ETV Bharat / city

আবারও স্বাধীনতার লড়াই লড়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে , রাজ্য সরকারকে কটাক্ষ দিলীপের - reaction of dilip ghosh

আজ হুগলির খানাকুলে পতাকা উত্তোলনকে কেন্দ্র করে তৃণমূল ও BJP সংঘর্ষে জড়িয়ে পড়ে ৷ ঘটনায় মৃত্যু হয় এক BJP কর্মীর ৷

ছবি
ছবি
author img

By

Published : Aug 15, 2020, 1:35 PM IST

শিলিগুড়ি, 15 অগাস্ট : হুগলির নতিবপুরে BJP কর্মী মৃত্যুর ঘটনা নিয়ে সরকারকে আক্রমণ করলেন BJP -র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ তিনি বলেন, "আমাদের কর্মী যাঁরা স্বাধীনতা দিবস উপলক্ষে পতাকা উত্তোলন করতে গেছিলেন তাঁদের মধ্যে একজনকে তৃণমূলের গুণ্ডারা খুন করেছে ৷ এটা খুবই দুর্ভাগ্যজনক ৷ কোরোনার সময়ে বন্ধ ছিল না, আমফানের সময় বন্ধ ছিল না , আজকে স্বাধীনতা দিবসের দিনও রাজনৈতিক হিংসা বন্ধ হচ্ছে না এখানে ৷ তাই আরও একবার স্বাধীনতার লড়াই লড়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে ৷"

কী বললেন দিলীপ ঘোষ

আজ সকালে 74 তম স্বাধীনতা দিবস উপলক্ষে খানাকুলের নতিবপুরে পতাকা উত্তোলনের আয়োজন করা হয় । সেখানেই তৃণমূল ও BJP পৃথক অনুষ্ঠানের আয়োজন করে । সেই সময় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে দু'দলের কর্মী ও সমর্থকরা বচসায় জড়িয়ে পড়ে । বচসা থেকে তা পৌঁছায় সংঘর্ষের পর্যায়ে ৷ দুই দলের সংঘর্ষে মৃত্যু হয় সুদর্শন প্রামাণিক নামে এক BJP কর্মীর ৷

উত্তরবঙ্গ সফর শেষ করে আজকে শিলিগুড়ি আসেন দিলীপ ঘোষ ৷ তখন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, " দিনে দুপুরে একজন মানুষ খুন হচ্ছে কিন্তু দুর্ভাগ্য পুলিশ না অভিযোগ নেয় , না কাউকে সাজা দেয় ৷ কারণ বিরোধীদের মুখ বন্ধ কারার জন্য সরকারের এইটাই পরিকল্পনা ৷"

শিলিগুড়ি, 15 অগাস্ট : হুগলির নতিবপুরে BJP কর্মী মৃত্যুর ঘটনা নিয়ে সরকারকে আক্রমণ করলেন BJP -র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ তিনি বলেন, "আমাদের কর্মী যাঁরা স্বাধীনতা দিবস উপলক্ষে পতাকা উত্তোলন করতে গেছিলেন তাঁদের মধ্যে একজনকে তৃণমূলের গুণ্ডারা খুন করেছে ৷ এটা খুবই দুর্ভাগ্যজনক ৷ কোরোনার সময়ে বন্ধ ছিল না, আমফানের সময় বন্ধ ছিল না , আজকে স্বাধীনতা দিবসের দিনও রাজনৈতিক হিংসা বন্ধ হচ্ছে না এখানে ৷ তাই আরও একবার স্বাধীনতার লড়াই লড়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে ৷"

কী বললেন দিলীপ ঘোষ

আজ সকালে 74 তম স্বাধীনতা দিবস উপলক্ষে খানাকুলের নতিবপুরে পতাকা উত্তোলনের আয়োজন করা হয় । সেখানেই তৃণমূল ও BJP পৃথক অনুষ্ঠানের আয়োজন করে । সেই সময় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে দু'দলের কর্মী ও সমর্থকরা বচসায় জড়িয়ে পড়ে । বচসা থেকে তা পৌঁছায় সংঘর্ষের পর্যায়ে ৷ দুই দলের সংঘর্ষে মৃত্যু হয় সুদর্শন প্রামাণিক নামে এক BJP কর্মীর ৷

উত্তরবঙ্গ সফর শেষ করে আজকে শিলিগুড়ি আসেন দিলীপ ঘোষ ৷ তখন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, " দিনে দুপুরে একজন মানুষ খুন হচ্ছে কিন্তু দুর্ভাগ্য পুলিশ না অভিযোগ নেয় , না কাউকে সাজা দেয় ৷ কারণ বিরোধীদের মুখ বন্ধ কারার জন্য সরকারের এইটাই পরিকল্পনা ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.