মালদা, ৮ মার্চ : তৃণমূলের সাংসদ হিসাবে রাজ্যসভায় যাওয়ার সুযোগ পেয়ে খুশি মৌসম নুর । লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি । কিন্তু উত্তর মালদা লোকসভা কেন্দ্রে BJP প্রার্থীর কাছে পরাজিত হন ৷ কিন্তু মৌসমের প্রতি আস্থা হারাননি তৃণমূলনেত্রী । জেলা তৃণমূলের দায়িত্ব দেওয়া হয় তাঁকে ৷ সেই দায়িত্ব পালনের মধ্যেই আজ নারী দিবসে তাঁকে সুখবর দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাজ্যসভার সাংসদ হিসাবে তৃণমূলনেত্রী যে চারজনকে দিল্লি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন, তার মধ্যে রয়েছেন মৌসম নুরও ৷ এই বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গেই খুশির রেশ জেলা তৃণমূলে ৷
দলের নেতা-কর্মীরা মৌসমকে ফুল দিয়ে সম্মান জানান ৷ চলে মিষ্টিমুখের পালা ৷ মৌসম জানিয়েছেন, রাজ্যসভার সাংসদ হিসাবে দিল্লিতে জেলার নানা সমস্যা তিনি তুলে ধরবেন । এই জেলার উন্নয়নের পাশাপাশি রাজ্যের যে কোনও সমস্যা সমাধানে তিনি রাজ্যসভায় সবরকম চেষ্টা করবেন ৷ বিশেষত গঙ্গা ভাঙন সমস্যা মোকাবিলার আবেদন তিনি রাজ্যসভায় তুলে ধরবেন বলে জানান । রাজ্যসভার প্রার্থী হিসাবে আজই দলীয় চারজনের নাম ঘোষণা করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ওই চারজন হলেন অর্পিতা ঘোষ, মৌসম নুর, দীনেশ ত্রিবেদী ও সুব্রত বক্সি ৷
মৌসম বলেন, “অনেকদিন ধরেই এনিয়ে আমার নাম শোনা যাচ্ছিল৷ নেত্রী নিজেও আমাকে সেকথা বলেছিলেন৷ রাজ্যসভায় মানুষের জন্য কাজ করার সুযোগ করে দিয়েছেন নেত্রী ৷ আগে লোকসভায় মালদার মানুষের জন্য লড়াই করেছি ৷ এবার রাজ্যসভায় সুযোগ পেতে চলেছি ৷ আন্তর্জাতিক নারী দিবসে এই ঘোষণা আমার কাছে গর্বের ৷ নেত্রী সবসময় মহিলাদের কথা চিন্তাভবনা করেন ৷ তিনি আমাকে আবার সুযোগ করে দিয়েছেন ৷ উনি আমাকে জেলার দায়িত্ব দিয়েছেন ৷ আজ এই ঘোষণার মাধ্যমে তিনি বাড়তি দায়িত্ব দিলেন ৷ সাধারণ মানুষের জন্য আরও কাজ করার সুযোগ করে দিয়েছেন ৷ এই বাড়তি দায়িত্ব আমাকে আরও মজবুত করবে ৷ "