ETV Bharat / city

শুধু মহিলারা চালাবেন মালদার এই পোস্ট অফিস - মালদায় মহিলা পরিচালিত পোস্ট অফিস

মহিলা পরিচালিত থানার পর এবার মালদায় হতে চলেছে মহিলা পরিচালিত পোস্ট অফিস । চলতি মাসের শেষেই সেই পোস্ট অফিসের উদ্বোধন হতে চলেছে ।

ফাইল ফোটো
author img

By

Published : Sep 20, 2019, 6:06 AM IST

Updated : Sep 20, 2019, 8:02 AM IST

মালদা, 20 সেপ্টেম্বর : জেলায় মহিলা পরিচালিত পুলিশ থানা রয়েছে । এবার মহিলা পরিচালিত পোস্ট অফিস তৈরি হতে চলেছে মালদা জেলায় । চলতি মাসেই সেই পোস্ট অফিস কাজ শুরু করবে মালদা শহরে । একথা জানালেন মালদা পোস্টাল ডিভিশনের সুপারিনটেনডেন্ট অমলকৃষ্ণ ঘোষ । তিনি জানিয়েছেন, সব কিছু ঠিক থাকলে আগামী 23 থেকে 26 সেপ্টেম্বরের মধ্যে কোনও একদিন মহিলা পরিচালিত পোস্ট অফিসের উদ্বোধন করা হবে ।

মালদা জেলার ইংরেজবাজারে রয়েছে মহিলা পুলিশ পরিচালিত থানা । এবার মহিলা পরিচালিত পোস্ট অফিস গঠনের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ডাক বিভাগ । মালদা শহরের রথবাড়ি পোস্ট অফিসটিকে মহিলা পরিচালিত হিসেবে গড়ে তোলা হচ্ছে । তবে শুধু মালদা নয়, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটেও এমন একটি মহিলা পরিচালিত পোস্ট অফিস করা হচ্ছে বলে ডাক বিভাগ সূত্রে জানা গেছে ।

post office
এই পোস্ট অফিসটি মহিলা পরিচালিত হতে চলেছে

এনিয়ে জানতে চাওয়া হলে মালদা পোস্টাল ডিভিশনের সুপারিনটেনডেন্ট অমলকৃষ্ণ ঘোষ ETV ভারতকে বলেন, "এব্যাপারে আমরা উত্তরবঙ্গ জ়োনের পোস্টমাস্টার জেনেরালের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছিলাম । তিনি এর জন্য আমাদের একটি পোস্ট অফিস চিহ্নিত করতে বলেন । যে পোস্ট অফিসটিকে মহিলা পরিচালিত হিসাবে গড়ে তোলা যায় । আমি রথবাড়ি পোস্ট অফিসটিকে মহিলা পরিচালিত করার জন্য ঠিক করেছি । ওই পোস্ট অফিসটি একটি ভাড়া বাড়িতে রয়েছে । সেই পোস্ট অফিসকে চিহ্নিত করে আমি পোস্টমাস্টার জেনেরালের কাছে প্রস্তাব পাঠাই । তিনি সেই প্রস্তাব অনুমোদন করেছেন । আপাতত সেখানে কর্মী নিয়োগ প্রক্রিয়া চলছে । সেখানে দু'জন মহিলা কর্মী ইতিমধ্যেই রয়েছেন । দু'একদিনের মধ্যে আরও একজন মহিলা কর্মীকে সেখানে নিয়োগ করা হবে । চলতি মাসের 23 থেকে 26 তারিখের মধ্যে পোস্টমাস্টার জেনেরাল মালদায় আসছেন । সেই সময় তিনি এই পোস্ট অফিসের উদ্বোধন করবেন বলে সম্মতি দিয়েছেন । এই পোস্ট অফিসটি নন ডেলিভারি পোস্ট অফিস । শুধুমাত্র চিঠিপত্র বিলি ছাড়া আর সব কাজই সেখানে করা হবে ।"

দেখুন ভিডিয়ো

মালদা, 20 সেপ্টেম্বর : জেলায় মহিলা পরিচালিত পুলিশ থানা রয়েছে । এবার মহিলা পরিচালিত পোস্ট অফিস তৈরি হতে চলেছে মালদা জেলায় । চলতি মাসেই সেই পোস্ট অফিস কাজ শুরু করবে মালদা শহরে । একথা জানালেন মালদা পোস্টাল ডিভিশনের সুপারিনটেনডেন্ট অমলকৃষ্ণ ঘোষ । তিনি জানিয়েছেন, সব কিছু ঠিক থাকলে আগামী 23 থেকে 26 সেপ্টেম্বরের মধ্যে কোনও একদিন মহিলা পরিচালিত পোস্ট অফিসের উদ্বোধন করা হবে ।

মালদা জেলার ইংরেজবাজারে রয়েছে মহিলা পুলিশ পরিচালিত থানা । এবার মহিলা পরিচালিত পোস্ট অফিস গঠনের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ডাক বিভাগ । মালদা শহরের রথবাড়ি পোস্ট অফিসটিকে মহিলা পরিচালিত হিসেবে গড়ে তোলা হচ্ছে । তবে শুধু মালদা নয়, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটেও এমন একটি মহিলা পরিচালিত পোস্ট অফিস করা হচ্ছে বলে ডাক বিভাগ সূত্রে জানা গেছে ।

post office
এই পোস্ট অফিসটি মহিলা পরিচালিত হতে চলেছে

এনিয়ে জানতে চাওয়া হলে মালদা পোস্টাল ডিভিশনের সুপারিনটেনডেন্ট অমলকৃষ্ণ ঘোষ ETV ভারতকে বলেন, "এব্যাপারে আমরা উত্তরবঙ্গ জ়োনের পোস্টমাস্টার জেনেরালের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছিলাম । তিনি এর জন্য আমাদের একটি পোস্ট অফিস চিহ্নিত করতে বলেন । যে পোস্ট অফিসটিকে মহিলা পরিচালিত হিসাবে গড়ে তোলা যায় । আমি রথবাড়ি পোস্ট অফিসটিকে মহিলা পরিচালিত করার জন্য ঠিক করেছি । ওই পোস্ট অফিসটি একটি ভাড়া বাড়িতে রয়েছে । সেই পোস্ট অফিসকে চিহ্নিত করে আমি পোস্টমাস্টার জেনেরালের কাছে প্রস্তাব পাঠাই । তিনি সেই প্রস্তাব অনুমোদন করেছেন । আপাতত সেখানে কর্মী নিয়োগ প্রক্রিয়া চলছে । সেখানে দু'জন মহিলা কর্মী ইতিমধ্যেই রয়েছেন । দু'একদিনের মধ্যে আরও একজন মহিলা কর্মীকে সেখানে নিয়োগ করা হবে । চলতি মাসের 23 থেকে 26 তারিখের মধ্যে পোস্টমাস্টার জেনেরাল মালদায় আসছেন । সেই সময় তিনি এই পোস্ট অফিসের উদ্বোধন করবেন বলে সম্মতি দিয়েছেন । এই পোস্ট অফিসটি নন ডেলিভারি পোস্ট অফিস । শুধুমাত্র চিঠিপত্র বিলি ছাড়া আর সব কাজই সেখানে করা হবে ।"

দেখুন ভিডিয়ো
Intro:মালদা, 19 সেপ্টেম্বর : জেলায় মহিলা পরিচালিত পুলিশ থানা রয়েছে। এবার মহিলা পরিচালিত পোস্ট অফিস তৈরি হতে চলেছে মালদা জেলায়। চলতি মাসেই সেই পোস্ট অফিস কাজ শুরু করবে মালদা শহরে। আজ সেকথা স্বীকার করে নিয়েছেন মালদা পোস্টাল ডিভিশনের সুপারিনটেনডেন্ট। তিনি জানিয়েছেন, সব কিছু ঠিক থাকলে আগামী 23 থেকে 26 সেপ্টেম্বরের মধ্যে কোনও একদিন মহিলা পরিচালিত পোস্ট অফিসের উদ্বোধন করা হবে।


Body:বর্তমানে মহিলাদের দিকে বিশেষ নজর দিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার। কেন্দ্রের বেটি পড়াও, বেটি বাঁচাও কিংবা রাজ্যের কন্যাশ্রী প্রকল্প তার বড়ো উদাহরণ। বিভিন্ন সরকারি দপ্তরে মহিলাদের সম্মান ও দায়িত্ব বৃদ্ধি করা হয়েছে। ইতিমধ্যে ইংরেজবাজারে গড়ে উঠেছে মহিলা পুলিশ পরিচালিত থানা। এবার মহিলা পরিচালিত পোস্ট অফিস গঠনের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ডাক বিভাগ। মালদা শহরের রথবাড়ি পোস্ট অফিসটিকেই মহিলা পরিচালিত হিসেবে গড়ে তোলা হচ্ছে। তবে শুধু মালদা নয়, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটেও এমন একটি মহিলা পরিচালিত পোস্ট অফিস বলা হচ্ছে বলে ডাক বিভাগ সূত্রে জানা গেছে।


Conclusion:এনিয়ে জানতে চাওয়া হলে মালদা পোস্টাল ডিভিশনের সুপারিনটেনডেন্ট অমলকৃষ্ণ ঘোষ ইটিভি ভারতকে বলেন, "এব্যাপারে আমরা উত্তরবঙ্গ জোনের পোস্টমাস্টার জেনারেলের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছিলাম। তিনি এর জন্য আমাদের একটি পোস্ট অফিস চিহ্নিত করতে বলেন। যে পোস্ট অফিসটিকে মহিলা পরিচালিত হিসাবে গড়ে তোলা যায়। আমি রথবাড়ি পোস্ট অফিসটিকে মহিলা পরিচালিত করার জন্য ঠিক করেছি। ওই পোস্ট অফিসটি একটি ভাড়া বাড়িতে রয়েছে। সেই পোস্ট অফিসকে চিহ্নিত করে আমি পোস্টমাস্টার জেনারেলের কাছে প্রস্তাব পাঠাই। তিনি সেই প্রস্তাব অনুমোদন করেছেন। আপাতত সেখানে কর্মী নিয়োগ প্রক্রিয়া চলছে। সেখানে দু'জন মহিলা কর্মী ইতিমধ্যেই রয়েছেন। দু'একদিনের মধ্যে আরও একজনকে মহিলাকে সেখানে নিয়োগ করা হবে। চলতি মাসের 23 থেকে 26 তারিখের মধ্যে পোস্টমাস্টার জেনারেল মালদায় আসছেন। সেই সময় তিনি এই পোস্ট অফিসের উদ্বোধন করবেন বলে সম্মতি দিয়েছেন। এই পোস্ট অফিসটি নন ডেলিভারি পোস্ট অফিস। শুধুমাত্র চিঠিপত্র বিলি ছাড়া আর সব কাজই সেখানে করা হবে।"
Last Updated : Sep 20, 2019, 8:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.