ETV Bharat / city

জেলায় কোরোনা সংক্রমণের সংখ্যা চার হাজারের গণ্ডি ছুঁতে চলেছে

মালদায় কোরোনা সংক্রমণ হু হু করে বাড়ছে ৷ এই জেলায় সংক্রমণের সংখ্যা চার হাজার ছুঁতে চলেছে ৷ স্বাস্থ্যদপ্তর জানিয়েছে, গত 24 ঘণ্টায় এই জেলায় কোরোনা সংক্রমিত হয়েছে 142 জন ৷

author img

By

Published : Aug 23, 2020, 7:38 AM IST

corona infections
মালদায় কোরোনা সংক্রমণ বাড়ছে

মালদা, 22 অগাস্ট : তৃতীয় পর্বের আনলকেও মালদা জেলায় ক্রমবর্ধমান কোরোনা সংক্রমণ ৷ পরপর দু’দিন পূর্ণাঙ্গ লকডাউন শেষে এই জেলায় সংক্রমণের সংখ্যা চার হাজার ছুঁতে চলেছে ৷ সরকারি হিসাবে বেড়েছে মৃত্যুর সংখ্যাও৷ তবে এখনও গ্রামাঞ্চলে সাধারণ মানুষের মধ্যে কোরোনা নিয়ে কোনও সতর্কতা দেখা যাচ্ছে না৷ তাতেই উদ্বেগ বাড়ছে স্বাস্থ্য দপ্তরের ৷

স্বাস্থ্যদপ্তর জানিয়েছে, গত 24 ঘণ্টায় এই জেলায় কোরোনা সংক্রমিত হয়েছে 142 জন ৷ এর মধ্যে 126 জনের লালারস পরীক্ষা হয়েছে মালদা মেডিকেলের RT PCR যন্ত্রে ৷ অ্যান্টিজেন টেস্টে বাকি 16 জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে ৷ সব মিলিয়ে এখনও পর্যন্ত জেলায় সংক্রমণের সংখ্যা 3985 ৷ বর্তমানে প্রায় দু’হাজার অ্যাকটিভ কেস রয়েছে জেলায় ৷ বেড়েছে মৃত্যুর সংখ্যাও ৷ গতকাল পর্যন্ত জেলায় মৃত্যু হয়েছে 26 জনের ৷ যদিও মৃত্যুর সংখ্যা নিয়ে প্রশ্নও রয়েছে অনেক ৷

জেলাবাসীর একাংশের অভিযোগ, এমন অনেক রোগীর মৃত্যু ঘটছে, যাদের মৃতদেহ সৎকারের পর পরিবারের লোকজনের শরীরে কোরোনা ধরা পড়ছে৷ যেমন, আজই হবিবপুরের ঋষিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এমন ঘটনা ঘটেছে ৷ তবে এনিয়ে স্বাস্থ্যদপ্তরের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ এদিকে জেলায় কোরোনা সংক্রমণ বেড়ে চললেও গ্রামেগঞ্জে মানুষের কোনও সচেতনতা লক্ষ্য করা যাচ্ছে না ৷ মালদা কিংবা পুরাতন মালদা শহর ছাড়া লোকজনের মুখে মাস্কও দেখা যাচ্ছে না ৷ এই পরিস্থিতিতে লকডাউন না থাকলেও এগিয়ে এসেছে পুলিশ ৷ আজও অনেক জায়গায় পুলিশকে মাস্ক বিলি করতে দেখা গিয়েছে ৷ কিন্তু প্রশ্ন উঠেছে, মানুষই যদি সতর্ক না হয়, তাহলে কি কোরোনা মোকাবিলা করা যাবে? বিষয়টি নিয়ে উদ্বিগ্নে জেলা স্বাস্থ্যদপ্তরের কর্তারাও ৷

মালদা, 22 অগাস্ট : তৃতীয় পর্বের আনলকেও মালদা জেলায় ক্রমবর্ধমান কোরোনা সংক্রমণ ৷ পরপর দু’দিন পূর্ণাঙ্গ লকডাউন শেষে এই জেলায় সংক্রমণের সংখ্যা চার হাজার ছুঁতে চলেছে ৷ সরকারি হিসাবে বেড়েছে মৃত্যুর সংখ্যাও৷ তবে এখনও গ্রামাঞ্চলে সাধারণ মানুষের মধ্যে কোরোনা নিয়ে কোনও সতর্কতা দেখা যাচ্ছে না৷ তাতেই উদ্বেগ বাড়ছে স্বাস্থ্য দপ্তরের ৷

স্বাস্থ্যদপ্তর জানিয়েছে, গত 24 ঘণ্টায় এই জেলায় কোরোনা সংক্রমিত হয়েছে 142 জন ৷ এর মধ্যে 126 জনের লালারস পরীক্ষা হয়েছে মালদা মেডিকেলের RT PCR যন্ত্রে ৷ অ্যান্টিজেন টেস্টে বাকি 16 জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে ৷ সব মিলিয়ে এখনও পর্যন্ত জেলায় সংক্রমণের সংখ্যা 3985 ৷ বর্তমানে প্রায় দু’হাজার অ্যাকটিভ কেস রয়েছে জেলায় ৷ বেড়েছে মৃত্যুর সংখ্যাও ৷ গতকাল পর্যন্ত জেলায় মৃত্যু হয়েছে 26 জনের ৷ যদিও মৃত্যুর সংখ্যা নিয়ে প্রশ্নও রয়েছে অনেক ৷

জেলাবাসীর একাংশের অভিযোগ, এমন অনেক রোগীর মৃত্যু ঘটছে, যাদের মৃতদেহ সৎকারের পর পরিবারের লোকজনের শরীরে কোরোনা ধরা পড়ছে৷ যেমন, আজই হবিবপুরের ঋষিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এমন ঘটনা ঘটেছে ৷ তবে এনিয়ে স্বাস্থ্যদপ্তরের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ এদিকে জেলায় কোরোনা সংক্রমণ বেড়ে চললেও গ্রামেগঞ্জে মানুষের কোনও সচেতনতা লক্ষ্য করা যাচ্ছে না ৷ মালদা কিংবা পুরাতন মালদা শহর ছাড়া লোকজনের মুখে মাস্কও দেখা যাচ্ছে না ৷ এই পরিস্থিতিতে লকডাউন না থাকলেও এগিয়ে এসেছে পুলিশ ৷ আজও অনেক জায়গায় পুলিশকে মাস্ক বিলি করতে দেখা গিয়েছে ৷ কিন্তু প্রশ্ন উঠেছে, মানুষই যদি সতর্ক না হয়, তাহলে কি কোরোনা মোকাবিলা করা যাবে? বিষয়টি নিয়ে উদ্বিগ্নে জেলা স্বাস্থ্যদপ্তরের কর্তারাও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.