ETV Bharat / city

Cannabis Recovery: অসমে উদ্ধার 50 লক্ষ টাকার গাঁজা, গ্রেফতার ত্রিপুরার তরুণ - গ্রেফতার ত্রিপুরার তরুণ

50 লক্ষ টাকার গাঁজা উদ্ধার (Police Seized Cannabis of Worth Rs 50 Lakh) ৷ রবিবার সন্ধ্যায় অসম-ত্রিপুরা সীমানায় (Assam-Tripura Border) এই গাঁজা উদ্ধার করে অসম পুলিশ ৷ গ্রেফতার ট্রাক চালক ৷

tripura-man-held-in-assam-with-cannabis-of-rs-50-lakh
Cannabis Recovery: অসমে উদ্ধার 50 লক্ষ টাকার গাঁজা, গ্রেফতার ত্রিপুরার তরুণ
author img

By

Published : Dec 5, 2022, 6:22 PM IST

আগরতলা, 5 ডিসেম্বর: 50 লক্ষ টাকার গাঁজা উদ্ধার করল অসম পুলিশ (Assam Police) ৷ রবিবার সন্ধ্যায় এই গাঁজা উদ্ধার (Cannabis Recovery) করা হয় অসম পুলিশের তরফে ৷ পুলিশ জানিয়েছে, একটি ট্রাক ত্রিপুরার আগরতলা থেকে মেঘালয়ের শিলংয়ের দিকে আসছিল ৷ সেই ট্রাক থেকেই ওই গাঁজা উদ্ধার করা হয় (Police Seized Cannabis of Worth Rs 50 Lakh) ৷

ত্রিপুরার (Tripura) উত্তর জেলার চুরাইবাড়ি চেক পোস্ট পেরিয়ে ত্রিপুরা ও অসম সীমানায় ওই ট্রাক আটকায় পুলিশ ৷ ওই ট্রাকে কোনও মালপত্র না থাকায় সন্দেহ পুলিশের ৷ তখনই তল্লাশি চালায় পুলিশ ৷ তাতেই একটি বাক্সে গাঁজার হদিশ মেলে ৷ ট্রাকের একটি গোপন কেবিনে সেই বাক্সটি রাখা ছিল ৷

পুলিশ জানিয়েছে, ওই বাক্সের মধ্যে 40টি প্যাকেটে গাঁজা রাখা ছিল ৷ যার মোট ওজন 4 কেজি ৷ বাজারদর 50 লক্ষ টাকা ৷ ট্রাকের চালক রুবেল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ (Tripura Man Held) ৷ বছর 22-এর রুবেল ত্রিপুরার সিপাহীজেলা জেলার সোনামুড়া মহকুমার মধুবন গ্রামের বাসিন্দা ৷

তাঁর দাবি, তিনি ওই ট্রাকের আসল চালক নন ৷ তাঁকে গাড়িটি নিয়ে ত্রিপুরার সীমানা পেরিয়ে অসমে পৌঁছে দিতে বলা হয়েছিল ৷ বদলে তাঁকে টাকা দেওয়া হবে বলা হয়েছিল ৷ কিন্তু গাড়িতে যে গাঁজা রাখা আছে, তা তিনি জানতেন না ৷

আরও পড়ুন: হায়দরাবাদে পার্টিতে হানা দিয়ে গাঁজা উদ্ধার করল পুলিশ, আটক 33 পড়ুয়া

আগরতলা, 5 ডিসেম্বর: 50 লক্ষ টাকার গাঁজা উদ্ধার করল অসম পুলিশ (Assam Police) ৷ রবিবার সন্ধ্যায় এই গাঁজা উদ্ধার (Cannabis Recovery) করা হয় অসম পুলিশের তরফে ৷ পুলিশ জানিয়েছে, একটি ট্রাক ত্রিপুরার আগরতলা থেকে মেঘালয়ের শিলংয়ের দিকে আসছিল ৷ সেই ট্রাক থেকেই ওই গাঁজা উদ্ধার করা হয় (Police Seized Cannabis of Worth Rs 50 Lakh) ৷

ত্রিপুরার (Tripura) উত্তর জেলার চুরাইবাড়ি চেক পোস্ট পেরিয়ে ত্রিপুরা ও অসম সীমানায় ওই ট্রাক আটকায় পুলিশ ৷ ওই ট্রাকে কোনও মালপত্র না থাকায় সন্দেহ পুলিশের ৷ তখনই তল্লাশি চালায় পুলিশ ৷ তাতেই একটি বাক্সে গাঁজার হদিশ মেলে ৷ ট্রাকের একটি গোপন কেবিনে সেই বাক্সটি রাখা ছিল ৷

পুলিশ জানিয়েছে, ওই বাক্সের মধ্যে 40টি প্যাকেটে গাঁজা রাখা ছিল ৷ যার মোট ওজন 4 কেজি ৷ বাজারদর 50 লক্ষ টাকা ৷ ট্রাকের চালক রুবেল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ (Tripura Man Held) ৷ বছর 22-এর রুবেল ত্রিপুরার সিপাহীজেলা জেলার সোনামুড়া মহকুমার মধুবন গ্রামের বাসিন্দা ৷

তাঁর দাবি, তিনি ওই ট্রাকের আসল চালক নন ৷ তাঁকে গাড়িটি নিয়ে ত্রিপুরার সীমানা পেরিয়ে অসমে পৌঁছে দিতে বলা হয়েছিল ৷ বদলে তাঁকে টাকা দেওয়া হবে বলা হয়েছিল ৷ কিন্তু গাড়িতে যে গাঁজা রাখা আছে, তা তিনি জানতেন না ৷

আরও পড়ুন: হায়দরাবাদে পার্টিতে হানা দিয়ে গাঁজা উদ্ধার করল পুলিশ, আটক 33 পড়ুয়া

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.