ETV Bharat / city

Allegation of Human Rights Violation: মালদার সংশোধনাগারে বন্দিদের শৌচালয়ের জল পান করানোর অভিযোগ

author img

By

Published : Apr 28, 2022, 2:17 PM IST

বন্দিদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে মালদা জেলা সংশোধনাগারে । এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন বিচারাধীন এক বন্দির মা (Allegation of Human Rights Violation)।

Allegation of human rights violation in correctional home of Malda
মালদায় বন্দিদের বাথরুমের জল পান করানোর অভিযোগ সংশোধনাগারের বিরুদ্ধে

মালদা, 28 এপ্রিল : বন্দিদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে মালদা জেলা সংশোধনাগার কর্তৃপক্ষের বিরুদ্ধে (Allegation of human rights violation in correctional home of Malda) । এ নিয়ে জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন এক বিচারাধীন বন্দির মা । তাঁর অভিযোগ, সংশোধনাগারে তাঁর ছেলেকে শৌচালয়ের জল পান করতে হচ্ছে । এ নিয়ে প্রশাসনের কোনও প্রতিক্রিয়া না পাওয়া গেলেও এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন মানবাধিকার কর্মীরা ।

অভিযোগকারীর নাম সোমা মজুমদার । মালদা শহরের গয়েশপুর কালীবাড়ি কলোনির বাসিন্দা তিনি (Allegation of Human Rights Violation)। তিনি বলেন, "পারিবারিক কারণে আমার ছেলের বিরুদ্ধে তাঁর শ্যালকের স্ত্রী একটি মিথ্যে মামলা রুজু করে । শুধু ছেলেই নয়, পুত্রবধূ এমনকি বউমার দিদি আর জামাইবাবুর বিরুদ্ধেও একই মামলা রুজু হয় । তার ভিত্তিতে পুলিশ আমার ছেলেকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় । তাঁকে আদালতে তোলা হলে তাঁর জেল হেফাজতের নির্দেশ হয়েছে । গত 23 এপ্রিল থেকে ছেলে জেলা সংশোধনাগারেই রয়েছে । সোমবার আমরা ছেলের সঙ্গে দেখা করতে যাই । সে আমাকে জানায়, তাঁকে শৌচালয়ের জল খেতে হচ্ছে । খাবারের মান খুব খারাপ । পিঁপড়ের মধ্যে সংশোধনাগারের মেঝেতে তাঁকে ঘুমোতে হচ্ছে । আমার প্রশ্ন, আমার ছেলে বলে নয়, সংশোধনাগারে বন্দিদের শৌচালয়ের জল কেন খেতে হবে ? জেলে বন্দিদের মানবাধিকার কেন লঙ্ঘিত হবে ? বন্দিরাও তো মানুষ ! আমি এ নিয়ে জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছি ।"

Allegation of human rights violation in correctional home of Malda
মালদায় বন্দিদের বাথরুমের জল পান করানোর অভিযোগ সংশোধনাগারের বিরুদ্ধে

এ নিয়ে মানবাধিকার সংগঠন, মৌলিক অধিকার প্রতিষ্ঠা মঞ্চের তরফে জিষ্ণু রায়চোধুরী বলেন, "দীর্ঘদিন ধরেই সংশোধনাগার নিয়ে নানা অভিযোগ রয়েছে । ফের অভিযোগ উঠেছে, বন্দিদের নিম্ন মানের খাবার দেওয়া হচ্ছে । শৌচালয়ের জল পান করতে হচ্ছে । সেলে বন্দিদের জন্য পানীয় জলের কোনও পাত্র রাখা হয়নি । অথচ সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, প্রতিটি জেলের সেলে পানীয় জলের পাত্র রাখতেই হবে । সেলগুলিতে অস্বাস্থ্যকর পরিবেশে বন্দিদের রাখা হয় । আর জেলকর্মীদের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তো রয়েছেই । আমার দাবি, প্রতিটি সংশোধনাগারের সীমানা এবং ঘরের সংখ্যা বাড়ানো হোক । প্রতিটি বন্দির সঙ্গে মানবিক আচরণ করা হোক ।"

Allegation of human rights violation in correctional home of Malda
মালদায় বন্দিদের বাথরুমের জল পান করানোর অভিযোগ সংশোধনাগারের বিরুদ্ধে

মালদা জেলা আদালতের আইনজীবী তথা মানবাধিকার সংগঠন গৌড়বঙ্গ হিউম্যান রাইটস অ্যাওয়ারনেস সেন্টারের সম্পাদক মৃত্যুঞ্জয় দাসও এমন অভিযোগ শুনে বিস্মিত । তিনি বলেন, "শুধু মালদা নয়, গোটা রাজ্যের সংশোধনাগারগুলিতে ত্রুটির কারণে মাঝে মধ্যে মৃত্যুর ঘটনা ঘটে । সংশোধনাগারগুলিতে খাবার, পানীয় জল, ওষুধপত্র-সহ বিভিন্ন ক্ষেত্রে অভাবের কথা শোনা যায় । এসব সমস্যা সমাধানে প্রশাসন, সরকার, এমনকি বিচার বিভাগেরও দায়িত্ব রয়েছে । আশা করি, মালদা জেলা সংশোধনাগারের বিরুদ্ধে যে অভিযোগ, তদন্তসাপেক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা নিয়ে দ্রুত ব্যবস্থা নেবে ।"

মালদায় বন্দিদের বাথরুমের জল পান করানোর অভিযোগ সংশোধনাগারের বিরুদ্ধে

আরও পড়ুন : Heat Wave in Malda : মালদায় তাপমাত্রার পারদ ছুঁল 43 ডিগ্রি, বৃষ্টির সম্ভাবনা নেই

মালদা, 28 এপ্রিল : বন্দিদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে মালদা জেলা সংশোধনাগার কর্তৃপক্ষের বিরুদ্ধে (Allegation of human rights violation in correctional home of Malda) । এ নিয়ে জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন এক বিচারাধীন বন্দির মা । তাঁর অভিযোগ, সংশোধনাগারে তাঁর ছেলেকে শৌচালয়ের জল পান করতে হচ্ছে । এ নিয়ে প্রশাসনের কোনও প্রতিক্রিয়া না পাওয়া গেলেও এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন মানবাধিকার কর্মীরা ।

অভিযোগকারীর নাম সোমা মজুমদার । মালদা শহরের গয়েশপুর কালীবাড়ি কলোনির বাসিন্দা তিনি (Allegation of Human Rights Violation)। তিনি বলেন, "পারিবারিক কারণে আমার ছেলের বিরুদ্ধে তাঁর শ্যালকের স্ত্রী একটি মিথ্যে মামলা রুজু করে । শুধু ছেলেই নয়, পুত্রবধূ এমনকি বউমার দিদি আর জামাইবাবুর বিরুদ্ধেও একই মামলা রুজু হয় । তার ভিত্তিতে পুলিশ আমার ছেলেকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় । তাঁকে আদালতে তোলা হলে তাঁর জেল হেফাজতের নির্দেশ হয়েছে । গত 23 এপ্রিল থেকে ছেলে জেলা সংশোধনাগারেই রয়েছে । সোমবার আমরা ছেলের সঙ্গে দেখা করতে যাই । সে আমাকে জানায়, তাঁকে শৌচালয়ের জল খেতে হচ্ছে । খাবারের মান খুব খারাপ । পিঁপড়ের মধ্যে সংশোধনাগারের মেঝেতে তাঁকে ঘুমোতে হচ্ছে । আমার প্রশ্ন, আমার ছেলে বলে নয়, সংশোধনাগারে বন্দিদের শৌচালয়ের জল কেন খেতে হবে ? জেলে বন্দিদের মানবাধিকার কেন লঙ্ঘিত হবে ? বন্দিরাও তো মানুষ ! আমি এ নিয়ে জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছি ।"

Allegation of human rights violation in correctional home of Malda
মালদায় বন্দিদের বাথরুমের জল পান করানোর অভিযোগ সংশোধনাগারের বিরুদ্ধে

এ নিয়ে মানবাধিকার সংগঠন, মৌলিক অধিকার প্রতিষ্ঠা মঞ্চের তরফে জিষ্ণু রায়চোধুরী বলেন, "দীর্ঘদিন ধরেই সংশোধনাগার নিয়ে নানা অভিযোগ রয়েছে । ফের অভিযোগ উঠেছে, বন্দিদের নিম্ন মানের খাবার দেওয়া হচ্ছে । শৌচালয়ের জল পান করতে হচ্ছে । সেলে বন্দিদের জন্য পানীয় জলের কোনও পাত্র রাখা হয়নি । অথচ সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, প্রতিটি জেলের সেলে পানীয় জলের পাত্র রাখতেই হবে । সেলগুলিতে অস্বাস্থ্যকর পরিবেশে বন্দিদের রাখা হয় । আর জেলকর্মীদের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তো রয়েছেই । আমার দাবি, প্রতিটি সংশোধনাগারের সীমানা এবং ঘরের সংখ্যা বাড়ানো হোক । প্রতিটি বন্দির সঙ্গে মানবিক আচরণ করা হোক ।"

Allegation of human rights violation in correctional home of Malda
মালদায় বন্দিদের বাথরুমের জল পান করানোর অভিযোগ সংশোধনাগারের বিরুদ্ধে

মালদা জেলা আদালতের আইনজীবী তথা মানবাধিকার সংগঠন গৌড়বঙ্গ হিউম্যান রাইটস অ্যাওয়ারনেস সেন্টারের সম্পাদক মৃত্যুঞ্জয় দাসও এমন অভিযোগ শুনে বিস্মিত । তিনি বলেন, "শুধু মালদা নয়, গোটা রাজ্যের সংশোধনাগারগুলিতে ত্রুটির কারণে মাঝে মধ্যে মৃত্যুর ঘটনা ঘটে । সংশোধনাগারগুলিতে খাবার, পানীয় জল, ওষুধপত্র-সহ বিভিন্ন ক্ষেত্রে অভাবের কথা শোনা যায় । এসব সমস্যা সমাধানে প্রশাসন, সরকার, এমনকি বিচার বিভাগেরও দায়িত্ব রয়েছে । আশা করি, মালদা জেলা সংশোধনাগারের বিরুদ্ধে যে অভিযোগ, তদন্তসাপেক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা নিয়ে দ্রুত ব্যবস্থা নেবে ।"

মালদায় বন্দিদের বাথরুমের জল পান করানোর অভিযোগ সংশোধনাগারের বিরুদ্ধে

আরও পড়ুন : Heat Wave in Malda : মালদায় তাপমাত্রার পারদ ছুঁল 43 ডিগ্রি, বৃষ্টির সম্ভাবনা নেই

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.