জলপাইগুড়ি,17 ডিসেম্বর : জলপাইগুড়ির 2 নম্বর ঘুমটিতে আগ্নেয়াস্ত্র সহ চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ । ধৃতদের কাছ থেকে একটি 9mm পিস্তল, দুই রাউন্ড গুলি সহ ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে । ধৃতদের নাম শুভজিৎ রায়(19), পাপন ঘোষ(19), প্রকাশ ছেত্রী(50) এবং হাকারু পাসোয়ান(35) ৷ শুভজিৎ জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ মোড়, পাপন পাতাকাটা কলোনি, প্রকাশ রেসকোর্স পাড়া এবং হাকারু 2 নম্বর ঘুমটি এলাকার বাসিন্দা ৷
গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে ঘুমটি এলাকাতে পুলিশ অভিযান চালায় ৷ ওই 4 দুষ্কৃতীকে গ্রেপ্তার করে ৷ ওই দলটির কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি সহ ধারালো অস্ত্র উদ্ধার করা হয় ৷ পুলিশ সূত্রে খবর, জলপাইগুড়ি শহর ও শহরতলির বিভিন্ন জায়গায় একাধিক চুরি এবং বাইক চুরির ঘটনায় জড়িত ধৃতরা ৷ দলটিকে ধরতেই গতকাল গোপন অভিযান চালায় পুলিশ ৷
ধৃতদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ আজ ওই চারজনকে জলপাইগুড়ি আদালতে তোলা হয় ৷ আদালত তাদের 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছে ৷