শিলিগুড়ি, 29 ডিসেম্বর : শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ায় জুটমিলে আগুন ৷ দমকলের 9টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে ৷ এখনও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ৷
ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুর এলাকায় ওই জুটমিলে রাত আটটা নাগাদ আগুন লাগে ৷ পাটজাত সামগ্রী থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে । আগুনের শিখা গ্রাস করে পুরো জুটমিলকে । খবর পেয়ে প্রথমে দমকলের 2টি ইঞ্জিন এলাকায় যায় । পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও 7টি ইঞ্জিন পৌঁছায় । গভীর রাত পর্যন্ত আগুন নেভানো যায়নি । জল পেতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের । এলাকায় জলাধার না থাকায় বাইরে থেকে জল আনতে হচ্ছে । শ্রমিকদের বাইরে বের করে আনা হয়েছে । কীভাবে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি ৷
এদিকে, রাতেই শিলিগুড়ির প্রধাননগর থানার চম্পাসারি এলাকায় আগুন পুড়ে গেল অন্তত 15টি দোকান ৷ জানা গেছে, প্রথমে একটি দোকানে আগুন লাগে ৷ আগুন দ্রুত পাশের দোকানগুলিতে ছড়িয়ে পড়ে ৷ প্রথমে এলাকায় পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন ৷ পরে আরও দুটি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । স্থানীয়রা জানান, বাঁশ দিয়ে তৈরি দোকানগুলি পুড়ে গেছে ৷ পাশের কয়েকটি পাকা দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে ৷