ETV Bharat / city

Durga Puja-Crime : তারস্বরে বাজছিল গান, ঘুমের অসুবিধে হওয়ায় মণ্ডপে ভাঙচুরের অভিযোগ পুলিশে বিরুদ্ধে - মালদা

বাড়ির পাশের পুজো মণ্ডপে মাঝরাতে গান বাজানোয় তাণ্ডব চালালেন এক পুলিশ অফিসার ৷ জড়ালেন পুজো উদ্যোক্তাদের সঙ্গে বচসায় ৷ তাঁর বিরুদ্ধে মণ্ডপে ভাঙচুর এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার অভিযোগও উঠেছে ৷ ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার আদর্শপল্লি এলাকায় ।

Durga Puja-Crime
police officer vandalized durga puja mandap in malda
author img

By

Published : Oct 16, 2021, 8:06 AM IST

মালদা, 16 অক্টোবর : রাতে বাড়ির পাশে পুজো মণ্ডপে গান বাজছিল । পরিবারের সদস্যদের ঘুমের অসুবিধে হওয়ায় ক্ষেপে লাল হয়ে যান পেশায় পুলিশ কর্মী সুদীপ্ত ভগত ৷ পুলিশের পোশাক পরে মণ্ডপে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে । ঘটনাটি পুরাতন মালদা পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের আদর্শপল্লি এলাকার ।

কয়েকমাস আগে রাজ্য পুলিশের এসআই পদে চাকরি পেয়েছেন আদর্শপল্লির সুদীপ্ত ভগত । আপাতত তিনি ট্রাফিক পুলিশের দায়িত্ব সামলাচ্ছেন । তাঁর বাড়ির পাশেই পাড়ার দুর্গামন্দির । মহানবমীতে অনেক রাত পর্যন্ত দর্শনার্থীরা মালদা শহরের বিভিন্ন পুজো মণ্ডপ পরির্দশন করছিলেন । আদর্শপল্লির মণ্ডপেও ভিড় ছিল ৷ মাইকে বাজছিল গান ৷ অভিযোগ, রাত একটা নাগাদ হঠাৎ সেখানে হাজির হন সুদীপ্ত । অত রাতে গান বাজানোর জন্য তিনি পাড়ার লোকজনকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন । মণ্ডপে ভাঙচুর চালান ৷ পরিস্থিতি জটিল আকার নেয় । শেষ পর্যন্ত স্থানীয় মঙ্গলবাড়ি ফাঁড়ির পুলিশের হস্তক্ষেপে অবস্থা নিয়ন্ত্রণে আসে ।

স্থানীয় বাসিন্দা প্রণয়কুমার সরকার বলেন, "আমরা দীর্ঘদিন ধরে এই পুজো করে আসছি । তবে পুজোর জায়গাটার রেজিস্ট্রি নেই । গতকাল রাতে হঠাৎ মন্দিরের পাশের বাড়ির ছেলে সুদীপ্ত ভগত ওরফে ছোটন এখানে আসে । কিছুদিন আগে পুলিশের চাকরি পেয়েছে । রাতে মাইক বাজানোর জন্য তিনি মাইকম্যানকে মারতে যায় । আমাদের সবাইকে অশ্রাব্য ভাষায় গালাগালি করে । মন্দিরে থাকা চেয়ারগুলি ভেঙে দেয় ৷ সব শুনে আমি দৌড়ে এখানে আসি । ওকে স্যার সম্বোধন করে কথা বলি । সুদীপ্তকে ছোট থেকে বড় হতে দেখেছি আমরা । সেই সুদীপ্ত মন্দিরেও আগুন লাগানোর চেষ্টা করেছে । এমন ঘটনার পর আমরা সুদীপ্তর শাস্তি চাই ।"

অভিযুক্ত পুলিশ আধিকারিকের শাস্তি চান স্থানীয়রা

আরও এক বাসিন্দা নিয়তি ঘোষ বলেন, "তখন রাত প্রায় একটা । আমরা মেয়েরাই এখানে গল্প করছিলাম । হঠাৎ সুদীপ্ত এখানে এসে গালাগালি শুরু করে । তাকে নাকি পুলিশ সুপার এই পুজো নিয়ে কথা বলেছেন । সে এখানে ভাঙচুর চালানোর পাশাপাশি পুজো কমিটির সদস্যদের চামড়া গুটিয়ে নেওয়ার হুমকি দেয় । যে অশ্রাব্য ভাষায় সে কথা বলেছে তা মুখে আনা যায় না । আমরা রাতেই স্থানীয় পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানিয়েছি । রাতে মঙ্গলবাড়ি ফাঁড়ির পুলিশও ওকে সতর্ক করে । পাড়ার সবার সঙ্গে আলোচনা করে চলতে বলে । কিন্তু এখনও সে কোনও সহযোগিতা করতে রাজি হয়নি ৷"

গোটা ঘটনা প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছে মালদা থানার পুলিশ ।

আরও পড়ুন : Durga Puja-Crime : নবমীর রাতে উত্তরপাড়ায় মদ্যপদের হাতে আক্রান্ত মা-মেয়ে

মালদা, 16 অক্টোবর : রাতে বাড়ির পাশে পুজো মণ্ডপে গান বাজছিল । পরিবারের সদস্যদের ঘুমের অসুবিধে হওয়ায় ক্ষেপে লাল হয়ে যান পেশায় পুলিশ কর্মী সুদীপ্ত ভগত ৷ পুলিশের পোশাক পরে মণ্ডপে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে । ঘটনাটি পুরাতন মালদা পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের আদর্শপল্লি এলাকার ।

কয়েকমাস আগে রাজ্য পুলিশের এসআই পদে চাকরি পেয়েছেন আদর্শপল্লির সুদীপ্ত ভগত । আপাতত তিনি ট্রাফিক পুলিশের দায়িত্ব সামলাচ্ছেন । তাঁর বাড়ির পাশেই পাড়ার দুর্গামন্দির । মহানবমীতে অনেক রাত পর্যন্ত দর্শনার্থীরা মালদা শহরের বিভিন্ন পুজো মণ্ডপ পরির্দশন করছিলেন । আদর্শপল্লির মণ্ডপেও ভিড় ছিল ৷ মাইকে বাজছিল গান ৷ অভিযোগ, রাত একটা নাগাদ হঠাৎ সেখানে হাজির হন সুদীপ্ত । অত রাতে গান বাজানোর জন্য তিনি পাড়ার লোকজনকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন । মণ্ডপে ভাঙচুর চালান ৷ পরিস্থিতি জটিল আকার নেয় । শেষ পর্যন্ত স্থানীয় মঙ্গলবাড়ি ফাঁড়ির পুলিশের হস্তক্ষেপে অবস্থা নিয়ন্ত্রণে আসে ।

স্থানীয় বাসিন্দা প্রণয়কুমার সরকার বলেন, "আমরা দীর্ঘদিন ধরে এই পুজো করে আসছি । তবে পুজোর জায়গাটার রেজিস্ট্রি নেই । গতকাল রাতে হঠাৎ মন্দিরের পাশের বাড়ির ছেলে সুদীপ্ত ভগত ওরফে ছোটন এখানে আসে । কিছুদিন আগে পুলিশের চাকরি পেয়েছে । রাতে মাইক বাজানোর জন্য তিনি মাইকম্যানকে মারতে যায় । আমাদের সবাইকে অশ্রাব্য ভাষায় গালাগালি করে । মন্দিরে থাকা চেয়ারগুলি ভেঙে দেয় ৷ সব শুনে আমি দৌড়ে এখানে আসি । ওকে স্যার সম্বোধন করে কথা বলি । সুদীপ্তকে ছোট থেকে বড় হতে দেখেছি আমরা । সেই সুদীপ্ত মন্দিরেও আগুন লাগানোর চেষ্টা করেছে । এমন ঘটনার পর আমরা সুদীপ্তর শাস্তি চাই ।"

অভিযুক্ত পুলিশ আধিকারিকের শাস্তি চান স্থানীয়রা

আরও এক বাসিন্দা নিয়তি ঘোষ বলেন, "তখন রাত প্রায় একটা । আমরা মেয়েরাই এখানে গল্প করছিলাম । হঠাৎ সুদীপ্ত এখানে এসে গালাগালি শুরু করে । তাকে নাকি পুলিশ সুপার এই পুজো নিয়ে কথা বলেছেন । সে এখানে ভাঙচুর চালানোর পাশাপাশি পুজো কমিটির সদস্যদের চামড়া গুটিয়ে নেওয়ার হুমকি দেয় । যে অশ্রাব্য ভাষায় সে কথা বলেছে তা মুখে আনা যায় না । আমরা রাতেই স্থানীয় পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানিয়েছি । রাতে মঙ্গলবাড়ি ফাঁড়ির পুলিশও ওকে সতর্ক করে । পাড়ার সবার সঙ্গে আলোচনা করে চলতে বলে । কিন্তু এখনও সে কোনও সহযোগিতা করতে রাজি হয়নি ৷"

গোটা ঘটনা প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছে মালদা থানার পুলিশ ।

আরও পড়ুন : Durga Puja-Crime : নবমীর রাতে উত্তরপাড়ায় মদ্যপদের হাতে আক্রান্ত মা-মেয়ে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.