ETV Bharat / city

মালদায় গত 24 ঘণ্টায় নতুন করে সংক্রমিত 37 জন

author img

By

Published : Jul 4, 2020, 7:12 PM IST

মালদায় বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় জেলায় কোরোনা সংক্রমণের সংখ্যা 37 ৷ এরমধ্যে শুধু মালদার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকে 12 জনের সোয়াব রির্পোট পজ়িটিভ এসেছে ৷

corona infected
মালদায় কোরোনা আক্রান্ত বাড়ছে

মালদা, 4 জুলাই :মালদার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকে গত 24 ঘণ্টায় 12 জনের লালারসের নমুনায় কোরোনা সংক্রমণ ধরা পড়েছে ৷ এই সময়ের মধ্যে জেলায় সংক্রমিত হয়েছে 37 জন ৷ সব মিলিয়ে জেলায় মোট কোরোনা সংক্রমণের সংখ্যা 744 ৷

গত 24 ঘণ্টায় মালদা মেডিকেলের ভাইরোলজি ল্যাবরেটরিতে মোট 492টি লালারসের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ এর মধ্যে 40টি নমুনা কোরোনা পজিটিভ ৷ তার 37টি মালদা জেলার, তিনটি দক্ষিণ দিনাজপুরের ৷ এখনও 745 টি নমুনার পরীক্ষার কাজ চলছে ৷ মালদা জেলার যে 37টি নমুনা পজিটিভ এসেছে তার মধ্যে হরিশ্চন্দ্রপুর 2 ব্লকের ও চাঁচল 2 ব্লকে সবচেয়ে বেশি সংক্রমণের সন্ধান মিলেছে ৷ ওই দুই ব্লকে যথাক্রমে 12 টি ও 7 টি নমুনায় কোরোনা সংক্রমণ ধরা পড়েছে ৷ মালদা শহরেও নতুন করে দু’জন সংক্রমিত হয়েছে ৷ এর মধ্যে মালদা মেডিকেলের ভাইরোলজি ল্যাবরেটরির এক টেকনিশিয়ানও রয়েছেন বলে জানা গিয়েছে ৷

জেলায় কোরোনা সংক্রমণ প্রতিদিন বাড়ছে ৷ এজন্য প্রশাসন মহলে চিন্তার ভাঁজ পড়ছে ৷ এমন অনেকের সংক্রমণ হয়েছে যাদের কোনও ট্রাভেল হিস্ট্রি নেই৷ গত পরশু কোরোনায় আক্রান্ত যে দুই বৃদ্ধ মারা গিয়েছেন, তাদের কেউ খুব জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতেন না বলে জানা গিয়েছে ৷ জেলায় পরিযায়ী শ্রমিকরা আসার পর থেকে কোরোনা সংক্রমণ হু হু করে বাড়ছে ৷প্রতিদিনই নতুন নতুন সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে ৷

মালদা, 4 জুলাই :মালদার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকে গত 24 ঘণ্টায় 12 জনের লালারসের নমুনায় কোরোনা সংক্রমণ ধরা পড়েছে ৷ এই সময়ের মধ্যে জেলায় সংক্রমিত হয়েছে 37 জন ৷ সব মিলিয়ে জেলায় মোট কোরোনা সংক্রমণের সংখ্যা 744 ৷

গত 24 ঘণ্টায় মালদা মেডিকেলের ভাইরোলজি ল্যাবরেটরিতে মোট 492টি লালারসের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ এর মধ্যে 40টি নমুনা কোরোনা পজিটিভ ৷ তার 37টি মালদা জেলার, তিনটি দক্ষিণ দিনাজপুরের ৷ এখনও 745 টি নমুনার পরীক্ষার কাজ চলছে ৷ মালদা জেলার যে 37টি নমুনা পজিটিভ এসেছে তার মধ্যে হরিশ্চন্দ্রপুর 2 ব্লকের ও চাঁচল 2 ব্লকে সবচেয়ে বেশি সংক্রমণের সন্ধান মিলেছে ৷ ওই দুই ব্লকে যথাক্রমে 12 টি ও 7 টি নমুনায় কোরোনা সংক্রমণ ধরা পড়েছে ৷ মালদা শহরেও নতুন করে দু’জন সংক্রমিত হয়েছে ৷ এর মধ্যে মালদা মেডিকেলের ভাইরোলজি ল্যাবরেটরির এক টেকনিশিয়ানও রয়েছেন বলে জানা গিয়েছে ৷

জেলায় কোরোনা সংক্রমণ প্রতিদিন বাড়ছে ৷ এজন্য প্রশাসন মহলে চিন্তার ভাঁজ পড়ছে ৷ এমন অনেকের সংক্রমণ হয়েছে যাদের কোনও ট্রাভেল হিস্ট্রি নেই৷ গত পরশু কোরোনায় আক্রান্ত যে দুই বৃদ্ধ মারা গিয়েছেন, তাদের কেউ খুব জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতেন না বলে জানা গিয়েছে ৷ জেলায় পরিযায়ী শ্রমিকরা আসার পর থেকে কোরোনা সংক্রমণ হু হু করে বাড়ছে ৷প্রতিদিনই নতুন নতুন সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.