মালদা, 24 জুন : ভুট্টার খেত থেকে হাত-পা-গলা কাটা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল কালিয়াচকে। মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠিয়েছে কালিয়াচক থানার পুলিশ। এই ঘটনায় দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ । মৃত ব্যক্তির নাম সাজ্জাদ শেখ। বয়স 52। বাড়ি কালিয়াচক 2 ব্লকের চামাটোলা গ্রাম পঞ্চায়েতের আলিপুর গ্রামে।
সাদ্দাদ সাহেবের বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে রাজনগর নয়াগ্রাম এলাকায় 3 বিঘা ভুট্টার খেত রয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, ভুট্টার খেতে ভালোই ফলন হয়েছে। গত কয়েকদিন ধরে সেই ভুট্টার খেত থেকে কেউ বা কারা প্রতিদিন ভুট্টা কেটে নিয়ে যাচ্ছিল । আজ সকালের নমাজ সেরে নিজের ভুট্টার খেতে নজরদারি চালাতে যান সাজ্জাদ সাহেব । সকাল 10 টা পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাঁকে খুঁজতে বেরোন। পরে ভুট্টার খেতে সাজ্জাদ সাহেবের রক্তাক্ত দেহ উদ্ধার হয় । সাদ্দাজ সাহেবের গলার নলি, হাতের কব্জি ও পা কাটা ছিল । খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থানে পুলিশ এসে মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠায়।
পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান, এই ঘটনায় মৃত সাজ্জাদ শেখের জামাই মতিউর রহমান ও গোলাম মোস্তাফা নামে দুই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মতিউর ও গোলাম দুজনেই রাজনগর নয়াগ্রাম এলাকার বাসিন্দা।