শিলিগুড়ি, 18 জানুয়ারি : পাঁচ লাখ টাকার চোরাই কাঠ সহ চারজনকে গ্রেপ্তার করলেন বন দপ্তরের বৈকুন্ঠপুর ডিভিশনের সারুগাড়া রেঞ্জের আধিকারিকরা । ধৃতরা হল বিপুল দাস, সুনীল দর্জি, উত্তম নিরোলা এবং সুরজ তামাং।
রবিবার মাঝরাতে অভিযান চালিয়ে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক সংলগ্ন এলাকায় ওই পাচারকারীদের চোরাই কাঠ সহ গ্রেপ্তার করা হয় । ধৃতদের মধ্যে বিপুল এবং সুনীল ভক্তিনগরের বোতল মোড়, উত্তম পুলবাজারের বিজনবাড়ির এবং সুরজ দার্জিলিং সদর এলাকার বাসিন্দা ।
রাতে ছয় মাইলে সন্দেহভাজন দুটি গাড়ি দেখতে পান বন আধিকারিকরা। এরপর তাদের দাঁড়াতে বললে পালাতে চেষ্টা করে তারা ।
আরও পড়ুন : ময়নাগুড়িতে খুন তৃণমূল কর্মী, কাঠগড়ায় বিজেপি
বনকর্মীরা তাদের তাড়া করে 31 নম্বর জাতীয় সড়কে বেঙ্গল সাফারির কাছে ধরে ফেলেন । চারজনকে ধরতে পারলেও কয়েকজন দুষ্কৃতী পালাতে সক্ষম হয় । ওই গাড়ি দুটিতে তল্লাশি চালালে চোরাই কাঠ উদ্ধার হয়।