ETV Bharat / city

Malda EB-MB Match: ফুটবল বিশ্বকাপের রঙ মালদায়, প্রাক্তনীদের নিয়ে হচ্ছে ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বি - North Bengal Sports Development Council

ফুটবল বিশ্বকাপের আগে মালদায় আয়োজিত হতে চলেছে কলকাতা ডার্বি (Kolkata Derby With Former Footballers) ৷ তবে, তা হবে প্রাক্তনীদের নিয়ে ৷ উত্তরবঙ্গ ক্রীড়া উন্নয়ন পর্ষদের তরফে এই ম্যাচ আয়োজন করা হচ্ছে ৷

kolkata-derby-with-former-footballers-in-malda-on-15th-september
Kolkata Derby With Former Footballers in Malda on 15th September
author img

By

Published : Sep 3, 2022, 8:59 PM IST

মালদা, 3 সেপ্টেম্বর: আর 78 দিন পর শুরু হবে ফুটবলের বিশ্বযুদ্ধ ৷ যেখানে থাকবে বল আর স্কিলের লড়াই ৷ আর সেই ফুটবল বিশ্বকাপের উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে মালদা শহরে। জেলা ক্রীড়া সংস্থার গ্যালারি সেজে উঠেছে ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণকারী বিভিন্ন দেশগুলির রঙে ৷ রয়েছে ইস্টবেঙ্গল-মোহনবাগানের রঙ ৷ এরই মধ্যে ফুটবল বিশ্বকাপের উত্তেজনা আরও বাড়াতে মোহনবাগান-ইস্টবেঙ্গল ম্যাচের আয়োজন করা হয়েছে মালদায় (Malda EB MB Match) ৷ এই প্রথম মালদায় এমন কোনও ম্যাচ হচ্ছে ৷ তবে এই ম্যাচ হবে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের বিখ্যাত প্রাক্তনীদের নিয়ে (Kolkata Derby With Former Footballers) ৷

এ নিয়ে আজ দুপুরে মালদা প্রেস কর্নারে সাংবাদিক বৈঠক করেন উত্তরবঙ্গ ক্রীড়া উন্নয়ন পর্ষদের (North Bengal Sports Development Council) সদস্য প্রসেনজিৎ দাস ৷ তিনি বলেন, ‘‘আগামী 15 সেপ্টেম্বর মালদা ডিএসএ ময়দানে মোহনবাগান লেজেন্ডস বনাম ইস্টবেঙ্গল লেজেন্ডসের প্রীতি ডার্বি ম্যাচের আয়োজন করা হয়েছে ৷ মালদায় প্রথমবার এই ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে ৷ জেলায় ইস্টবেঙ্গল ও মোহনবাগানের প্রচুর সমর্থক রয়েছেন ৷ তাঁদের পাশাপাশি মালদার সমস্ত ক্রীড়াপ্রেমী ও ভবিষ্যৎ প্রজন্মের খেলোয়াড়রা এই ম্যাচ দেখতে যথেষ্ট উৎসাহী ৷ ওইদিন দুপুর 3টে থেকে এই ম্যাচ অনুষ্ঠিত হবে ৷’’

জাতীয় দলের হয়ে খেলা বহু ফুটবলার সেদিন মালদা ডিএসএ ময়দানে খেলতে নামবেন ৷ ইস্টবেঙ্গল ও মোহনবাগানের বহু খ্যাতনামা খেলোয়াড়দের আবার খেলতে দেখা যাবে ৷ তাঁদের মধ্যে অন্যতম অ্যালভিটো ডি কুনহা, রহিম নবি, মেহতাব হোসেন, দীপঙ্কর রায়, ষষ্ঠী দুলে, সূর্য বিকাশ, মাধব দাস সহ আরও অনেকে রয়েছেন ৷ মোহনবাগান ও ইস্টবেঙ্গলের জার্সি পড়েই ম্যাচ খেলবেন তাঁরা ৷ দর্শকদের জন্যও আলাদা গ্যালারি করা হচ্ছে ৷

প্রাক্তনীদের নিয়ে হচ্ছে ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বি

আরও পড়ুন:মুম্বইয়ের বিরুদ্ধে গুরুত্বহীন ম্যাচে পরীক্ষা চলবে স্টিফেনের

প্রসেনজিৎ দাস আরও বলেন, ‘‘এই ম্যাচ আমরা জেলাবাসীকে প্রাক শারদীয়া উপহার হিসাবে দিচ্ছি ৷ এই ম্যাচ দেখতে সাধারণ মানুষকে কোনও টিকিট কাটতে হবে না ৷ বিনামূল্যে মানুষ ম্যাচ উপভোগ করতে পারবেন ৷ তবে সীমিত আসন সংখ্যা থাকায় আমরা পাস ইস্যু করছি ৷ প্রায় 25 হাজার মানুষ ময়দানে উপস্থিত থেকে এই ম্যাচ উপভোগ করতে পারবেন ৷’’

সকলে যাতে এই ম্যাচ উপভোগ করতে পারেন সেই কারণে সোশ্যাল মিডিয়া ও স্থানীয় কিছু চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে ৷ এই ম্যাচ আয়োজনের জন্য জেলাশাসক এবং পুলিশ সুপারের সঙ্গেও আলোচনা করেছে উদ্যোক্তরা ৷ তাঁরাও এতে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানান প্রসেনজিৎ দাস ৷

মালদা, 3 সেপ্টেম্বর: আর 78 দিন পর শুরু হবে ফুটবলের বিশ্বযুদ্ধ ৷ যেখানে থাকবে বল আর স্কিলের লড়াই ৷ আর সেই ফুটবল বিশ্বকাপের উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে মালদা শহরে। জেলা ক্রীড়া সংস্থার গ্যালারি সেজে উঠেছে ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণকারী বিভিন্ন দেশগুলির রঙে ৷ রয়েছে ইস্টবেঙ্গল-মোহনবাগানের রঙ ৷ এরই মধ্যে ফুটবল বিশ্বকাপের উত্তেজনা আরও বাড়াতে মোহনবাগান-ইস্টবেঙ্গল ম্যাচের আয়োজন করা হয়েছে মালদায় (Malda EB MB Match) ৷ এই প্রথম মালদায় এমন কোনও ম্যাচ হচ্ছে ৷ তবে এই ম্যাচ হবে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের বিখ্যাত প্রাক্তনীদের নিয়ে (Kolkata Derby With Former Footballers) ৷

এ নিয়ে আজ দুপুরে মালদা প্রেস কর্নারে সাংবাদিক বৈঠক করেন উত্তরবঙ্গ ক্রীড়া উন্নয়ন পর্ষদের (North Bengal Sports Development Council) সদস্য প্রসেনজিৎ দাস ৷ তিনি বলেন, ‘‘আগামী 15 সেপ্টেম্বর মালদা ডিএসএ ময়দানে মোহনবাগান লেজেন্ডস বনাম ইস্টবেঙ্গল লেজেন্ডসের প্রীতি ডার্বি ম্যাচের আয়োজন করা হয়েছে ৷ মালদায় প্রথমবার এই ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে ৷ জেলায় ইস্টবেঙ্গল ও মোহনবাগানের প্রচুর সমর্থক রয়েছেন ৷ তাঁদের পাশাপাশি মালদার সমস্ত ক্রীড়াপ্রেমী ও ভবিষ্যৎ প্রজন্মের খেলোয়াড়রা এই ম্যাচ দেখতে যথেষ্ট উৎসাহী ৷ ওইদিন দুপুর 3টে থেকে এই ম্যাচ অনুষ্ঠিত হবে ৷’’

জাতীয় দলের হয়ে খেলা বহু ফুটবলার সেদিন মালদা ডিএসএ ময়দানে খেলতে নামবেন ৷ ইস্টবেঙ্গল ও মোহনবাগানের বহু খ্যাতনামা খেলোয়াড়দের আবার খেলতে দেখা যাবে ৷ তাঁদের মধ্যে অন্যতম অ্যালভিটো ডি কুনহা, রহিম নবি, মেহতাব হোসেন, দীপঙ্কর রায়, ষষ্ঠী দুলে, সূর্য বিকাশ, মাধব দাস সহ আরও অনেকে রয়েছেন ৷ মোহনবাগান ও ইস্টবেঙ্গলের জার্সি পড়েই ম্যাচ খেলবেন তাঁরা ৷ দর্শকদের জন্যও আলাদা গ্যালারি করা হচ্ছে ৷

প্রাক্তনীদের নিয়ে হচ্ছে ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বি

আরও পড়ুন:মুম্বইয়ের বিরুদ্ধে গুরুত্বহীন ম্যাচে পরীক্ষা চলবে স্টিফেনের

প্রসেনজিৎ দাস আরও বলেন, ‘‘এই ম্যাচ আমরা জেলাবাসীকে প্রাক শারদীয়া উপহার হিসাবে দিচ্ছি ৷ এই ম্যাচ দেখতে সাধারণ মানুষকে কোনও টিকিট কাটতে হবে না ৷ বিনামূল্যে মানুষ ম্যাচ উপভোগ করতে পারবেন ৷ তবে সীমিত আসন সংখ্যা থাকায় আমরা পাস ইস্যু করছি ৷ প্রায় 25 হাজার মানুষ ময়দানে উপস্থিত থেকে এই ম্যাচ উপভোগ করতে পারবেন ৷’’

সকলে যাতে এই ম্যাচ উপভোগ করতে পারেন সেই কারণে সোশ্যাল মিডিয়া ও স্থানীয় কিছু চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে ৷ এই ম্যাচ আয়োজনের জন্য জেলাশাসক এবং পুলিশ সুপারের সঙ্গেও আলোচনা করেছে উদ্যোক্তরা ৷ তাঁরাও এতে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানান প্রসেনজিৎ দাস ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.