কলকাতা, 12 মার্চ : মেট্রোয় আত্মহত্যার চেষ্টা করলেন এক যুবতি ৷ মেট্রো রেল পুলিশের তৎপরতায় শেষ পর্যন্ত প্রাণ রক্ষা হল তার ৷ যুবতি ও তার সঙ্গীকে টালিগঞ্জ পুলিশের হাতে তুলে দেওয়া হয় ৷
এক সপ্তাহের মধ্যে ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা ৷ 5 মার্চ গীতাঞ্জলি মেট্রো স্টেশনে এক যুবতি আত্মহত্যার চেষ্টা করে ৷ আজ কালীঘাটে একই ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছিল ৷ কিন্তু মেট্রো রেল পুলিশের তৎপরতায় তা হয়নি ৷
মেট্রো রেল সূত্রে খবর, আজ দুপুর নাগাদ দুই যুবক-যুবতি কালীঘাট মেট্রো স্টেশনে ঢোকে ৷ নিজেদের মধ্যে কথা বলছিলেন ৷ হঠাৎ তারা বিতর্কে জড়িয়ে পড়ে ৷ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, ওই যুবতি মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে ৷ গোটা ঘটনায় ভয় পেয়ে যায় যুবক ৷ পুলিশকে খবর দেয় ৷ পুলিশ এসে ওই যুবতিকে বুঝিয়ে স্টেশন মাস্টারের ঘরে নিয়ে যায় ৷ এরপর তাকে বিভিন্নভাবে বোঝান স্টেশন মাস্টার ৷ পরে টালিগঞ্জ পুলিশের হাতে দুই যুবক-যুবতিকে তুলে দেওয়া হয় ৷