ETV Bharat / city

জলপাইগুড়িতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার 4 - জলপাইগুড়িতে আজকের খবর

সোমবার রাতে জলপাইগুড়ির 2 নম্বর ঘুমটি এলাকাতে পুলিশ অভিযান চালায় ৷ 4 দুষ্কৃতীর একটি দল জড়ো হয় ওই এলাকায় ৷ তাদের সেই সময় গ্রেপ্তার করে পুলিশ ৷ ওই দলটির কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি সহ ধারালো অস্ত্র উদ্ধার করা হয় ৷

arrested 4 recovered fire arms
আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার 4
author img

By

Published : Dec 17, 2019, 7:12 PM IST

Updated : Dec 17, 2019, 7:50 PM IST

জলপাইগুড়ি,17 ডিসেম্বর : জলপাইগুড়ির 2 নম্বর ঘুমটিতে আগ্নেয়াস্ত্র সহ চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ । ধৃতদের কাছ থেকে একটি 9mm পিস্তল, দুই রাউন্ড গুলি সহ ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে । ধৃতদের নাম শুভজিৎ রায়(19), পাপন ঘোষ(19), প্রকাশ ছেত্রী(50) এবং হাকারু পাসোয়ান(35) ৷ শুভজিৎ জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ মোড়, পাপন পাতাকাটা কলোনি, প্রকাশ রেসকোর্স পাড়া এবং হাকারু 2 নম্বর ঘুমটি এলাকার বাসিন্দা ৷

গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে ঘুমটি এলাকাতে পুলিশ অভিযান চালায় ৷ ওই 4 দুষ্কৃতীকে গ্রেপ্তার করে ৷ ওই দলটির কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি সহ ধারালো অস্ত্র উদ্ধার করা হয় ৷ পুলিশ সূত্রে খবর, জলপাইগুড়ি শহর ও শহরতলির বিভিন্ন জায়গায় একাধিক চুরি এবং বাইক চুরির ঘটনায় জড়িত ধৃতরা ৷ দলটিকে ধরতেই গতকাল গোপন অভিযান চালায় পুলিশ ৷

ধৃতদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ আজ ওই চারজনকে জলপাইগুড়ি আদালতে তোলা হয় ৷ আদালত তাদের 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছে ৷

জলপাইগুড়ি,17 ডিসেম্বর : জলপাইগুড়ির 2 নম্বর ঘুমটিতে আগ্নেয়াস্ত্র সহ চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ । ধৃতদের কাছ থেকে একটি 9mm পিস্তল, দুই রাউন্ড গুলি সহ ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে । ধৃতদের নাম শুভজিৎ রায়(19), পাপন ঘোষ(19), প্রকাশ ছেত্রী(50) এবং হাকারু পাসোয়ান(35) ৷ শুভজিৎ জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ মোড়, পাপন পাতাকাটা কলোনি, প্রকাশ রেসকোর্স পাড়া এবং হাকারু 2 নম্বর ঘুমটি এলাকার বাসিন্দা ৷

গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে ঘুমটি এলাকাতে পুলিশ অভিযান চালায় ৷ ওই 4 দুষ্কৃতীকে গ্রেপ্তার করে ৷ ওই দলটির কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি সহ ধারালো অস্ত্র উদ্ধার করা হয় ৷ পুলিশ সূত্রে খবর, জলপাইগুড়ি শহর ও শহরতলির বিভিন্ন জায়গায় একাধিক চুরি এবং বাইক চুরির ঘটনায় জড়িত ধৃতরা ৷ দলটিকে ধরতেই গতকাল গোপন অভিযান চালায় পুলিশ ৷

ধৃতদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ আজ ওই চারজনকে জলপাইগুড়ি আদালতে তোলা হয় ৷ আদালত তাদের 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছে ৷

Intro:জলপাইগুড়িঃ-জলপাইগুড়ি শহর থেকে আগ্নেয়াস্ত্র সহ চার দুস্কৃতীকে গ্রেপ্তার করলো পুলিশ। ধৃতদের কাছ থেকে নাইন এম এম পিস্তল, দুই রাউন্ড গুলি, ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।ধৃতরা হল শুভজিৎ রায় (১৯) ইঞ্জিনিয়ারিং কলেজ মোড়, পাপন ঘোষ (১৯)পাতকাটা কলোনীর বাসিন্দা,প্রকাশ ছেত্রী (৫০)রেসকোর্স পাড়ার বাসিন্দা,
হাকারু পাশোয়ান(৩৫) জলপাইগুড়ি শহরের ২নং ঘুমটির বাসিন্দা বলে জানা গেছে। Body:পুলিশ সুত্রে জানা গেছে জলপাইগুড়ি শহরের দুই ঘুমটি এলাকাতে ৪জনের একটি দল দুস্কৃতীদের দল অসৎ উদ্দেশ্যে জড়ো হয়েছিল।গোপন সুত্রে খবর পেয়ে গতকাল রাতেই অভিযান চালায়। পুলিশের অভিযানে চার জনকেই গ্রেপ্তার করতে পারা গেছে।জলপাইগুড়ি শহর ও শহর তলির বিভিন্ন জায়গা থেকে বাইক চুরিও করছিল এই দলটি। এদিন ধৃতদের জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়।
Conclusion:জলপাইগুড়ি জেলায় ঘটে যাওয়া একাধিক চুরির ও অবৈধ কার্যকলাপের সঙ্গে এই যুবকরা জড়িত বলে পুলিশ সুত্রে যানা গেছে।ধৃতদের জেরা করে আরও কোথায় কোথায় কি কি অপরাধের সঙ্গে জড়িত সেটা জানার চেষ্টা করছে পুলিশ বলে জানান কোতয়ালির থানা সুত্রে জানা গেছে ধৃতদের বিরুদ্ধে ৩৯৯/৪০২ সহ ২৫/২৭ আর্মস এ্যাক্টে মামলা রুজু করা হয়েছে।
Last Updated : Dec 17, 2019, 7:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.