ETV Bharat / city

2 মে-র পর রাজ্যে রাজনৈতিক হিংসা থাকবে না: কৈলাস - Bengal Election 2021:

প্রথম দফার 30টা সিটই আমরা পেতে পারি, জানিয়ে দিলেন আত্মবিশ্বাসী কৈলাস বিজয়বর্গীয় ৷

2nd-may-no-more-political-violence-in-the-state-said-kailash-vijayvargiya
2nd-may-no-more-political-violence-in-the-state-said-kailash-vijayvargiya
author img

By

Published : Mar 29, 2021, 1:32 PM IST

শিলিগুড়ি, 29 মার্চ : "এবার নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যে আর কোনও রাজনৈতিক হিংসা থাকবে না ।" সোমবার বাগডোগরা বিমানবন্দরে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় ।

এদিন বাগডোগরা বিমানবন্দরে নেমে কার্শিয়াংয়ের উদ্দেশ্যে রওনা দেন কৈলাস বিজয়বর্গীয় । সেখানে কার্শিয়াং বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিষ্ণুপ্রসাদ শর্মা ওরফে বিপি বাজগাইনের মনোনয়ন জমা দেওয়ার মিছিলে থাকার কথা রয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতার ।

শুনুন কী বললেন কৈলাস বিজয়বর্গীয়...

আরও পড়ুন: রঙের দিনে ঘাস-পদ্ম মিলে এ-যেন মদন-ফুল

বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৈলাস বিজয়বর্গীয় বলেন, "প্রথম দফার 30টা সিটই আমরা পেতে পারি ৷ কারণ, তৃণমূলের গুণ্ডারা এবার কিছু করতে পারেনি ৷" বিজয়বর্গীয়র সংযোজন, "এবারই রাজ্যে শেষ রাজনৈতিক হিংসা হচ্ছে । 2 মে ফলাফল ঘোষণার পর রাজ্যে আর রাজনৈতিক হিংসা থাকবে না ৷"

সম্প্রতি অশোকনগরে তৃণমূলের প্রচারে গিয়ে সমর্থকদের অতিরিক্ত সময় প্রচারের আবদার মানেননি সাংসদ নুসরত জাহান ৷ উল্টে শুনিয়ে দিয়েছেন, মুখ্যমন্ত্রীর জন্যও এত করি না ৷ যে ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ সেই প্রসঙ্গে কৈলাসের মন্তব্য, "এতেই বোঝা যায় তৃণমূল তাদের নেতাদের কতটা সম্মান করে ।"

শিলিগুড়ি, 29 মার্চ : "এবার নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যে আর কোনও রাজনৈতিক হিংসা থাকবে না ।" সোমবার বাগডোগরা বিমানবন্দরে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় ।

এদিন বাগডোগরা বিমানবন্দরে নেমে কার্শিয়াংয়ের উদ্দেশ্যে রওনা দেন কৈলাস বিজয়বর্গীয় । সেখানে কার্শিয়াং বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিষ্ণুপ্রসাদ শর্মা ওরফে বিপি বাজগাইনের মনোনয়ন জমা দেওয়ার মিছিলে থাকার কথা রয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতার ।

শুনুন কী বললেন কৈলাস বিজয়বর্গীয়...

আরও পড়ুন: রঙের দিনে ঘাস-পদ্ম মিলে এ-যেন মদন-ফুল

বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৈলাস বিজয়বর্গীয় বলেন, "প্রথম দফার 30টা সিটই আমরা পেতে পারি ৷ কারণ, তৃণমূলের গুণ্ডারা এবার কিছু করতে পারেনি ৷" বিজয়বর্গীয়র সংযোজন, "এবারই রাজ্যে শেষ রাজনৈতিক হিংসা হচ্ছে । 2 মে ফলাফল ঘোষণার পর রাজ্যে আর রাজনৈতিক হিংসা থাকবে না ৷"

সম্প্রতি অশোকনগরে তৃণমূলের প্রচারে গিয়ে সমর্থকদের অতিরিক্ত সময় প্রচারের আবদার মানেননি সাংসদ নুসরত জাহান ৷ উল্টে শুনিয়ে দিয়েছেন, মুখ্যমন্ত্রীর জন্যও এত করি না ৷ যে ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ সেই প্রসঙ্গে কৈলাসের মন্তব্য, "এতেই বোঝা যায় তৃণমূল তাদের নেতাদের কতটা সম্মান করে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.