ETV Bharat / city

চিনের বিরুদ্ধে বিক্ষোভের রেশ বৃহস্পতিবারও - protests against china

চিনা দ্রব্য বর্জনের ডাক দিল দেশের বিভিন্ন প্রান্তের মানুষ ৷ মালদা শহরের সেতু মোড়ে আজ BJP-র পক্ষ থেকে চিনের তৈরি সামগ্রী রাস্তায় ফেলে আগুন লাগানো হয় ৷ চিনের প্রসিডেন্টের কুশপুতুল দাহ করা হয় ৷

protests against china
চিনের বিরুদ্ধে বিক্ষোভ
author img

By

Published : Jun 19, 2020, 4:50 AM IST

মালদা, 18 জুন : চিনের বিরুদ্ধে বিক্ষোভের রেশ বৃহস্পতিবারও ৷ আজ দুপুরে পুরাতন মালদা শহরের সেতু মোড়ে BJP-র পক্ষ থেকে চিনের তৈরি সামগ্রী রাস্তায় ফেলে শি চিন পিঙয়ের কুশপুতুল দাহ করা হয় ৷ উল্লেখ্য, লাদাখের গালওয়ান উপত্যকায় চিনা জওয়ানদের সঙ্গে সংঘর্ষে 20 জন ভারতীয় জওয়ান শহিদ হয়েছেন ৷ এই পরিস্থিতিতে চিনা সামগ্রী বয়কটের ডাক দেওয়া হয়েছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ৷ গতকাল রাজ্যের বিভিন্ন প্রান্তে চিনের প্রেসিডেন্টের কুশপুতুল দাহ করা হয়৷ বিক্ষোভের সেই রেশ আজকেও দেখা গেল মালদায় ৷

সূত্রের খবর, সোমবারের সংঘর্ষের পর প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত লাদাখ, অরুণাচলপ্রদেশ, উত্তরাখণ্ড ও হিমাচলপ্রদেশে অতিরিক্ত বাহিনী মোতায়েন করেছে ৷ এছাড়া LAC-তে সেনা মোতায়েনের ক্ষেত্রে কিছু পরিবর্তন আনার কথাও সেনার এক আধিকারিক জানিয়েছেন ৷ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং চিফ অফ ডিফেন্স স্টাফ জেনেরাল বিপিন রাওয়াত তিন সেনাবাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেন । চিনের উদ্দেশে অত্যন্ত কড়া প্রতিক্রিয়া দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি বলেন, "আমরা শান্তি চাই । কিন্তু প্ররোচনা দেওয়া হলে আমরা উপযুক্ত জবাব দিতে সক্ষম ।" চিনের এই অকারণ আগ্রাসী মনোভাবকে মেনে নিতে পারছেন না দেশের সাধারণ মানুষ ৷ ডাক দেওয়া হয়েছে চিনা দ্রব্য বর্জন করার ৷

বুধবার রাজ্যের বিভিন্ন জায়গায় চিনের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয় ৷ আজ দুপুরে পুরাতন মালদার BJP মণ্ডলের পক্ষ থেকে সেতু মোড় এলাকায় চিনা সামগ্রী রাস্তায় ফেলে চিনের রাষ্ট্রপতির কুশপুতুল দাহ করা হয় ৷ BJP মণ্ডলের পক্ষ থেকে অজিত দাস বলেন, “আমাদের দেশের 20 জন বীর সৈনিককে লাদাখের সীমান্তে চিনের সেনাবাহিনী রাতের অন্ধকারে কাপুরুষের মতো আক্রমণ করে হত্যা করেছে ৷ তারই প্রতিবাদে আমরা একত্রিত হয়েছি ৷ প্রধানমন্ত্রী ভারতীয় সৈন্যবাহিনীকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন ৷ আজকে আমরা চিনের রাষ্ট্রপতির কুশপুতুল দাহ করেছি ৷ পাশাপাশি চিনা সামগ্রী রাস্তায় ফেলে দাহ করা হয়েছে ৷”

মালদা, 18 জুন : চিনের বিরুদ্ধে বিক্ষোভের রেশ বৃহস্পতিবারও ৷ আজ দুপুরে পুরাতন মালদা শহরের সেতু মোড়ে BJP-র পক্ষ থেকে চিনের তৈরি সামগ্রী রাস্তায় ফেলে শি চিন পিঙয়ের কুশপুতুল দাহ করা হয় ৷ উল্লেখ্য, লাদাখের গালওয়ান উপত্যকায় চিনা জওয়ানদের সঙ্গে সংঘর্ষে 20 জন ভারতীয় জওয়ান শহিদ হয়েছেন ৷ এই পরিস্থিতিতে চিনা সামগ্রী বয়কটের ডাক দেওয়া হয়েছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ৷ গতকাল রাজ্যের বিভিন্ন প্রান্তে চিনের প্রেসিডেন্টের কুশপুতুল দাহ করা হয়৷ বিক্ষোভের সেই রেশ আজকেও দেখা গেল মালদায় ৷

সূত্রের খবর, সোমবারের সংঘর্ষের পর প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত লাদাখ, অরুণাচলপ্রদেশ, উত্তরাখণ্ড ও হিমাচলপ্রদেশে অতিরিক্ত বাহিনী মোতায়েন করেছে ৷ এছাড়া LAC-তে সেনা মোতায়েনের ক্ষেত্রে কিছু পরিবর্তন আনার কথাও সেনার এক আধিকারিক জানিয়েছেন ৷ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং চিফ অফ ডিফেন্স স্টাফ জেনেরাল বিপিন রাওয়াত তিন সেনাবাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেন । চিনের উদ্দেশে অত্যন্ত কড়া প্রতিক্রিয়া দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি বলেন, "আমরা শান্তি চাই । কিন্তু প্ররোচনা দেওয়া হলে আমরা উপযুক্ত জবাব দিতে সক্ষম ।" চিনের এই অকারণ আগ্রাসী মনোভাবকে মেনে নিতে পারছেন না দেশের সাধারণ মানুষ ৷ ডাক দেওয়া হয়েছে চিনা দ্রব্য বর্জন করার ৷

বুধবার রাজ্যের বিভিন্ন জায়গায় চিনের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয় ৷ আজ দুপুরে পুরাতন মালদার BJP মণ্ডলের পক্ষ থেকে সেতু মোড় এলাকায় চিনা সামগ্রী রাস্তায় ফেলে চিনের রাষ্ট্রপতির কুশপুতুল দাহ করা হয় ৷ BJP মণ্ডলের পক্ষ থেকে অজিত দাস বলেন, “আমাদের দেশের 20 জন বীর সৈনিককে লাদাখের সীমান্তে চিনের সেনাবাহিনী রাতের অন্ধকারে কাপুরুষের মতো আক্রমণ করে হত্যা করেছে ৷ তারই প্রতিবাদে আমরা একত্রিত হয়েছি ৷ প্রধানমন্ত্রী ভারতীয় সৈন্যবাহিনীকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন ৷ আজকে আমরা চিনের রাষ্ট্রপতির কুশপুতুল দাহ করেছি ৷ পাশাপাশি চিনা সামগ্রী রাস্তায় ফেলে দাহ করা হয়েছে ৷”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.