ETV Bharat / city

মালদায় কোরোনায় আক্রান্ত আরও 10 পরিযায়ী শ্রমিক

author img

By

Published : May 23, 2020, 10:03 AM IST

Updated : May 23, 2020, 10:11 AM IST

মালদায় আরও 10 জনের শরীরে মিলল কোরোনা ভাইরাস । গতকাল রাতে 961টি নমুনা পরীক্ষার রিপোর্টে এই 10 জনের শরীরে মেলে কোরোনা ভাইরাস ।

ছবি
ছবি

মালদা, 23 মে : মালদা জেলার আরও 10 পরিযায়ী শ্রমিকের দেহে ধরা পড়ল কোরোনার সংক্রমণ ৷ গতরাতে মালদা মেডিকেলের ভাইরোলজি বিভাগের পরীক্ষাগারে ওই 10 জন শ্রমিকের লালারসে কোরোনার সংক্রমণ ধরা পড়েছে ৷ এনিয়ে শুধুমাত্র মালদা মেডিকেলে পরীক্ষিত লালারসে জেলার মোট 64 জনের সংক্রমণ ধরা পড়ল ৷ আক্রান্তরা পরিযায়ী শ্রমিক বলে মেডিকেল সূত্রে জানা গেছে ৷ আরও জানা গেছে, গত 24 ঘণ্টায় উত্তর দিনাজপুর জেলার 34 জনের শরীরেও ধরা পড়েছে কোরোনার সংক্রমণ ৷

21 মে রাত সাড়ে 9টা পর্যন্ত মেডিকেলের ভাইরোলজি পরীক্ষাগারে 624টি লালারসের নমুনা পরীক্ষা করা হলেও তার মধ্যে কোনও পজ়িটিভ ধরা না পড়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল জেলাবাসী ৷ সেই স্বস্তি অস্বস্তিতে পরিণত হয়েছে গত 24 ঘণ্টার পরীক্ষায় ৷ গতকাল রাত পর্যন্ত মেডিকেলে মোট 961টি লালারসের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ এর মধ্যে 10টি নমুনা পজ়িটিভ ৷ এই 10 জনের মধ্যে একজনের নমুনা সংগ্রহ করা হয়েছিল চাঁচল থেকে ৷ বাকিদের নমুনা সংগৃহীত হয়েছিল মালদা শহরের গৌড়কন্যা বাস টার্মিনালে ৷ এখনও 992 টি নমুনার পরীক্ষা চলছে ৷ পরীক্ষা করতে বাকি রয়েছে 2 হাজার 763 টি নমুনার ৷ তবে আশার কথা, আক্রান্তরা খুব দ্রুত সুস্থ হয়ে উঠছেন ৷ প্রতিদিনই জেলার হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন অনেকেই ৷ গতকালও 6 আক্রান্ত চিকিৎসায় পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৷ তবে এর বাইরেও জেলায় কোরোনা আক্রান্ত রয়েছেন ৷ গতকালই হরিশ্চন্দ্রপুর 2 ব্লকের এক পরিযায়ী শ্রমিক কোরোনায় আক্রান্ত বলে খবর মিলেছে ৷ ওই শ্রমিকের লালারস কলকাতায় পরীক্ষা করা হয়েছিল ৷ গতকাল তাঁর রিপোর্ট পজ়িটিভ আসার পর ওই শ্রমিককে স্থানীয় আইসোলেশন সেন্টারে ভরতি করা হয়েছে ৷

এদিকে মালদা মেডিকেলে লালারসের নমুনা পরীক্ষার চাপ ক্রমাগত বাড়ছে ৷ শুধুমাত্র মালদা জেলা নয়, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার নমুনাগুলিও এখানে পরীক্ষা করা হচ্ছে ৷ কিন্তু মেডিকেলের একটিমাত্র মেশিনে অত নমুনা পরীক্ষা করা সমস্যার হয়ে দাঁড়াচ্ছিল ৷ এই অবস্থায় মেডিকেল কর্তৃপক্ষের পাশে দাঁড়িয়েছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ৷ গতকালই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জেলা প্রশাসনের মাধ্যমে মেডিকেলে একটি রিয়েল টাইম PCR মেশিন দেওয়া হয়েছে ৷ সেকথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিপ্লব গিরি ৷ এতে মেডিকেলে লালারস পরীক্ষার গতি অনেকটা বাড়বে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ ৷

মালদা, 23 মে : মালদা জেলার আরও 10 পরিযায়ী শ্রমিকের দেহে ধরা পড়ল কোরোনার সংক্রমণ ৷ গতরাতে মালদা মেডিকেলের ভাইরোলজি বিভাগের পরীক্ষাগারে ওই 10 জন শ্রমিকের লালারসে কোরোনার সংক্রমণ ধরা পড়েছে ৷ এনিয়ে শুধুমাত্র মালদা মেডিকেলে পরীক্ষিত লালারসে জেলার মোট 64 জনের সংক্রমণ ধরা পড়ল ৷ আক্রান্তরা পরিযায়ী শ্রমিক বলে মেডিকেল সূত্রে জানা গেছে ৷ আরও জানা গেছে, গত 24 ঘণ্টায় উত্তর দিনাজপুর জেলার 34 জনের শরীরেও ধরা পড়েছে কোরোনার সংক্রমণ ৷

21 মে রাত সাড়ে 9টা পর্যন্ত মেডিকেলের ভাইরোলজি পরীক্ষাগারে 624টি লালারসের নমুনা পরীক্ষা করা হলেও তার মধ্যে কোনও পজ়িটিভ ধরা না পড়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল জেলাবাসী ৷ সেই স্বস্তি অস্বস্তিতে পরিণত হয়েছে গত 24 ঘণ্টার পরীক্ষায় ৷ গতকাল রাত পর্যন্ত মেডিকেলে মোট 961টি লালারসের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ এর মধ্যে 10টি নমুনা পজ়িটিভ ৷ এই 10 জনের মধ্যে একজনের নমুনা সংগ্রহ করা হয়েছিল চাঁচল থেকে ৷ বাকিদের নমুনা সংগৃহীত হয়েছিল মালদা শহরের গৌড়কন্যা বাস টার্মিনালে ৷ এখনও 992 টি নমুনার পরীক্ষা চলছে ৷ পরীক্ষা করতে বাকি রয়েছে 2 হাজার 763 টি নমুনার ৷ তবে আশার কথা, আক্রান্তরা খুব দ্রুত সুস্থ হয়ে উঠছেন ৷ প্রতিদিনই জেলার হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন অনেকেই ৷ গতকালও 6 আক্রান্ত চিকিৎসায় পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৷ তবে এর বাইরেও জেলায় কোরোনা আক্রান্ত রয়েছেন ৷ গতকালই হরিশ্চন্দ্রপুর 2 ব্লকের এক পরিযায়ী শ্রমিক কোরোনায় আক্রান্ত বলে খবর মিলেছে ৷ ওই শ্রমিকের লালারস কলকাতায় পরীক্ষা করা হয়েছিল ৷ গতকাল তাঁর রিপোর্ট পজ়িটিভ আসার পর ওই শ্রমিককে স্থানীয় আইসোলেশন সেন্টারে ভরতি করা হয়েছে ৷

এদিকে মালদা মেডিকেলে লালারসের নমুনা পরীক্ষার চাপ ক্রমাগত বাড়ছে ৷ শুধুমাত্র মালদা জেলা নয়, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার নমুনাগুলিও এখানে পরীক্ষা করা হচ্ছে ৷ কিন্তু মেডিকেলের একটিমাত্র মেশিনে অত নমুনা পরীক্ষা করা সমস্যার হয়ে দাঁড়াচ্ছিল ৷ এই অবস্থায় মেডিকেল কর্তৃপক্ষের পাশে দাঁড়িয়েছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ৷ গতকালই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জেলা প্রশাসনের মাধ্যমে মেডিকেলে একটি রিয়েল টাইম PCR মেশিন দেওয়া হয়েছে ৷ সেকথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিপ্লব গিরি ৷ এতে মেডিকেলে লালারস পরীক্ষার গতি অনেকটা বাড়বে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ ৷

Last Updated : May 23, 2020, 10:11 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.