ETV Bharat / city

কোরোনা আক্রান্তদের জন্য পাহাড়ে 21টি আইসোলোশন রুম করল HMI

author img

By

Published : Mar 22, 2020, 12:56 AM IST

কোরোনা ভাইরাসে আক্রান্তদের জন্য পাহাড়ে 21টি আইসোলোশন রুম রেডি করল HMI ।

coronavirus news
কোরোনা ভাইরাসের চিকিৎসা



দার্জিলিঙ, 21 মার্চ : কোরোনা ভাইরাসে আক্রান্তদের জন্য আইসোলেশন ওয়ার্ড তৈরি পাহাড়ে । হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটউট বা HMI-এর তরফে দার্জিলিঙে এজন্য 21 টি রুমকে তৈরি রাখা হয়েছে । এইসব রুমগুলিতে রোগীদের রাখতে হলে থাকা ও খাওয়ার ব্যবস্থাও HMI-এর তরফেই দেওয়া হবে । তবে পাহাড়ের কাউকে এই কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ওই আইসোলেশনে যেতে না হয় সেটাই মনে প্রাণে চায় HMI ।

কিন্তু একবার আক্রান্তের হদিশ মিললে যাতে সমস্যায় পড়তে না হয় সেজন্য এগিয়ে এল HMI । পর্বতারোহনের কৌশল শেখানো থেকে শুরু করে প্রাকৃতিক বিপর্যয় থেকে উদ্ধার সংক্রান্ত কৌশলের কোর্স HMI-এর তরফে শেখানো হয় । এজন্য গোটা দেশের কাছে সুপরিচিত কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের আওতাধীন এই ইনস্টিটউট । দেশের বিভিন্ন রাজ্য থেকে আসা শিক্ষার্থীদের থাকা -খাওয়ার জন্য HMI-এর হোস্টেলে রয়েছে 45 টি রুম ।

একটি রুমে 6 জন করে 45 টি রুমে মোট 270 জনের থাকার ব্যবস্থা রয়েছে ওই হোস্টেলে। তবে যেহেতু আইসোলোশন রুম তাই এক একটি রুমে সম্ভবত একজন করে রাখা হবে । এক্ষেত্রে মেডিক্যাল টিমই শেষ কথা বলবেন বলে জানিয়েছেন HMI-এর প্রিন্সিপাল জয় কিষাণ । কিন্তু কোরোনা ভাইরাসের বিস্তার ও সংক্রমণ রুখতে এপ্রিলে কোনও কোর্স হবে না । তাই হোস্টেলের ওইসব খালি রুমগুলিকে স্যানিটাইজেশনের মাধ্যমে আইসোলেশনের জন্য তৈরি রাখা হয়েছে । এবিষয়ে GTA-এর প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে কথা হয়েছে HMI-এর প্রিন্সিপালের ।



দার্জিলিঙ, 21 মার্চ : কোরোনা ভাইরাসে আক্রান্তদের জন্য আইসোলেশন ওয়ার্ড তৈরি পাহাড়ে । হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটউট বা HMI-এর তরফে দার্জিলিঙে এজন্য 21 টি রুমকে তৈরি রাখা হয়েছে । এইসব রুমগুলিতে রোগীদের রাখতে হলে থাকা ও খাওয়ার ব্যবস্থাও HMI-এর তরফেই দেওয়া হবে । তবে পাহাড়ের কাউকে এই কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ওই আইসোলেশনে যেতে না হয় সেটাই মনে প্রাণে চায় HMI ।

কিন্তু একবার আক্রান্তের হদিশ মিললে যাতে সমস্যায় পড়তে না হয় সেজন্য এগিয়ে এল HMI । পর্বতারোহনের কৌশল শেখানো থেকে শুরু করে প্রাকৃতিক বিপর্যয় থেকে উদ্ধার সংক্রান্ত কৌশলের কোর্স HMI-এর তরফে শেখানো হয় । এজন্য গোটা দেশের কাছে সুপরিচিত কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের আওতাধীন এই ইনস্টিটউট । দেশের বিভিন্ন রাজ্য থেকে আসা শিক্ষার্থীদের থাকা -খাওয়ার জন্য HMI-এর হোস্টেলে রয়েছে 45 টি রুম ।

একটি রুমে 6 জন করে 45 টি রুমে মোট 270 জনের থাকার ব্যবস্থা রয়েছে ওই হোস্টেলে। তবে যেহেতু আইসোলোশন রুম তাই এক একটি রুমে সম্ভবত একজন করে রাখা হবে । এক্ষেত্রে মেডিক্যাল টিমই শেষ কথা বলবেন বলে জানিয়েছেন HMI-এর প্রিন্সিপাল জয় কিষাণ । কিন্তু কোরোনা ভাইরাসের বিস্তার ও সংক্রমণ রুখতে এপ্রিলে কোনও কোর্স হবে না । তাই হোস্টেলের ওইসব খালি রুমগুলিকে স্যানিটাইজেশনের মাধ্যমে আইসোলেশনের জন্য তৈরি রাখা হয়েছে । এবিষয়ে GTA-এর প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে কথা হয়েছে HMI-এর প্রিন্সিপালের ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.