শিলিগুড়ি, 18 ডিসেম্বর : উপযুক্ত চিকিৎসার সঙ্গে মনোবল থাকলে কোরোনাকে হার মানানো সম্ভব । একথাই প্রমাণ করলেন শতায়ু পারুলবালা দেবী । বয়স 100 বছর হলেও কোরোনাকে হার মানিয়ে বাড়ি ফিরলেন তিনি । শুধু তাই নয়, পারুলবালা দেবীর সঙ্গে আক্রান্ত হয়েছিলেন ওই পরিবারের 14 জন সদস্য । তাঁরাও সুস্থ ঘরে ফিরলেন ।
কোরোনা আক্রান্ত হয়ে 6 নভেম্বর শিলিগুড়ির একটি নার্সিংহোমে পারুলবালা দেবী ও তাঁর পরিবারের সদস্যদের ভরতি হন । সকলেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আগেই । পারুলবালা ঘরে ফিরলেন 26 দিন নার্সিংহোমে কাটিয়ে । শতায়ু বৃদ্ধাকে সুস্থ করে বাড়ি ফেরাতে পেরে খুশি চিকিৎসকরা ।
শুক্রবার মা-কে ঘরে এনে মেয়ে আরতি শিকদার বলেন, "দারুণ খুশি আমরা ৷ মা-কে সুস্থ করে ফেরাতে পারছি ৷"
চিকিৎসক সি পি শর্মার বক্তব্য, "বৃদ্ধা বলেই আমাদের টেনশন ছিল । কারণ বয়স বাড়লে মানুষের অনেক অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল হয়ে যায় । তারপরও ওঁকে সুস্থ করে ফেরাতে পেরে ভালো লাগছে । ওই বাড়ির বাকিদেরও সুস্থ করে বাড়ি ফেরাতে পেরেছি ।"