শিলিগুড়ি, 9 ফেব্রুয়ারি : অবশেষে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন CPI(M)-র সদ্য বহিষ্কৃত নেতা পরিমল মিত্র । দিন কয়েক ধরেই বাম বোর্ডের অন্দরে গন্ডগোলের জেরে মেয়র পারিষদ পদ থেকে সরানো হয় । পরে দল থেকে তাঁকে বহিষ্কার করা হয় ।
শিলিগুড়ি পৌরনিগমের 4 নম্বর ওয়ার্ডে ঘটা করে অনুষ্ঠান করে সেখানে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন পরিমল মিত্র । অনুষ্ঠানে হাজির ছিলেন মন্ত্রী গৌতম দেব এবং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রঞ্জন সরকারসহ তৃণমূলের একাধিক কাউন্সিলর এবং জেলা নেতৃত্ব । পরিমল মিত্র বলেন, "CPI(M) দলে থেকে অন্যায় অবিচারের প্রতিবাদ করেছিলাম । তাই বহিষ্কৃত হয়েছি । এখন তৃণমূল কংগ্রেস আমার দল । এই দলে থেকেই লড়াই করব । আসন্ন আগামী পৌর নির্বাচনে আমায় প্রার্থী করা হবে কি না তা দল ঠিক করবে ।" অন্যদিকে মন্ত্রী গৌতম দেব বলেন, "পরিমল মিত্র শিলিগুড়িতে দীর্ঘদিনের রাজনৈতিক নেতা । তাঁকে আমাদের দলে স্বাগত জানাচ্ছি । তিনি প্রার্থী হবেন কি না তা দল ঠিক করবে ।"
অন্যদিকে সব শুনে মেয়র অশোক ভট্টাচার্য বলেন, "পরিমল মিত্র CPI(M)-র বহিষ্কৃত কাউন্সিলর । তাই তাঁকে নিয়ে কোনও মন্তব্য করতে চাই না । শুনেছি উনি বলেছেন বামেরা পরাজিত হবে আসন্ন পৌরনিগমের নির্বাচনে । কিন্তু উনি নিজেই আগে নিজের ওয়ার্ডে জিতে দেখান ।"