ETV Bharat / city

Malda Government Libraries : মালদার সরকারি লাইব্রেরিতে কর্মী নিয়োগের কথা ঘোষণা করলেন গ্রন্থাগার মন্ত্রী - Siddiqullah Chowdhury

খুব শীঘ্রই রাজ্যের গ্রন্থাগারগুলিতে 737 জন কর্মী নিয়োগ করবে সরকার ৷ সেই সঙ্গে মালদা জেলার 104টি গ্রন্থাগারে প্রয়োজন মত কর্মী নিয়োগ হবে ৷ মালদায় এক প্রশাসনিক বৈঠকে এমনটাই জানালেন জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী (Minister Siddiqullah Chowdhury Announced Recruitment of Staff for Malda Government Libraries) ৷

Malda News
মালদার সরকারি লাইব্রেরিতে কর্মী নিয়োগের কথা ঘোষণা করলেন গ্রন্থাগার মন্ত্রী
author img

By

Published : May 31, 2022, 11:04 AM IST

মালদা, 31 মে : মালদা জেলার গ্রন্থাগারগুলিতে দ্রুত কর্মী নিয়োগ হতে চলেছে ৷ পাশাপাশি জনশিক্ষা প্রসারে বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের জন্য অষ্টম শ্রেণির বদলে স্কুলগুলিতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পঠনপাঠনের ব্যবস্থা করা হবে ৷ মালদায় প্রশাসনিক বৈঠকে এসে এমনটাই জানালেন জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী (Minister Siddiqullah Chowdhury Announced Recruitment of Staff for Malda Government Libraries) ৷

সিদ্দিকুল্লা চৌধুরী ছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলাশাসক রাজর্ষি মিত্র, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) বৈভব চৌধুরী সহ মালদার সব লাইব্রেরিয়ানরা ৷ উপস্থিত ছিলেন জনশিক্ষা দফতরের প্রতিনিধিরাও ৷ এ দিনের বৈঠকে জেলার লাইব্রেরিগুলির পরিস্থিতি, পরিকাঠামোগত উন্নয়ন সহ জন শিক্ষা দফতরের স্কুল নিয়ে বিশদে আলোচনা হয় ৷

সিদ্দিকুল্লা চৌধুরী বলেন, “2021 সালের পর প্রথম এই বৈঠক করা হল ৷ গ্রন্থাগারের কী পরিস্থিতি ও জনশিক্ষা নিয়ে দুটো ভাগে বৈঠক করা হয়েছে ৷ জেলায় 104টি লাইব্রেরি আছে ৷ তবে লাইব্রেরিতে স্টাফ কম রয়েছে ৷ অতিসত্ত্বর পুরো রাজ্যে 737 জন স্টাফ নিয়োগ করা হবে ৷ জেলাশাসকের সাহায্যে মালদা জেলাতেও নিয়োগ করা হবে ৷ জেলার লাইব্রেরিগুলিতে মোট বই রয়েছে 5 লক্ষ 95 হাজার 833টি । পাঠকের সংখ্যা প্রায় 45 হাজার ৷ প্রতিটি লাইব্রেরিতে পানীয় জল, শৌচাগারের ব্যবস্থা রাখতে হবে ৷ করোনা আবহে লাইব্রেরি দীর্ঘদিন বন্ধ ছিল ৷ এই সময়ে সারা রাজ্যে প্রায় 10 লক্ষ বই নষ্ট হয়েছে ৷ তার মধ্যে অর্ধেক বই পুনরায় বাইন্ডিং করে ঠিক করানোর কথা আলোচনা হয়েছে ৷’’

মালদার 104টি সরকারি লাইব্রেরিতে কর্মী নিয়োগের কথা জানালেন মন্ত্রী

আরও পড়ুন : Research Scholars : করোনার জেরে বন্ধ ল্যাবরেটরি ও লাইব্রেরি, বিপাকে গবেষক-শিক্ষার্থীরা

তিনি আরও বলেন, “জন শিক্ষা প্রসারে আমরা রাজ্যের প্রায় 15 হাজার ছাত্রছাত্রী, যারা শারীরিকভাবে, মানসিকভাবে দুর্বল, দৃষ্টিশক্তি-শ্রবণশক্তিহীন তাদের দেখভাল করি ৷ আমরা এদের প্রতিমাসে 2 হাজার 200 টাকা করে দিই ৷ মালদা জেলাতে এই সমস্ত ছাত্রছাত্রীদের চতুর্থ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনার ব্যবস্থা রয়েছে ৷ মালদা জেলাতে সরকারি বেসরকারি মিলিয়ে এমন 5টি স্কুলে প্রায় 400 পড়ুয়া পড়াশোনা করে ৷ আমরা এই স্কুলের শিক্ষা ব্যবস্থাকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাব ৷’’

আরও পড়ুন : Malda Library : ডিজিটালের যুগে কমছে বই পড়ার অভ্যেস, ফাঁকা মালদা জেলার অধিকাংশ লাইব্রেরি

মালদা, 31 মে : মালদা জেলার গ্রন্থাগারগুলিতে দ্রুত কর্মী নিয়োগ হতে চলেছে ৷ পাশাপাশি জনশিক্ষা প্রসারে বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের জন্য অষ্টম শ্রেণির বদলে স্কুলগুলিতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পঠনপাঠনের ব্যবস্থা করা হবে ৷ মালদায় প্রশাসনিক বৈঠকে এসে এমনটাই জানালেন জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী (Minister Siddiqullah Chowdhury Announced Recruitment of Staff for Malda Government Libraries) ৷

সিদ্দিকুল্লা চৌধুরী ছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলাশাসক রাজর্ষি মিত্র, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) বৈভব চৌধুরী সহ মালদার সব লাইব্রেরিয়ানরা ৷ উপস্থিত ছিলেন জনশিক্ষা দফতরের প্রতিনিধিরাও ৷ এ দিনের বৈঠকে জেলার লাইব্রেরিগুলির পরিস্থিতি, পরিকাঠামোগত উন্নয়ন সহ জন শিক্ষা দফতরের স্কুল নিয়ে বিশদে আলোচনা হয় ৷

সিদ্দিকুল্লা চৌধুরী বলেন, “2021 সালের পর প্রথম এই বৈঠক করা হল ৷ গ্রন্থাগারের কী পরিস্থিতি ও জনশিক্ষা নিয়ে দুটো ভাগে বৈঠক করা হয়েছে ৷ জেলায় 104টি লাইব্রেরি আছে ৷ তবে লাইব্রেরিতে স্টাফ কম রয়েছে ৷ অতিসত্ত্বর পুরো রাজ্যে 737 জন স্টাফ নিয়োগ করা হবে ৷ জেলাশাসকের সাহায্যে মালদা জেলাতেও নিয়োগ করা হবে ৷ জেলার লাইব্রেরিগুলিতে মোট বই রয়েছে 5 লক্ষ 95 হাজার 833টি । পাঠকের সংখ্যা প্রায় 45 হাজার ৷ প্রতিটি লাইব্রেরিতে পানীয় জল, শৌচাগারের ব্যবস্থা রাখতে হবে ৷ করোনা আবহে লাইব্রেরি দীর্ঘদিন বন্ধ ছিল ৷ এই সময়ে সারা রাজ্যে প্রায় 10 লক্ষ বই নষ্ট হয়েছে ৷ তার মধ্যে অর্ধেক বই পুনরায় বাইন্ডিং করে ঠিক করানোর কথা আলোচনা হয়েছে ৷’’

মালদার 104টি সরকারি লাইব্রেরিতে কর্মী নিয়োগের কথা জানালেন মন্ত্রী

আরও পড়ুন : Research Scholars : করোনার জেরে বন্ধ ল্যাবরেটরি ও লাইব্রেরি, বিপাকে গবেষক-শিক্ষার্থীরা

তিনি আরও বলেন, “জন শিক্ষা প্রসারে আমরা রাজ্যের প্রায় 15 হাজার ছাত্রছাত্রী, যারা শারীরিকভাবে, মানসিকভাবে দুর্বল, দৃষ্টিশক্তি-শ্রবণশক্তিহীন তাদের দেখভাল করি ৷ আমরা এদের প্রতিমাসে 2 হাজার 200 টাকা করে দিই ৷ মালদা জেলাতে এই সমস্ত ছাত্রছাত্রীদের চতুর্থ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনার ব্যবস্থা রয়েছে ৷ মালদা জেলাতে সরকারি বেসরকারি মিলিয়ে এমন 5টি স্কুলে প্রায় 400 পড়ুয়া পড়াশোনা করে ৷ আমরা এই স্কুলের শিক্ষা ব্যবস্থাকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাব ৷’’

আরও পড়ুন : Malda Library : ডিজিটালের যুগে কমছে বই পড়ার অভ্যেস, ফাঁকা মালদা জেলার অধিকাংশ লাইব্রেরি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.