ETV Bharat / city

Malda Accident: পিকআপ ভ্যান ও বাইকের সংঘর্ষে মৃত বাবা ও ছেলে

চিকিৎসকের কাছে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোলেও শেষ পর্যন্ত আর বাড়ি ফেরা হল না বাবা ও ছেলের (Road Accident in Malda)৷ পথ দুর্ঘটনায় মৃত্যু হয় দু'জনেরই ৷

Malda Accident
আইসক্রিম বোঝাই পিকআপ ভ্যান ও বাইকের সংঘর্ষ, মৃত বাবা-ছেলে
author img

By

Published : Aug 10, 2022, 10:15 PM IST

মালদা, 10 অগস্ট: পথ দুর্ঘটনার বলি বাবা ও ছেলে (Father and Son Died in a Road Accident)। মালদার রতুয়া 1 নম্বর ব্লকের বাহারাল এলাকার ঘটনা ৷ মৃতদের নাম তাহির শেখ (64) ও বরকত শেখ(40) ৷ বাড়ি বিহারের আমদাবাদ থানার গোবিন্দপুর গ্রামে ।

জানা গিয়েছে, কয়েকদিন আগেই ছেলে বরকতকে সঙ্গে নিয়ে শ্যামলালপাড়া গ্রামে মেয়েরবাড়ি আসেন তাহির শেখ ৷ এদিন বাবাকে মোটরবাইকে চাপিয়ে মানিকচকের নূরপুর গ্রামে এক চিকিৎসকের কাছে যাচ্ছিলেন বরকত । কিন্তু বাহারাল থেকে রতুয়া যাওয়ার পথে রতুয়াগামী একটি পিকআপ ভ্যান তাঁদের বাইকে ধাক্কা মারে । দু’জনেই বাইক থেকে ছিটকে পড়েন ৷ স্থানীয়রা দু'জনকে রতুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন । ঘাতক পিকআপ ভ্যানটি পুলিশ আটক করলেও চালক ও খালাসি পলাতক ৷ মৃতদেহ দু'টি ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজে পাঠানো হয় ৷

আরও পড়ন: পথ দুর্ঘটনার নেপথ্যে রয়েছে ব্যাঙের ছাতার মতো গজানো মোটর ট্রেনিং স্কুল, মত প্রাক্তন পুলিশ কর্তার

মৃতদের এক আত্মীয় শেখ আনসার হোসেন বলেন, "ঘুম থেকে উঠেই দুর্ঘটনার খবর পেয়েছিলাম । পরে জানতে পারি আমার কাকা ও তাঁর ছেলে ওই দুর্ঘটনায় মারা গিয়েছেন । কাকা দীর্ঘদিন ধরেই নূরপুর এলাকায় চিকিৎসার জন্য যান ৷ খুড়তুতো বোনের বিয়ে হয়েছে ওই এলাকাতেই । আজ বাইকে ওঁরা চিকিৎসকের কাছে যাচ্ছিল। কিন্তু বাহারাল স্ট্যান্ডের কাছে দুর্ঘটনায় দু’জনেই চলে গেল ।"

মালদা, 10 অগস্ট: পথ দুর্ঘটনার বলি বাবা ও ছেলে (Father and Son Died in a Road Accident)। মালদার রতুয়া 1 নম্বর ব্লকের বাহারাল এলাকার ঘটনা ৷ মৃতদের নাম তাহির শেখ (64) ও বরকত শেখ(40) ৷ বাড়ি বিহারের আমদাবাদ থানার গোবিন্দপুর গ্রামে ।

জানা গিয়েছে, কয়েকদিন আগেই ছেলে বরকতকে সঙ্গে নিয়ে শ্যামলালপাড়া গ্রামে মেয়েরবাড়ি আসেন তাহির শেখ ৷ এদিন বাবাকে মোটরবাইকে চাপিয়ে মানিকচকের নূরপুর গ্রামে এক চিকিৎসকের কাছে যাচ্ছিলেন বরকত । কিন্তু বাহারাল থেকে রতুয়া যাওয়ার পথে রতুয়াগামী একটি পিকআপ ভ্যান তাঁদের বাইকে ধাক্কা মারে । দু’জনেই বাইক থেকে ছিটকে পড়েন ৷ স্থানীয়রা দু'জনকে রতুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন । ঘাতক পিকআপ ভ্যানটি পুলিশ আটক করলেও চালক ও খালাসি পলাতক ৷ মৃতদেহ দু'টি ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজে পাঠানো হয় ৷

আরও পড়ন: পথ দুর্ঘটনার নেপথ্যে রয়েছে ব্যাঙের ছাতার মতো গজানো মোটর ট্রেনিং স্কুল, মত প্রাক্তন পুলিশ কর্তার

মৃতদের এক আত্মীয় শেখ আনসার হোসেন বলেন, "ঘুম থেকে উঠেই দুর্ঘটনার খবর পেয়েছিলাম । পরে জানতে পারি আমার কাকা ও তাঁর ছেলে ওই দুর্ঘটনায় মারা গিয়েছেন । কাকা দীর্ঘদিন ধরেই নূরপুর এলাকায় চিকিৎসার জন্য যান ৷ খুড়তুতো বোনের বিয়ে হয়েছে ওই এলাকাতেই । আজ বাইকে ওঁরা চিকিৎসকের কাছে যাচ্ছিল। কিন্তু বাহারাল স্ট্যান্ডের কাছে দুর্ঘটনায় দু’জনেই চলে গেল ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.