ETV Bharat / city

"পিঁয়াজ চাহিয়া লজ্জা দেবেন না," নোটিশ শিলিগুড়ির হোটেলে - hotels in Siliguri are not giving onion to their customers

বাজারে গড়ে 80 টাকা কেজি দরে বিকোচ্ছে ৷ তাই গৃহস্থের হেঁশেল থেকে হোটেল সর্বত্রই কার্যত উধাও পিঁয়াজ ৷ কিছু হোটেলে ভাতের পাশে পিঁয়াজের বদলে দেওয়া হচ্ছে মুলো ৷ কোথাও তো আবার নোটিশ লাগানো হয়েছে ৷ "পিঁয়াজ চাহিয়া লজ্জা দেবেন না ৷ "

হোটেলে নোটিশ
author img

By

Published : Oct 2, 2019, 5:10 PM IST

Updated : Oct 2, 2019, 9:55 PM IST

শিলিগুড়ি, 2 অক্টোবর : মহার্ঘ পিঁয়াজ ৷ বাজারে গড়ে 80 টাকা কেজি দরে বিকোচ্ছে ৷ তাই গৃহস্থের হেঁশেল থেকে হোটেল সর্বত্রই কার্যত উধাও পিঁয়াজ ৷ তাই পিঁয়াজের ব্যবহার কমাতে তৎপর হোটেলগুলিও ৷ কিছু হোটেলে ভাতের পাশে পিঁয়াজের বদলে দেওয়া হচ্ছে মূলো ৷ কোথাও তো আবার নোটিশ লাগানো হয়েছে ৷ "পিঁয়াজ চাহিয়া লজ্জা দেবেন না ৷ " পুজো দোরগোড়ায় ৷ পিঁয়াজের কারণে পুজোর মেনুতেও কাটছাঁটের পরিকল্পনা করছে বহু হোটেল কর্তৃপক্ষ ৷

শিলিগুড়ি স্টেডিয়াম সংলগ্ন একটি হোটেলে রীতিমত নোটিশ লাগানো হয়েছে ৷ গ্রাহকদের পিঁয়াজ না চাইতে অনুরোধ করা হয়েছে ৷ হোটেল মালিকের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ''পিঁয়াজের দাম বেশি ৷ 80 টাকা কেজি ৷ তাই কিছুদিনের জন্য ব্যবহার কমানো হয়েছে ৷ দামটা কমে গেলে আবার দেব ৷ ''

Expensive  onion
"পিঁয়াজ চাহিয়া লজ্জা দেবেন না " নোটিশ হোটেল কর্তৃপক্ষের

তাঁর কথায়, এখন রান্নার জন্য যেটুকু দরকার সেটুকুই ব্যবহার করা হচ্ছে ৷ পুজোর জন্য ভালো কিছু মেনুর পরিকল্পনা করা হয়েছে ৷ রান্নায় পিঁয়াজ দেওয়া হবে ৷ গ্রাহকরা চাইছে ৷ তাদের বলা হচ্ছে দাম বেড়ে যাওয়ায় কিছু দিনের জন্য পিঁয়াজ দেওয়া বন্ধ রাখা হয়েছে ৷

দেখুন ভিডিয়ো...

এক গ্রাহক সহেলি ব্যানার্জি বলেন, "হোটেল বলছে পিঁয়াজের খুব চাহিদা ৷ পিঁয়াজ পাওয়া যাচ্ছে না ৷ হোটেলে পিঁয়াজ দিচ্ছে না ৷ বাড়িতে রান্নার ক্ষেত্রেও পিঁয়াজ ছাড়া বেশ সমস্যা হচ্ছে ৷ "

শিলিগুড়ি, 2 অক্টোবর : মহার্ঘ পিঁয়াজ ৷ বাজারে গড়ে 80 টাকা কেজি দরে বিকোচ্ছে ৷ তাই গৃহস্থের হেঁশেল থেকে হোটেল সর্বত্রই কার্যত উধাও পিঁয়াজ ৷ তাই পিঁয়াজের ব্যবহার কমাতে তৎপর হোটেলগুলিও ৷ কিছু হোটেলে ভাতের পাশে পিঁয়াজের বদলে দেওয়া হচ্ছে মূলো ৷ কোথাও তো আবার নোটিশ লাগানো হয়েছে ৷ "পিঁয়াজ চাহিয়া লজ্জা দেবেন না ৷ " পুজো দোরগোড়ায় ৷ পিঁয়াজের কারণে পুজোর মেনুতেও কাটছাঁটের পরিকল্পনা করছে বহু হোটেল কর্তৃপক্ষ ৷

শিলিগুড়ি স্টেডিয়াম সংলগ্ন একটি হোটেলে রীতিমত নোটিশ লাগানো হয়েছে ৷ গ্রাহকদের পিঁয়াজ না চাইতে অনুরোধ করা হয়েছে ৷ হোটেল মালিকের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ''পিঁয়াজের দাম বেশি ৷ 80 টাকা কেজি ৷ তাই কিছুদিনের জন্য ব্যবহার কমানো হয়েছে ৷ দামটা কমে গেলে আবার দেব ৷ ''

Expensive  onion
"পিঁয়াজ চাহিয়া লজ্জা দেবেন না " নোটিশ হোটেল কর্তৃপক্ষের

তাঁর কথায়, এখন রান্নার জন্য যেটুকু দরকার সেটুকুই ব্যবহার করা হচ্ছে ৷ পুজোর জন্য ভালো কিছু মেনুর পরিকল্পনা করা হয়েছে ৷ রান্নায় পিঁয়াজ দেওয়া হবে ৷ গ্রাহকরা চাইছে ৷ তাদের বলা হচ্ছে দাম বেড়ে যাওয়ায় কিছু দিনের জন্য পিঁয়াজ দেওয়া বন্ধ রাখা হয়েছে ৷

দেখুন ভিডিয়ো...

এক গ্রাহক সহেলি ব্যানার্জি বলেন, "হোটেল বলছে পিঁয়াজের খুব চাহিদা ৷ পিঁয়াজ পাওয়া যাচ্ছে না ৷ হোটেলে পিঁয়াজ দিচ্ছে না ৷ বাড়িতে রান্নার ক্ষেত্রেও পিঁয়াজ ছাড়া বেশ সমস্যা হচ্ছে ৷ "

Intro:এখনো মহার্ঘ পেঁয়াজ। বাজারে গড় দাম আশি টাকা কিলো। গৃহস্থের হেঁসেলে এবং হোটেলে তাই কার্যত উধাও পেঁয়াজ। কিছু হোটেলে ভাতের সাথে দেওয়া হচ্ছে মূলা। কোথাও আবার নোটিশ লাগানো হচ্ছে পেঁয়াজ চাহিবেন না। পূজার কদিন নানা মেনুর পরিকল্পনাতেও কাটছাঁট করছে বহু হোটেল।


Body:শিলিগুড়িতে এখনো মহার্ঘ্য পেঁয়াজ। গৃহস্থের হেঁসেলে উধাও পেঁয়াজ। পূজার কদিন হোটেলে খেতে গিয়ে কেউ পেঁয়াজ চাইলেও হাসি মুখে হোটেলের মালিক জানাচ্ছেন পেঁয়াজ চাহিবেন না। স্টেডিয়াম সংলগ্ন একটি হোটেলে রীতিমতন নোটিশ লাগিয়ে গ্রাহকদের অনুরোধ করা হয়েছে পেঁয়াজ না চাইতে।

হোটেল কর্তৃপক্ষ জানান, দাম বেশি পেঁয়াজের। আসি টাকা কিলো পেঁয়াজ। তাই ব্যবহার কমিয়েছি। রান্নায় যেটুকু দরকার সেটুকুই দিচ্ছি। কেউ কেউ মাছ মাংসের সাথে এক ফালি পেঁয়াজ চাইছে । তাদের অনুরোধ করছি পেঁয়াজ চাইবেন না। নোটিশ আকারে লাগিয়েও দিয়েছি হোটেলজুড়ে।


Conclusion:
Last Updated : Oct 2, 2019, 9:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.