দার্জিলিং, 2 অগাস্ট : উত্তরবঙ্গে কোরোনায় আক্রান্ত হল আরও 537 জন । তার মধ্যে দার্জিলিঙে আক্রান্তের সংখ্যা 186 জন । যা একদিনে সর্বোচ্চ । এদিকে কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও আটজনের । তারা শিলিগুড়িতে চিকিৎসাধীন ছিল।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, মাটিগাড়ার কোরোনা হাসপাতলে যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে একজন NJP-র, একজন ধুপগুড়ির এবং আরও একজন শিলিগুড়ি পৌরনিগমের বাসিন্দা । প্রধান নগরের একটি নার্সিংহোমে মৃত্যু হয়েছে বিহারের দুই বাসিন্দার । এছাড়া প্রধান নগরের এক নার্সিংহোমে মৃত্যু হয়েছে শিলিগুড়ি দেশবন্ধুপাড়ার এক বৃদ্ধের । উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে আলিপুরদুয়ারের এক বাসিন্দার । কাওয়াখালির কোরোনা হাসপাতালে ধুপগুড়ির এক বাসিন্দার মৃত্যু হয়েছে । আশ্রমপাড়ার এক নার্সিংহোমে মৃত্যু হয়েছে 27 নম্বর ওয়ার্ডের বাসিন্দা এক বৃদ্ধের ।
গতকাল শিলিগুড়ি থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ । দার্জিলিং জেলায় আক্রান্তদের মধ্যে 106 জনই শিলিগুড়ি পৌরনিগমের বাসিন্দা । এছাড়া মাটিগাড়া ব্লকের 10 জন, ফাঁসিদেওয়া ব্লকের চারজন ও নকশালবাড়ি ব্লকের 42 জন রয়েছে । এছাড়া দার্জিলিং পাহাড়ে 21 জন কোরোনায় আক্রান্ত হয়েছে ।
শিলিগুড়ি পৌরনিগমে কোরোনায় আক্রান্তদের মধ্যে 13 জন দু'নম্বর ওয়ার্ডের, আটজন 42 নম্বর ওয়ার্ডের, সাত জন 36 নম্বর ওয়ার্ডের, ছ'জন 35 নম্বর ওয়ার্ডের, পাঁচজন 19 নম্বর ওয়ার্ডের, চারজন 31 ও, 43 নম্বর ওয়ার্ডের বাসিন্দা । এছাড়াও 17, 18, 24, 25, 32, 34, 39, 46 নম্বর ওয়ার্ডে তিন জন করে, 3, 10, 11,23, 28, 41 নম্বরে দুজন করে কোরোনায় আক্রান্ত রয়েছে । বাকি কয়েকটি ওয়ার্ডে একজন করে কোরোনায় আক্রান্ত হয়েছে বলে জানা গেছে ।