ETV Bharat / city

আংশিক লকডাউনের জেরে জুম্মার দিনেও ক্রেতা শূন্য শিলিগুড়ির ঈদের বাজার, কপালে ভাঁজ ব্যবসায়ীদের - করোনার দ্বিতীয় ঢেউ

করোনার বাড়বাড়ন্তে রাজ্যে আংশিক লকডাউন । এবার তার প্রকোপ পড়ল ঈদের বাজারে । নির্দেশিকা অনুযায়ী দোকানগুলি খুললেও আসছেন না ক্রেতা । মাথায় হাত ব্যবসায়ীদের।

আংশিক লকডাউনের জেরে জুম্মার দিনেও ক্রেতা শূন্য শিলিগুড়ির ঈদের বাজার
আংশিক লকডাউনের জেরে জুম্মার দিনেও ক্রেতা শূন্য শিলিগুড়ির ঈদের বাজার
author img

By

Published : May 8, 2021, 12:18 PM IST

Updated : May 8, 2021, 1:42 PM IST

শিলিগুড়ি, 7মে : দেশে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ । হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা । আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা । করোনা পরিস্থিতি সামাল দিতে রাজ্যে শুরু হয়েছে আংশিক লকডাউন । আর এই লকডাউনের জন্য কপালে চিন্তার ভাঁজ বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ী এবং দিন আনা দিন খাওয়া মানুষদের ।

করোনা আবহের কারণে ঈদের বাজারেও ভাটা । হাতে গোনা আর কয়েকটা দিন পরেই ঈদ । কিন্তু একদিকে আংশিক লকডাউন । অন্যদিকে, খারাপ আবহাওয়ার কারণে মাথায় হাত পরেছে ঈদের সামগ্রী ব্যবসায়ীদের । শুক্রবার, জুম্মা বারের দিনও প্রায় ক্রেতা শূন্য শিলিগুড়ির হিলকার্ড রোডের হাসমি চকের জামা মসজিদের সামনের ঈদের বাজার ।

রাজ্যের নির্দেশ মতো দোকানগুলো খোলা থাকলেও দেখা মিলছে না খদ্দেরদের । এমনি পাহাড় থেকে যেসব ক্রেতারা প্রতিবার আসতেন জুম্মার দিনেও তাদেরও দেখা মেলেনি । করোনা আবহে সংক্রমণের রাশ টানতে রাজ্যে চলছে আংশিক লকডাউন । তারই মধ্যে ঈদ উৎসব পড়ে যাওয়ায় এবারে তেমন ব্যবসার আশা দেখছেন না বিক্রেতারা । নির্দিষ্ট সময়ে পসরা, দোকান সাজিয়েও প্রতিদিনই প্রায় ক্রেতা শূন্য দোকানগুলি ।

শিলিগুড়ি, 7মে : দেশে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ । হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা । আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা । করোনা পরিস্থিতি সামাল দিতে রাজ্যে শুরু হয়েছে আংশিক লকডাউন । আর এই লকডাউনের জন্য কপালে চিন্তার ভাঁজ বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ী এবং দিন আনা দিন খাওয়া মানুষদের ।

করোনা আবহের কারণে ঈদের বাজারেও ভাটা । হাতে গোনা আর কয়েকটা দিন পরেই ঈদ । কিন্তু একদিকে আংশিক লকডাউন । অন্যদিকে, খারাপ আবহাওয়ার কারণে মাথায় হাত পরেছে ঈদের সামগ্রী ব্যবসায়ীদের । শুক্রবার, জুম্মা বারের দিনও প্রায় ক্রেতা শূন্য শিলিগুড়ির হিলকার্ড রোডের হাসমি চকের জামা মসজিদের সামনের ঈদের বাজার ।

রাজ্যের নির্দেশ মতো দোকানগুলো খোলা থাকলেও দেখা মিলছে না খদ্দেরদের । এমনি পাহাড় থেকে যেসব ক্রেতারা প্রতিবার আসতেন জুম্মার দিনেও তাদেরও দেখা মেলেনি । করোনা আবহে সংক্রমণের রাশ টানতে রাজ্যে চলছে আংশিক লকডাউন । তারই মধ্যে ঈদ উৎসব পড়ে যাওয়ায় এবারে তেমন ব্যবসার আশা দেখছেন না বিক্রেতারা । নির্দিষ্ট সময়ে পসরা, দোকান সাজিয়েও প্রতিদিনই প্রায় ক্রেতা শূন্য দোকানগুলি ।

Last Updated : May 8, 2021, 1:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.