ETV Bharat / city

KLO Terrorist Arrested : ইন্দো-নেপাল সীমান্ত থেকে গ্রেফতার কেএলও জঙ্গি - এসটিএফ

রবিবার রাতে এসটিএফের অভিযানে ধনকুমার বর্মন নামে বছর ছাব্বিশের ওই যুবক ধরা পড়ে (KLO Terrorist Arrested by STF from Indo-Nepal Border of Siliguri) ৷ কেএলও নেতা জীবন সিংহের নির্দেশে নেপালে পালাচ্ছিল ওই জঙ্গি, এমনটাই প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ ৷

klo-terrorist-arrested-by-stf-from-indo-nepal-border-of-siliguri
KLO Terrorist Arrest : ইন্দো-নেপাল সীমান্ত থেকে গ্রেফতার কেএলও জঙ্গি
author img

By

Published : May 9, 2022, 2:07 PM IST

শিলিগুড়ি, 9 মে : ফের শিলিগুড়ি থেকে গ্রেফতার কেএলও জঙ্গি (KLO Terrorist Arrested by STF from Indo-Nepal Border of Siliguri) । এই নিয়ে এখনও পর্যন্ত তিনজন কেএলও জঙ্গি গ্রেফতার হল । রবিবার রাতে ওই কেএলও জঙ্গিকে ইন্দো-নেপাল সীমান্ত থেকে গ্রেফতার করে স্পেশাল টাস্ক ফোর্সের বা এসটিএফের উত্তরবঙ্গ শাখার আধিকারিকরা ।

এসটিএফ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম ধনকুমার বর্মন (26)। ওরফে স্বপন । কেএলও নেতা জীবন সিংহের (KLO Leader Jiban Singha) দলের একজন সক্রিয় সদস্য ধনকুমার । তার বাড়ি কোচবিহারের বক্সিরহাটের বাঁশবাজারে । এতদিন অসমের শিমুলবাড়ি এলাকার জঙ্গলে গা ঢাকা দিয়েছিল ওই জঙ্গি । ধনকুমার বর্মন ওরফে স্বপন কেএলও (Kamtapur Liberation Organisation) নেতা জীবন সিংহের নির্দেশ মতো অসম থেকে শিলিগুড়ি হয়ে নেপালে যাওয়ার ছক কষছিল । নেপালে গিয়ে সংগঠনের জন্য নতুন সদস্য নিয়োগ ও টাকা সংগ্রহের পরিকল্পনা ছিল তার ।

শিলিগুড়ি থেকে নেপালে যাওয়ার সময় তাকে খড়িবাড়ি ব্লকের দেবীগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করে এসটিএফ । মূলত, দেবীগঞ্জের ভদ্রপুর সীমান্ত দিয়ে নেপালে পালানোর ছক কষছিল সে । তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে এসটিএফ (STF) জানতে পেরেছে, তুফানগঞ্জ কলেজে পড়াশুনো করত স্বপন । 2020 সালে কলেজের দ্বিতীয় বর্ষেই পড়াশুনো ছেড়ে কেপিপি করতে শুরু করে । এরপর পৃথক কামতাপুর রাজ্য গড়ার লক্ষ্যে কেএলওতে যোগ দেয় ।

প্রাথমিক তদন্তে এসটিএফ জানতে পেরেছে, সেই মতো তাকে নাগাল্যান্ডের জঙ্গলে অস্ত্র চালানোর প্রশিক্ষণে পাঠায় জীবন সিংহ । একমাস সেখানে প্রশিক্ষণের পর তাকে নেপালে পাঠায় জীবন সিংহ । স্বপনের বাবা সুকুমার বর্মনও কেএলওর লিঙ্কম্যান ছিল । তাকেও গ্রেফতার করেছিল পুলিশ । বর্তমানে জেল খাটার পর তিনি আর কেএলওর সঙ্গে জড়িত নন । তার দাদা সেনায় চাকরিরত । বাবাও তাকে বোঝানোর চেষ্টা করেছিল যাতে কেএলওতে যোগ না দেয় । কিন্তু কথা না শুনে বাবাকে উলটে মারধর করে বাড়ি থেকে চলে যায় । ধৃতকে সোমবার শিলিগুড়ি আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে পুলিশি হেফাজতের নির্দেশ দেন ।

KLO Terrorist Arrest : ইন্দো-নেপাল সীমান্ত থেকে গ্রেফতার কেএলও জঙ্গি

এসটিএফের ডিএসপি (উত্তরবঙ্গ) সুদীপ ভট্টাচার্য বলেন, "স্বপনের কাছ থেকে বেশ কয়েকটি তথ্য ও নথি উদ্ধার হয়েছে । জীবন সিংহের সঙ্গে মেসেজে কথাবার্তা চলত সেগুলোও উদ্ধার হয়েছে । কেএলও সংগঠনের সক্রিয় সদস্য । মাসখানেক ধরে ওর খোঁজ চলছিল । শেষে নেপালে পালানোর আগে তাকে ধরে ফেলি আমরা । আর কেউ সঙ্গে রয়েছে কি না, তার তদন্ত চলছে ।"

আরও পড়ুন : KLO Militant Mrinal Barman Arrest : ফের শিলিগুড়িতে গ্রেফতার কেএলও জঙ্গি, এবারও জীবন সিংহের সঙ্গী যোশী

শিলিগুড়ি, 9 মে : ফের শিলিগুড়ি থেকে গ্রেফতার কেএলও জঙ্গি (KLO Terrorist Arrested by STF from Indo-Nepal Border of Siliguri) । এই নিয়ে এখনও পর্যন্ত তিনজন কেএলও জঙ্গি গ্রেফতার হল । রবিবার রাতে ওই কেএলও জঙ্গিকে ইন্দো-নেপাল সীমান্ত থেকে গ্রেফতার করে স্পেশাল টাস্ক ফোর্সের বা এসটিএফের উত্তরবঙ্গ শাখার আধিকারিকরা ।

এসটিএফ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম ধনকুমার বর্মন (26)। ওরফে স্বপন । কেএলও নেতা জীবন সিংহের (KLO Leader Jiban Singha) দলের একজন সক্রিয় সদস্য ধনকুমার । তার বাড়ি কোচবিহারের বক্সিরহাটের বাঁশবাজারে । এতদিন অসমের শিমুলবাড়ি এলাকার জঙ্গলে গা ঢাকা দিয়েছিল ওই জঙ্গি । ধনকুমার বর্মন ওরফে স্বপন কেএলও (Kamtapur Liberation Organisation) নেতা জীবন সিংহের নির্দেশ মতো অসম থেকে শিলিগুড়ি হয়ে নেপালে যাওয়ার ছক কষছিল । নেপালে গিয়ে সংগঠনের জন্য নতুন সদস্য নিয়োগ ও টাকা সংগ্রহের পরিকল্পনা ছিল তার ।

শিলিগুড়ি থেকে নেপালে যাওয়ার সময় তাকে খড়িবাড়ি ব্লকের দেবীগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করে এসটিএফ । মূলত, দেবীগঞ্জের ভদ্রপুর সীমান্ত দিয়ে নেপালে পালানোর ছক কষছিল সে । তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে এসটিএফ (STF) জানতে পেরেছে, তুফানগঞ্জ কলেজে পড়াশুনো করত স্বপন । 2020 সালে কলেজের দ্বিতীয় বর্ষেই পড়াশুনো ছেড়ে কেপিপি করতে শুরু করে । এরপর পৃথক কামতাপুর রাজ্য গড়ার লক্ষ্যে কেএলওতে যোগ দেয় ।

প্রাথমিক তদন্তে এসটিএফ জানতে পেরেছে, সেই মতো তাকে নাগাল্যান্ডের জঙ্গলে অস্ত্র চালানোর প্রশিক্ষণে পাঠায় জীবন সিংহ । একমাস সেখানে প্রশিক্ষণের পর তাকে নেপালে পাঠায় জীবন সিংহ । স্বপনের বাবা সুকুমার বর্মনও কেএলওর লিঙ্কম্যান ছিল । তাকেও গ্রেফতার করেছিল পুলিশ । বর্তমানে জেল খাটার পর তিনি আর কেএলওর সঙ্গে জড়িত নন । তার দাদা সেনায় চাকরিরত । বাবাও তাকে বোঝানোর চেষ্টা করেছিল যাতে কেএলওতে যোগ না দেয় । কিন্তু কথা না শুনে বাবাকে উলটে মারধর করে বাড়ি থেকে চলে যায় । ধৃতকে সোমবার শিলিগুড়ি আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে পুলিশি হেফাজতের নির্দেশ দেন ।

KLO Terrorist Arrest : ইন্দো-নেপাল সীমান্ত থেকে গ্রেফতার কেএলও জঙ্গি

এসটিএফের ডিএসপি (উত্তরবঙ্গ) সুদীপ ভট্টাচার্য বলেন, "স্বপনের কাছ থেকে বেশ কয়েকটি তথ্য ও নথি উদ্ধার হয়েছে । জীবন সিংহের সঙ্গে মেসেজে কথাবার্তা চলত সেগুলোও উদ্ধার হয়েছে । কেএলও সংগঠনের সক্রিয় সদস্য । মাসখানেক ধরে ওর খোঁজ চলছিল । শেষে নেপালে পালানোর আগে তাকে ধরে ফেলি আমরা । আর কেউ সঙ্গে রয়েছে কি না, তার তদন্ত চলছে ।"

আরও পড়ুন : KLO Militant Mrinal Barman Arrest : ফের শিলিগুড়িতে গ্রেফতার কেএলও জঙ্গি, এবারও জীবন সিংহের সঙ্গী যোশী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.