কলকাতা, 18 মার্চ : উৎসবের আনন্দ পাল্টে গেল বিষাদে ৷ রংয়ের উৎসবে রং দেওয়াকে কেন্দ্র করেই গুলি চলল খাস কলকাতায়। ঘটনায় বন্ধুর হাতে প্রাণ গেল বন্ধুর। শুক্রবার দুপুরে রিজেন্ট পার্কে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক যুবকের (A young man shot dead at Regent Park area) । উত্তরপ্রদেশের বাসিন্দা মৃতের নাম দিলীপ চৌহান ৷
অভিযোগ, মদ্যপ অবস্থায় এদিন বন্ধু সুজিত মালিকের স্ত্রী'কে রং মাখাতে গিয়েছিলেন দিলীপ ৷ কিন্তু ওই অবস্থায় তাঁর স্ত্রীকে রং মাখাতে যাওয়ার বিষয়টি একেবারেই ভালচোখে নেয়নি সুজিত ৷ তাই দিলীপকে রং মাখাতে বাধা দিতেই কথা-কাটাকাটি শুরু হয় দু'জনের মধ্যে ৷ পরবর্তীতে তা গড়ায় হাতাহাতিতে ৷ উত্তেজনা চরমে পৌঁছলে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলীপকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে সুজিত ৷ গুলি গিয়ে লাগে পেশায় বাদাম বিক্রেতা দিলীপের তলপেটে ৷
আরও পড়ুন : পানিহাটির নবনির্বাচিত তৃণমূল কাউন্সিলরকে গুলি করে খুন
জখম অবস্থায় দিলীপ চৌহানকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় তাঁর ৷ ঘটনার পর থেকেই গা-ঢাকা দিয়েছে অভিযুক্ত সুজিত মালিক ৷ তার খোঁজে শুরু হয়েছে তল্লাশি ৷ উৎসবের আবহে এমন অপ্রীতিকর ঘটনায় থমথমে রিজেন্ট পার্কের নতুন পল্লি এলাকা ৷