempt suicide un siliguri

আত্মহত্যার চেষ্টা করলেন কোরোনায় মৃতের স্ত্রী । গতকাল কোরোনায় আক্রান্ত হয়ে মারা যান তাঁর স্বামী ৷

lady-attempted-suicide-after-husbands-death-in-corona
2 সন্তানকে নিয়ে রেললাইনে ঝাঁপ কোরোনায় মৃতের স্ত্রীর
author img

By

Published : Jul 7, 2020, 6:44 PM IST

Updated : Jul 7, 2020, 7:39 PM IST

শিলিগুড়ি, 7 জুলাই : কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে স্বামীর । তার 24 ঘণ্টা কাটতে না কাটতেই দুই সন্তান সহ রেললাইনে ঝাঁপ দিলেন তাঁর স্ত্রী ৷ শিলিগুড়ির প্রধাননগর এলাকার ঘটনা । তারা তিনজনই গুরুতর আহত হয়েছে । খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ ৷

গতরাতে শিলিগুড়ি পৌর এলাকার প্রধাননগরের বাসিন্দা এক স্কুল শিক্ষক কোরোনায় আক্রান্ত হয়ে মারা যান । এরপরই আজ সকালে দুই সন্তানকে নিয়ে NJP স্টেশনে যান তাঁর স্ত্রী । স্টেশনের ফুট-ওভার ব্রিজ থেকে রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি । ঘটনায় তিনজনই গুরুতর আহত হয়েছে । এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে শিলিগুড়ি শহর সংলগ্ন মাটিগাড়ার একটি নার্সিংহোমে ভরতি করে ন ৷

চিকিৎসকরা জানিয়েছে, তাদের অবস্থা গুরুতর ৷ শারীরিক অবস্থা ভালো না হওয়ায় তাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে । এবিষয়ে DCP(পশ্চিম) কুনওয়ার ভূষণ সিং বলেন, বিস্তারিত তথ্য নেই । সবটা খতিয়ে দেখা হচ্ছে ।

কোরোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়ে চলেছে ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে কোরোনায় আক্রান্ত হয়েছে 861 ৷ কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 22 হাজার 987 জন ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে মৃতের সংখ্যা 22 ৷ মোট মৃতের সংখ্যা 779 জন ৷

শিলিগুড়ি, 7 জুলাই : কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে স্বামীর । তার 24 ঘণ্টা কাটতে না কাটতেই দুই সন্তান সহ রেললাইনে ঝাঁপ দিলেন তাঁর স্ত্রী ৷ শিলিগুড়ির প্রধাননগর এলাকার ঘটনা । তারা তিনজনই গুরুতর আহত হয়েছে । খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ ৷

গতরাতে শিলিগুড়ি পৌর এলাকার প্রধাননগরের বাসিন্দা এক স্কুল শিক্ষক কোরোনায় আক্রান্ত হয়ে মারা যান । এরপরই আজ সকালে দুই সন্তানকে নিয়ে NJP স্টেশনে যান তাঁর স্ত্রী । স্টেশনের ফুট-ওভার ব্রিজ থেকে রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি । ঘটনায় তিনজনই গুরুতর আহত হয়েছে । এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে শিলিগুড়ি শহর সংলগ্ন মাটিগাড়ার একটি নার্সিংহোমে ভরতি করে ন ৷

চিকিৎসকরা জানিয়েছে, তাদের অবস্থা গুরুতর ৷ শারীরিক অবস্থা ভালো না হওয়ায় তাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে । এবিষয়ে DCP(পশ্চিম) কুনওয়ার ভূষণ সিং বলেন, বিস্তারিত তথ্য নেই । সবটা খতিয়ে দেখা হচ্ছে ।

কোরোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়ে চলেছে ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে কোরোনায় আক্রান্ত হয়েছে 861 ৷ কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 22 হাজার 987 জন ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে মৃতের সংখ্যা 22 ৷ মোট মৃতের সংখ্যা 779 জন ৷

Last Updated : Jul 7, 2020, 7:39 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.