শিলিগুড়ি, 8 ফেব্রুয়ারি: "পিসি-ভাইপোর মধ্যে যুদ্ধ শুরু হয়েছে। দিদিমণিকে অবসর করিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দল আর দিদিমণির হাতে নেই। দল এখন আইপ্যাকের হাতে। সেজন্য প্রার্থী নিয়ে প্রতিবাদ-বিক্ষোভ হচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায়। পয়সা নিয়ে প্রার্থীপদ দেওয়া হয়েছে।" মঙ্গলবার শিলিগুড়িতে পৌরনির্বাচনের প্রচারে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বললেন বিজেপি সাংসদ অর্জুন সিং (Arjun Singh Crtisizes Mamata)।
এদিন বিজেপি প্রার্থীদের সমর্থনে শিলিগুড়ি পৌরনিগমের 1, 2, 3 এবং 46 নম্বর ওয়ার্ডের একাধিক জায়গায় প্রচার করেন তিনি। প্রার্থীতালিকা নিয়ে রাজ্যের শাসকদলের অন্দরেই শুরু হয়েছে প্রতিবাদ-বিক্ষোভ। প্রার্থীতালিকা ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের একাধিক জায়গায় স্বজনপোষণের অভিযোগ তুলে শাসকদলের নেতা-কর্মীদের অনেকে বিক্ষোভ দেখাচ্ছেন ৷ আবার অনেকে নির্দল হিসেবে প্রার্থী হওয়ার প্রক্রিয়া শুরু করেছেন।
আরও পড়ুন: দার্জিলিং পৌরসভায় অনিত থাপার দলের প্রার্থী তালিকা ঘোষণা
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিং বলেন, "বাংলায় কোনও উন্নয়ন নেই। তৃণমূলের টিকিট পাওয়ার পরে তারা সার্টিফিকেট পেয়ে যাচ্ছে, পারমিট পেয়ে যাচ্ছে কে কত টাকা তুলবে। সেজন্যই কোটি টাকা খরচ করে কোটি কোটি টাকা রোজগারের ব্যবস্থা করা হচ্ছে।" পাশাপাশি এদিন দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, "নির্বাচনের সময় কোনওভাবেই বুথ ছাড়া যাবে না। আমাদের লড়াইটা তৃণমূলের সঙ্গে। টক্কর দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। কোনওভাবেই বুথ না ছেড়ে যে ভাষায় তৃণমূল প্রশ্ন করবে, সেই ভাষাতেই তাদের উত্তর দিতে হবে।"