ETV Bharat / city

শিলিগুড়িতে ভাঙন অব্যাহত সিপিএমের

বুধবার দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে তৃণমূলে যোগদান করেন শিলিগুড়ি পৌরনিগমের 44 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রীতিকণা বিশ্বাস । তিনি ছাড়াও দলের যোগদান করেন বেশ কয়েকজন জেলাস্তরের সিপিএম নেতা ও কর্মীরা ।

শিলিগুড়িতে ভাঙ্গন অব্যাহত সিপিএমের, তৃণমূলে যোগদান আরও এক সিপিএম কাউন্সিলর
শিলিগুড়িতে ভাঙ্গন অব্যাহত সিপিএমের, তৃণমূলে যোগদান আরও এক সিপিএম কাউন্সিলর
author img

By

Published : Jun 16, 2021, 11:10 PM IST

শিলিগুড়ি, 16 জুন : বিধানসভা নির্বাচনে এইবার খাতাই খুলতে পারেনি সিপিআইএম। আর তার পাশাপাশি রাজ্য জুড়ে ভাঙন শুরু হয়েছে কাস্তে-হাতুড়ি শিবিরে । বিধানসভা নির্বাচনে শিলিগুড়িতে অশোক মডেল নামে বাম কংগ্রেসের জোট পরাজিত হওয়ায় তার প্রভাব যে পুরসভা নির্বাচনেও পড়ছে তা এখন হাড়ে হাড়ে বুঝতে পারছে সিপিএম ও কংগ্রেস । নির্বাচনের পর থেকেই একের পর এক সিপিআইএমের হেভিওয়েট নেতা নেত্রীরা দলত্যাগ করেছেন ।

সম্প্রতি সিপিআইএম থেকে বিজেপিতে যোগদান করেছেন শংকর ঘোষ । বিধানসভা নির্বাচনের পর তৃণমূল জয়লাভ করতে এবার একের পর এক মেয়র পরিষদ ও কাউন্সিলরদের দলবদলের খেলা শুরু হয়েছে শিলিগুড়িতে । এর আগে শিলিগুড়ি পৌরনিগমের ডেপুটি মেয়র রামভজন মাহাতো এবং মেয়র পারিষদ কমল আগারওয়াল তৃণমূলে যোগদান করেছিলেন। এবার আরও এক সিপিএম কাউন্সিলর যোগদান করলেন তৃণমূলে।

বুধবার দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন শিলিগুড়ি পৌরনিগমের 44 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রীতিকণা বিশ্বাস । তিনি ছাড়াও দলের যোগদান করেন বেশ কয়েকজন জেলাস্তরের সিপিএম নেতা ও কর্মীরা । এদিন পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেসের উত্তরবঙ্গের কোর কমিটির চেয়ারম্যান গৌতম দেবের হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করে তৃণমূলে যোগদান করেন তিনি । যোগদান পর্বে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রঞ্জন সরকার এবং যুব সভাপতি কুন্তল রায়।

তৃণমূলে যোগদান আরও এক সিপিএম কাউন্সিলর

দলীয় সূত্রে জানা গিয়েছে, পৌরসভা নির্বাচনের আগে সিপিআইএম এবং কংগ্রেসেরর আরও বেশকিছু জেলা স্তরের নেতা এবং কাউন্সিলররা তৃণমূলের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন যোগদানের জন্য । এই বিষয়ে এদিন গৌতম দেব বলেন, " আমরা দলবদলুদের নিয়ে কোন চিন্তা করছি না । তাদের দলে যোগদান করানো হবে না । কিন্তু যাঁরা সাধারণ মানুষের জন্য কাজ করতে ইচ্ছুক তাঁদের আমরা দলে যোগদান করাবো।"

আরও পড়ুন : শিলিগুড়িতে প্রাতঃভ্রমণের জন্য খোলার আগে স্যানিটাইজেশন পার্কে

পাল্টা এদিন দার্জিলিং জেলা সিপিএমের সম্পাদক জীবেশ সরকার বলেন, " বিধানসভা নির্বাচনে বিপুল পরিমাণ জয়ের পরেও এখনও দল ভাঙানোর কাজে লেগে রয়েছে তৃণমূল । করোনা পরিস্থিতি মোকাবিলা করার পরিবর্তে দল ভাঙানোর খেলাই এখন প্রাথমিক হয়ে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসের। "

শিলিগুড়ি, 16 জুন : বিধানসভা নির্বাচনে এইবার খাতাই খুলতে পারেনি সিপিআইএম। আর তার পাশাপাশি রাজ্য জুড়ে ভাঙন শুরু হয়েছে কাস্তে-হাতুড়ি শিবিরে । বিধানসভা নির্বাচনে শিলিগুড়িতে অশোক মডেল নামে বাম কংগ্রেসের জোট পরাজিত হওয়ায় তার প্রভাব যে পুরসভা নির্বাচনেও পড়ছে তা এখন হাড়ে হাড়ে বুঝতে পারছে সিপিএম ও কংগ্রেস । নির্বাচনের পর থেকেই একের পর এক সিপিআইএমের হেভিওয়েট নেতা নেত্রীরা দলত্যাগ করেছেন ।

সম্প্রতি সিপিআইএম থেকে বিজেপিতে যোগদান করেছেন শংকর ঘোষ । বিধানসভা নির্বাচনের পর তৃণমূল জয়লাভ করতে এবার একের পর এক মেয়র পরিষদ ও কাউন্সিলরদের দলবদলের খেলা শুরু হয়েছে শিলিগুড়িতে । এর আগে শিলিগুড়ি পৌরনিগমের ডেপুটি মেয়র রামভজন মাহাতো এবং মেয়র পারিষদ কমল আগারওয়াল তৃণমূলে যোগদান করেছিলেন। এবার আরও এক সিপিএম কাউন্সিলর যোগদান করলেন তৃণমূলে।

বুধবার দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন শিলিগুড়ি পৌরনিগমের 44 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রীতিকণা বিশ্বাস । তিনি ছাড়াও দলের যোগদান করেন বেশ কয়েকজন জেলাস্তরের সিপিএম নেতা ও কর্মীরা । এদিন পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেসের উত্তরবঙ্গের কোর কমিটির চেয়ারম্যান গৌতম দেবের হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করে তৃণমূলে যোগদান করেন তিনি । যোগদান পর্বে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রঞ্জন সরকার এবং যুব সভাপতি কুন্তল রায়।

তৃণমূলে যোগদান আরও এক সিপিএম কাউন্সিলর

দলীয় সূত্রে জানা গিয়েছে, পৌরসভা নির্বাচনের আগে সিপিআইএম এবং কংগ্রেসেরর আরও বেশকিছু জেলা স্তরের নেতা এবং কাউন্সিলররা তৃণমূলের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন যোগদানের জন্য । এই বিষয়ে এদিন গৌতম দেব বলেন, " আমরা দলবদলুদের নিয়ে কোন চিন্তা করছি না । তাদের দলে যোগদান করানো হবে না । কিন্তু যাঁরা সাধারণ মানুষের জন্য কাজ করতে ইচ্ছুক তাঁদের আমরা দলে যোগদান করাবো।"

আরও পড়ুন : শিলিগুড়িতে প্রাতঃভ্রমণের জন্য খোলার আগে স্যানিটাইজেশন পার্কে

পাল্টা এদিন দার্জিলিং জেলা সিপিএমের সম্পাদক জীবেশ সরকার বলেন, " বিধানসভা নির্বাচনে বিপুল পরিমাণ জয়ের পরেও এখনও দল ভাঙানোর কাজে লেগে রয়েছে তৃণমূল । করোনা পরিস্থিতি মোকাবিলা করার পরিবর্তে দল ভাঙানোর খেলাই এখন প্রাথমিক হয়ে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসের। "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.