মালদা, ১ জানুয়ারি: বর্ষবরণের রাতে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েই বেশি ব্যস্ত থাকতে হয় পুলিশকে (police arrest a person with fake currency notes worth two lakh) । আর সেই সুযোগকে কাজে লাগাতে চেয়েছিল জালনোটের কারবারিরা । যদিও পাচারের ছক সম্পূর্ণ ভেস্তে দেয় পুলিশ ৷ প্রায় দু লক্ষ টাকার জালনোট-সহ পুলিশের জালে ধরা পড়ল এক কারবারি ।
বৈষ্ণবনগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, বর্ষবরণের রাতে জালনোট পাচার হতে পারে গোপন সূত্রে এমনই খবর এসেছিল তাঁদের কাছে । সেই তথ্য অনুযায়ী বৈষ্ণবনগর থানার পুলিশের একটি দল হানা দেয় দৌলতপুর এলাকায় । তথ্য অনুযায়ী ইউসুফ আলি ওরফে এসারুল (24) নামে এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় 2 লক্ষ টাকার জালনোট । গ্রেফতার করা হয় ইউসুফকে ।
আরও পড়ুন : বারাসতে গ্রেফতার ভুয়ো পরিচয়পত্র ও জাল নথির কারবারি
বৈষ্ণবনগর থানার পুলিশ জানিয়েছে, গতকাল রাতে 2 লক্ষ টাকার জালনোট-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে । উদ্ধার হওয়া সমস্ত নোটগুলি 2 হাজার টাকার । ধৃত ইউসুফ আলির বাড়ি বৈষ্ণবনগর থানার বাখরাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকায় । দীর্ঘদিন ধরেই জালনোট কারবারের সঙ্গে যুক্ত রয়েছে সে । ইউসুফের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে । আপাতত ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য শনিবার মালদা জেলা আদালতে পুলিশি হেফাজতের আবেদন করা হবে ।