ETV Bharat / city

বাপের বাড়ি যাওয়ার 'অপরাধে' মহিলা খুন ! - মালদার কোর্ট স্টেশন এলাকা

বাপের বাড়ি যাওয়ার 'অপরাধে' এক মহিলাকে খুন করার অভিযোগ ওঠে । মৃত মহিলার বাপের বাড়ির সদস্যদের দাবি, এই ঘটনায় মূল অভিযুক্ত মৃতার স্বামী । অবিলম্বে তাকে গ্রেপ্তার করুক পুলিশ । শ্বশুরবাড়ির লোকজনের কঠোর শাস্তির দাবিও জানিয়েছেন মৃত মহিলার দাদা ।

agitation at police station
মালদায় মহিলা খুনে থানায় বিক্ষোভ
author img

By

Published : Jun 10, 2020, 7:53 PM IST

মালদা, 10 জুন : শ্বশুরবাড়ির কাউকে না জানিয়ে বাপের বাড়ি যাওয়ার 'অপরাধে' এক মহিলাকে খুন করার অভিযোগ ওঠে । মঙ্গলবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় পুরাতন মালদা এলাকায় । সেই খুনের অভিযোগে আজ উত্তপ্ত হয়ে উঠল মালদা থানা চত্বর ৷ গতকাল পুরাতন মালদার কোর্ট স্টেশন এলাকায় নিজের বাড়ির শোওয়ার ঘর থেকে উদ্ধার হয়েছিল 22 বছরের মামণি মণ্ডলের ঝুলন্ত দেহ ৷ তড়িঘড়ি তাকে স্থানীয় মৌলপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে স্বামী সহ শ্বশুরবাড়ির পরিবারের লোকজন ৷ যদিও চিকিৎসকরা ওই মহিলাকে মৃত ঘোষণার পরেই সেখান থেকে গা ঢাকা দেয় স্বামী ৷ হাসপাতাল চত্বরে মৃত মহিলার দাদা পরিতোষ মণ্ডল দাবি করেছিলেন, তাঁর বোন আত্মহত্যা করেনি ৷ শ্বাসরোধ করে খুন করার পর দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে ৷ এই ঘটনায় গতকাল মালদা থানায় মামণির স্বামী নিতাই মণ্ডল সহ তার পরিবারের সব সদস্যের বিরুদ্ধে খুনের লিখিত অভিযোগ দায়ের করেন পরিতোষবাবু ৷ আজ মামণির পরিবার ও এলাকার লোকজন নিতাইদের পরিবারের সবার কঠোর শাস্তির দাবিতে মালদা থানার সামনে বিক্ষোভ দেখায় ৷ পরিস্থিতি দেখে থানার সামনে ব্যারিকেড লাগিয়ে দেয় পুলিশকর্মীরা ৷

উল্লেখ্য, স্বামী কিংবা শ্বশুরবাড়ির কাউকে কিছু না বলে গত শনিবার কোর্ট স্টেশন এলাকার শ্বশুরবাড়ি থেকে পুরাতন মালদা পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের নীচুপাড়ায় বাপের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন মামণি ৷ সেদিন বাচামারি এলাকায় তাঁর মেয়ের স্কুলে অভিভাবকদের একটি মিটিং ছিল ৷ লকডাউনে বাচ্চার পঠনপাঠন সংক্রান্ত আলোচনার জন্য স্কুল কর্তৃপক্ষ সেই মিটিং ডাকে ৷ স্কুল থেকে বাপের বাড়ি খুব কাছে ৷ তাই মিটিং শেষের পর মামণি মেয়েকে নিয়ে মায়ের সঙ্গে দেখা করতে বাপের বাড়ি যান ৷ সেদিন শ্বশুরবাড়ি ফিরতে তাঁর খানিকটা দেরি হয়ে যায় ৷ অভিযোগ, সেই কারণে সেদিন তাঁকে বেধড়ক মারধর করে পেশায় ট্যাঙ্কারচালক নিতাই ৷ আরও অভিযোগ, মামণির উপর অত্যাচারে সামিল ছিল নিতাইয়ের মা সহ বাড়ির অনেকে ৷ মামণির বড়জা রাধারানি মণ্ডলের দাবি, গতকাল সকালে নিজের শোওয়ার ঘরে মামণিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তাঁর 10 বছরের মেয়ে ৷ এরপরেই তড়িঘড়ি মামণিকে স্থানীয় মৌলপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু তাকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা ৷ এরপরেই হাসপাতাল চত্বর থেকে উধাও হয়ে যায় নিতাই ৷ আর তাকে এলাকায় দেখতে পাওয়া যায়নি ৷

মামণির মৃত্যুতে স্বামী নিতাই সহ শ্বশুরবাড়ির সদস্যদের দিকে অভিযোগ তুলেছে তার পরিবার সহ এলাকার মানুষও ৷ অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে আজ মালদা থানায় বিক্ষোভ দেখায় তারা ৷ সেখানে উপস্থিত মামণির মা আদরি মণ্ডল বলেন, “মেয়েকে খুন করবে বলে আগেই হুমকি দিয়েছিল জামাই ও তার বাড়ির লোকজন ৷ এর আগে অত্যাচার সহ্য করতে না পেরে একদিন মামণি রাত দুটোর সময় দৌড়োতে দৌড়োতে আমাদের বাড়িতে চলে আসে ৷ আমরাই অনেক বুঝিয়ে ফের তাকে স্বামীর ঘরে পাঠাই ৷ শেষ পর্যন্ত গতকাল নিতাই ও তার বাড়ির লোকজন আমার মেয়েকে শ্বাসরোধ করে খুন করে দেহ ঝুলিয়ে দেয় ৷ পরে সেই দেহ হাসপাতালে নিয়ে আসে ৷ আমার মেয়ে আত্মহত্যা করেনি ৷ তাকে খুন করা হয়েছে ৷ আমি নিতাই ও তার পরিবারের সবার কঠোর শাস্তি দাবি করছি ৷”মালদা থানার পুলিশ জানিয়েছে, গোটা ঘটনায় তদন্ত শুরু হয়েছে ৷ মূল অভিযুক্ত নিতাই মণ্ডলের খোঁজে বেশ কয়েকবার তার বাড়িতে হানা দেওয়া হয়েছে ৷ কিন্তু তাকে পাওয়া যায়নি ৷ তবে ওই মহিলার ময়নাতদন্তের রিপোর্ট এখনও পাওয়া যায়নি ৷ সেই রিপোর্ট পাওয়া গেলেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে ৷

মালদা, 10 জুন : শ্বশুরবাড়ির কাউকে না জানিয়ে বাপের বাড়ি যাওয়ার 'অপরাধে' এক মহিলাকে খুন করার অভিযোগ ওঠে । মঙ্গলবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় পুরাতন মালদা এলাকায় । সেই খুনের অভিযোগে আজ উত্তপ্ত হয়ে উঠল মালদা থানা চত্বর ৷ গতকাল পুরাতন মালদার কোর্ট স্টেশন এলাকায় নিজের বাড়ির শোওয়ার ঘর থেকে উদ্ধার হয়েছিল 22 বছরের মামণি মণ্ডলের ঝুলন্ত দেহ ৷ তড়িঘড়ি তাকে স্থানীয় মৌলপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে স্বামী সহ শ্বশুরবাড়ির পরিবারের লোকজন ৷ যদিও চিকিৎসকরা ওই মহিলাকে মৃত ঘোষণার পরেই সেখান থেকে গা ঢাকা দেয় স্বামী ৷ হাসপাতাল চত্বরে মৃত মহিলার দাদা পরিতোষ মণ্ডল দাবি করেছিলেন, তাঁর বোন আত্মহত্যা করেনি ৷ শ্বাসরোধ করে খুন করার পর দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে ৷ এই ঘটনায় গতকাল মালদা থানায় মামণির স্বামী নিতাই মণ্ডল সহ তার পরিবারের সব সদস্যের বিরুদ্ধে খুনের লিখিত অভিযোগ দায়ের করেন পরিতোষবাবু ৷ আজ মামণির পরিবার ও এলাকার লোকজন নিতাইদের পরিবারের সবার কঠোর শাস্তির দাবিতে মালদা থানার সামনে বিক্ষোভ দেখায় ৷ পরিস্থিতি দেখে থানার সামনে ব্যারিকেড লাগিয়ে দেয় পুলিশকর্মীরা ৷

উল্লেখ্য, স্বামী কিংবা শ্বশুরবাড়ির কাউকে কিছু না বলে গত শনিবার কোর্ট স্টেশন এলাকার শ্বশুরবাড়ি থেকে পুরাতন মালদা পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের নীচুপাড়ায় বাপের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন মামণি ৷ সেদিন বাচামারি এলাকায় তাঁর মেয়ের স্কুলে অভিভাবকদের একটি মিটিং ছিল ৷ লকডাউনে বাচ্চার পঠনপাঠন সংক্রান্ত আলোচনার জন্য স্কুল কর্তৃপক্ষ সেই মিটিং ডাকে ৷ স্কুল থেকে বাপের বাড়ি খুব কাছে ৷ তাই মিটিং শেষের পর মামণি মেয়েকে নিয়ে মায়ের সঙ্গে দেখা করতে বাপের বাড়ি যান ৷ সেদিন শ্বশুরবাড়ি ফিরতে তাঁর খানিকটা দেরি হয়ে যায় ৷ অভিযোগ, সেই কারণে সেদিন তাঁকে বেধড়ক মারধর করে পেশায় ট্যাঙ্কারচালক নিতাই ৷ আরও অভিযোগ, মামণির উপর অত্যাচারে সামিল ছিল নিতাইয়ের মা সহ বাড়ির অনেকে ৷ মামণির বড়জা রাধারানি মণ্ডলের দাবি, গতকাল সকালে নিজের শোওয়ার ঘরে মামণিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তাঁর 10 বছরের মেয়ে ৷ এরপরেই তড়িঘড়ি মামণিকে স্থানীয় মৌলপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু তাকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা ৷ এরপরেই হাসপাতাল চত্বর থেকে উধাও হয়ে যায় নিতাই ৷ আর তাকে এলাকায় দেখতে পাওয়া যায়নি ৷

মামণির মৃত্যুতে স্বামী নিতাই সহ শ্বশুরবাড়ির সদস্যদের দিকে অভিযোগ তুলেছে তার পরিবার সহ এলাকার মানুষও ৷ অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে আজ মালদা থানায় বিক্ষোভ দেখায় তারা ৷ সেখানে উপস্থিত মামণির মা আদরি মণ্ডল বলেন, “মেয়েকে খুন করবে বলে আগেই হুমকি দিয়েছিল জামাই ও তার বাড়ির লোকজন ৷ এর আগে অত্যাচার সহ্য করতে না পেরে একদিন মামণি রাত দুটোর সময় দৌড়োতে দৌড়োতে আমাদের বাড়িতে চলে আসে ৷ আমরাই অনেক বুঝিয়ে ফের তাকে স্বামীর ঘরে পাঠাই ৷ শেষ পর্যন্ত গতকাল নিতাই ও তার বাড়ির লোকজন আমার মেয়েকে শ্বাসরোধ করে খুন করে দেহ ঝুলিয়ে দেয় ৷ পরে সেই দেহ হাসপাতালে নিয়ে আসে ৷ আমার মেয়ে আত্মহত্যা করেনি ৷ তাকে খুন করা হয়েছে ৷ আমি নিতাই ও তার পরিবারের সবার কঠোর শাস্তি দাবি করছি ৷”মালদা থানার পুলিশ জানিয়েছে, গোটা ঘটনায় তদন্ত শুরু হয়েছে ৷ মূল অভিযুক্ত নিতাই মণ্ডলের খোঁজে বেশ কয়েকবার তার বাড়িতে হানা দেওয়া হয়েছে ৷ কিন্তু তাকে পাওয়া যায়নি ৷ তবে ওই মহিলার ময়নাতদন্তের রিপোর্ট এখনও পাওয়া যায়নি ৷ সেই রিপোর্ট পাওয়া গেলেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.