মালদা, 17 মে : শৌচকর্ম করতে যাওয়ার সময় নবম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করে বিহারে পাচার করার অভিযোগ উঠেছে তারই এক প্রতিবেশীর বিরুদ্ধে । ঘটনার আটদিন পরেও মেয়ের কোনও সন্ধান না-পেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন নাবালিকার মা । ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের একটি গ্রামে (Neighbour Alleged to Kidnap a minor girl in Malda)।
নিখোঁজ নাবালিকার বাবা পরিযায়ী শ্রমিক । বর্তমানে ভিনরাজ্যে রয়েছেন । দুই মেয়ে আর এক ছেলে মায়ের কাছে থাকে । মায়ের অভিযোগ, তাঁর বড় মেয়ে স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণিতে পড়ে, হস্টেলেই থাকে । স্কুল ছুটি হয়ে যাওয়ায় মেয়ে বাড়িতে এসেছিল । আটদিন আগে সন্ধেবেলা মেয়ে শৌচকর্মের জন্য মাঠে যাচ্ছিল । সেই সময় প্রতিবেশী যশোদা ঋষি তাঁর মেয়েকে মাঠে নিয়ে যায় । তারপর থেকে মেয়ের আর কোনও খোঁজ পাচ্ছেন না তিনি । যশোদা ও তাঁর স্বামীকে জিজ্ঞাসাবাদ করলে তাঁরাও কোনও সদুত্তর দিতে পারছে না । তাঁর ধারণা, যশোদা আর স্বামী মথুর মিলে মেয়েকে অপহরণ করে বিহারে পাচার করে দিয়েছে । কারণ, তাঁদের গ্রাম থেকে বিহার মাত্র এক থেকে দেড় কিলোমিটার । এ নিয়ে তিনি হরিশ্চন্দ্রপুর থানায় ওই দু’জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন । সেকথা কানে যেতেই যশোদা আর মথুর বাড়ি ছেড়ে পালিয়েছে । পুলিশ গ্রামে এলেও তাদের সন্ধান পায়নি। যেভাবেই হোক, তিনি মেয়েকে ফিরে পেতে চান (Allegation of Kidnapping Against Neighbour)।
14 বছরের ওই নাবালিকাকে উদ্ধারের জন্য পুলিশের সঙ্গে কথা বলেছেন এলাকার পঞ্চায়েত সদস্যও । স্থানীয় পঞ্চায়েত সদস্য তথা তৃণমূল নেতা দ্রোণাচার্য বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গে বলেন, "গতকাল আমি ঘটনাটি শুনেছি । ওই মেয়েটির মা আমার কাছে এসেছিলেন । তিনি জানান, তাঁর 14-15 বছরের মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না । হয় মেয়েটিকে অপহরণ করা হয়েছে অথবা সে কোথাও পালিয়ে গিয়েছে । বিষয়টি নিয়ে হরিশ্চন্দ্রপুর থানার আইসির সঙ্গে আমার কথা হয়েছে । আমি তাঁকে জানিয়েছি, যত দ্রুত সম্ভব মেয়েটিকে উদ্ধার করে তাঁর মায়ের হাতে তুলে দেওয়া হোক । আসলে বিহার এই এলাকার খুব কাছে । তাই এসব ঘটনা ঘটছে ।"
আরও পড়ুন : Damage in Kalbaishakhi at Malda : মালদায় কালবৈশাখীর দাপটে ব্যাপক ক্ষতি, ভেঙে পড়ল বিদ্যুতের খুঁটি
হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয়কুমার দাস জানিয়েছেন, এই ঘটনায় একটি অভিযোগ দায়ের হয়েছে । সঙ্গে সঙ্গেই পুলিশি তদন্ত শুরু হয়েছে । নিখোঁজ কিশোরীর খোঁজে তল্লাশি চলছে । সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে ।