ETV Bharat / city

ফাঁসিদেওয়ায় জুটমিলে আগুন - শিলিগুড়িতে কারখানায় আগুন

ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুর এলাকায় ওই জুটমিলে রাত আটটা নাগাদ আগুন লাগে ৷ দমকলের 9টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে ৷

fire
তখনও জ্বলছে জুটমিল
author img

By

Published : Dec 29, 2019, 1:57 AM IST

Updated : Dec 29, 2019, 7:50 AM IST

শিলিগুড়ি, 29 ডিসেম্বর : শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ায় জুটমিলে আগুন ৷ দমকলের 9টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে ৷ এখনও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ৷

ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুর এলাকায় ওই জুটমিলে রাত আটটা নাগাদ আগুন লাগে ৷ পাটজাত সামগ্রী থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে । আগুনের শিখা গ্রাস করে পুরো জুটমিলকে । খবর পেয়ে প্রথমে দমকলের 2টি ইঞ্জিন এলাকায় যায় । পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও 7টি ইঞ্জিন পৌঁছায় । গভীর রাত পর্যন্ত আগুন নেভানো যায়নি । জল পেতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের । এলাকায় জলাধার না থাকায় বাইরে থেকে জল আনতে হচ্ছে । শ্রমিকদের বাইরে বের করে আনা হয়েছে । কীভাবে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি ৷

দেখুন ভিডিয়ো

এদিকে, রাতেই শিলিগুড়ির প্রধাননগর থানার চম্পাসারি এলাকায় আগুন পুড়ে গেল অন্তত 15টি দোকান ৷ জানা গেছে, প্রথমে একটি দোকানে আগুন লাগে ৷ আগুন দ্রুত পাশের দোকানগুলিতে ছড়িয়ে পড়ে ৷ প্রথমে এলাকায় পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন ৷ পরে আরও দুটি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । স্থানীয়রা জানান, বাঁশ দিয়ে তৈরি দোকানগুলি পুড়ে গেছে ৷ পাশের কয়েকটি পাকা দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে ৷

fire
চম্পাসারিতে পরপর দোকানে আগুন

শিলিগুড়ি, 29 ডিসেম্বর : শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ায় জুটমিলে আগুন ৷ দমকলের 9টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে ৷ এখনও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ৷

ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুর এলাকায় ওই জুটমিলে রাত আটটা নাগাদ আগুন লাগে ৷ পাটজাত সামগ্রী থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে । আগুনের শিখা গ্রাস করে পুরো জুটমিলকে । খবর পেয়ে প্রথমে দমকলের 2টি ইঞ্জিন এলাকায় যায় । পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও 7টি ইঞ্জিন পৌঁছায় । গভীর রাত পর্যন্ত আগুন নেভানো যায়নি । জল পেতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের । এলাকায় জলাধার না থাকায় বাইরে থেকে জল আনতে হচ্ছে । শ্রমিকদের বাইরে বের করে আনা হয়েছে । কীভাবে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি ৷

দেখুন ভিডিয়ো

এদিকে, রাতেই শিলিগুড়ির প্রধাননগর থানার চম্পাসারি এলাকায় আগুন পুড়ে গেল অন্তত 15টি দোকান ৷ জানা গেছে, প্রথমে একটি দোকানে আগুন লাগে ৷ আগুন দ্রুত পাশের দোকানগুলিতে ছড়িয়ে পড়ে ৷ প্রথমে এলাকায় পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন ৷ পরে আরও দুটি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । স্থানীয়রা জানান, বাঁশ দিয়ে তৈরি দোকানগুলি পুড়ে গেছে ৷ পাশের কয়েকটি পাকা দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে ৷

fire
চম্পাসারিতে পরপর দোকানে আগুন
Intro:ভয়াবহ আগুন জুটমিলে, বিধাননগরে দমকলের একাধিক ইঞ্জিন। শনিবার সন্ধ্যায় ফাঁসীদেওয়া ব্লকের বিধাননগর এলাকায় জুটমিলের আগুন নেভাতে এলাকায় পৌছায় দমকলের 4টি ইঞ্জিন।


Body:স্থানীয়রা জানান, রাত আটটা নাগাদ আগুন লাগে। পাটজাত সামগ্রী থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুনের শিখা গ্রাস করে পুরো জুটমিলকে। দ্রুত খবর পেয়ে দমকলের 2টি ইঞ্জিন এলাকায় এলাকায় যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে 7টি ইঞ্জিন ঘটনাস্তানে আসে। গভীর রাত অবধি আগুন নিভানো যায় নি।



Conclusion:
Last Updated : Dec 29, 2019, 7:50 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.