ETV Bharat / city

Woman in Dharna for Marriage: নাবালক প্রেমিকের সঙ্গে সহবাস ! বিয়ের দাবিতে ধরনা দিলেন যুবতী - Dharna for Marriage

প্রেমিকের বাড়ির সামনে বিয়ের দাবিতে ধরনায় বসেন যুবতী (Woman in Dharna for Marriage) ৷ প্রেমিকের বাবার দাবি, তাঁর ছেলে নাবালক ৷ পরে পুলিশ এসে তাঁকে থানায় নিয়ে যায় ৷

Young woman protests near minor lover house demanding marriage in Malda
Young woman protests near minor lover house demanding marriage in Malda
author img

By

Published : Sep 10, 2022, 9:03 PM IST

মালদা, 10 সেপ্টেম্বর: সামাজিক মাধ্যমে আলাপ থেকে প্রেম ৷ ধীরে ধীরে জমাট হওয়ার পর সেই প্রেম গড়ায় শারীরিক সম্পর্কে ৷ প্রেমিক কথা দিয়েছিল, সে তাঁকে বিয়ে করবে ৷ তার কথায় ভরসা করে সহবাস করেছিলেন বলে দাবি প্রেমিকার ৷ কিন্তু পরবর্তীতে বিয়ের কথা উঠতেই প্রেমিক নাকি তাঁকে এড়িয়ে যেতে শুরু করে ৷ শেষ পর্যন্ত বিয়ের দাবিতে আজ প্রেমিকের বাড়ির সামনে ধরনায় বসেন ওই যুবতী (Dharna for Marriage) ৷

এদিকে প্রেমিকের বাবার দাবি, তাঁর ছেলে নাবালক ৷ যুবতী তাঁর ছেলেকে প্রেমের জালে ফাঁসানোর চেষ্টা করছে ৷ যদিও নিজের সঙ্গে সমস্ত তথ্যপ্রমাণ নিয়েই আজ ধরনায় বসেছিলেন প্রেমিকা ৷ এমনটাই দাবি করেন তিনি ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ৷ ওই যুবতী ও তাঁর প্রেমিকের বাবাকে থানায় নিয়ে যাওয়া হয় ৷ ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার একটি গ্রামে (Young woman protests near minor lover house demanding marriage in Malda) ৷

যুবতী বলেন, "এই ছেলের সঙ্গে আমার তিন বছর ধরে সম্পর্ক ৷ বিয়ের দাবিতে আমি এর আগেও তার বাড়িতে এসেছিলাম ৷ কিন্তু তার বাবা-মা ও পরিবারের সবাই আমাকে মেরে থানায় দিয়ে আসে ৷ একরাত থানায় ছিলাম ৷ খবর পেয়ে দাদারা আমাকে বাড়ি নিয়ে যায় ৷ মানসিক অবসাদে আমি আত্মহত্যা করারও চেষ্টা করেছিলাম ৷ পরবর্তীতে আমার বাবা-মা এই ছেলের বিরুদ্ধে আদালতে মামলা করে ৷ সোশাল মিডিয়া থেকেই আমাদের সম্পর্ক হয়েছিল ৷ আমাদের মধ্যে শারীরিক সম্পর্কও ছিল ৷ ছেলের বাবা-মা ও সবাই আমাদের সম্পর্কের কথা জানে ৷ বিয়ের দাবিতে আজ সকাল 10টা থেকে এখানে বসে আছি ৷ ওই ছেলে আমাকে বিয়ে না-করলে আমি এখানেই আত্মঘাতী হব ৷"

আরও পড়ুন: প্রেমিকার দাদাকে খুন করতে ইউটিউব দেখে বোমা তৈরি, ধৃত যুবক

এদিকে প্রেমিকের বাবা বলেন, "আমরা এই সম্পর্কের কথা কিছুই জানি না ৷ মেয়েটি এর আগেও আমাদের বাড়িতে এসেছিল ৷ তখন ছেলে দিল্লিতে ছিল ৷ হঠাৎ সে আমাদের বাড়িতে চলে আসে ৷ আমরা তাঁকে পুলিশের হাতে তুলে দিই ৷ আমার ছেলে এখনও নাবালক ৷ তার এখনও 21 বছর বয়স হয়নি ৷ মেয়েটিই তো আদালতে মামলা করেছে ৷ মামলার রায় আমরা মেনে নেব ৷ এখন আমার বাড়ির সামনে বসে রয়েছে কেন ? ছেলে এখন বাইরে আছে ৷ আমি বিষয়টি পুলিশকে জানিয়েছি ৷ কারণ, মেয়েটি এখানে কিছু করে বসলে আমি কেন তাঁর দায় নেব ?"

মালদা, 10 সেপ্টেম্বর: সামাজিক মাধ্যমে আলাপ থেকে প্রেম ৷ ধীরে ধীরে জমাট হওয়ার পর সেই প্রেম গড়ায় শারীরিক সম্পর্কে ৷ প্রেমিক কথা দিয়েছিল, সে তাঁকে বিয়ে করবে ৷ তার কথায় ভরসা করে সহবাস করেছিলেন বলে দাবি প্রেমিকার ৷ কিন্তু পরবর্তীতে বিয়ের কথা উঠতেই প্রেমিক নাকি তাঁকে এড়িয়ে যেতে শুরু করে ৷ শেষ পর্যন্ত বিয়ের দাবিতে আজ প্রেমিকের বাড়ির সামনে ধরনায় বসেন ওই যুবতী (Dharna for Marriage) ৷

এদিকে প্রেমিকের বাবার দাবি, তাঁর ছেলে নাবালক ৷ যুবতী তাঁর ছেলেকে প্রেমের জালে ফাঁসানোর চেষ্টা করছে ৷ যদিও নিজের সঙ্গে সমস্ত তথ্যপ্রমাণ নিয়েই আজ ধরনায় বসেছিলেন প্রেমিকা ৷ এমনটাই দাবি করেন তিনি ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ৷ ওই যুবতী ও তাঁর প্রেমিকের বাবাকে থানায় নিয়ে যাওয়া হয় ৷ ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার একটি গ্রামে (Young woman protests near minor lover house demanding marriage in Malda) ৷

যুবতী বলেন, "এই ছেলের সঙ্গে আমার তিন বছর ধরে সম্পর্ক ৷ বিয়ের দাবিতে আমি এর আগেও তার বাড়িতে এসেছিলাম ৷ কিন্তু তার বাবা-মা ও পরিবারের সবাই আমাকে মেরে থানায় দিয়ে আসে ৷ একরাত থানায় ছিলাম ৷ খবর পেয়ে দাদারা আমাকে বাড়ি নিয়ে যায় ৷ মানসিক অবসাদে আমি আত্মহত্যা করারও চেষ্টা করেছিলাম ৷ পরবর্তীতে আমার বাবা-মা এই ছেলের বিরুদ্ধে আদালতে মামলা করে ৷ সোশাল মিডিয়া থেকেই আমাদের সম্পর্ক হয়েছিল ৷ আমাদের মধ্যে শারীরিক সম্পর্কও ছিল ৷ ছেলের বাবা-মা ও সবাই আমাদের সম্পর্কের কথা জানে ৷ বিয়ের দাবিতে আজ সকাল 10টা থেকে এখানে বসে আছি ৷ ওই ছেলে আমাকে বিয়ে না-করলে আমি এখানেই আত্মঘাতী হব ৷"

আরও পড়ুন: প্রেমিকার দাদাকে খুন করতে ইউটিউব দেখে বোমা তৈরি, ধৃত যুবক

এদিকে প্রেমিকের বাবা বলেন, "আমরা এই সম্পর্কের কথা কিছুই জানি না ৷ মেয়েটি এর আগেও আমাদের বাড়িতে এসেছিল ৷ তখন ছেলে দিল্লিতে ছিল ৷ হঠাৎ সে আমাদের বাড়িতে চলে আসে ৷ আমরা তাঁকে পুলিশের হাতে তুলে দিই ৷ আমার ছেলে এখনও নাবালক ৷ তার এখনও 21 বছর বয়স হয়নি ৷ মেয়েটিই তো আদালতে মামলা করেছে ৷ মামলার রায় আমরা মেনে নেব ৷ এখন আমার বাড়ির সামনে বসে রয়েছে কেন ? ছেলে এখন বাইরে আছে ৷ আমি বিষয়টি পুলিশকে জানিয়েছি ৷ কারণ, মেয়েটি এখানে কিছু করে বসলে আমি কেন তাঁর দায় নেব ?"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.