কলকাতা, 28 ডিসেম্বর : এক যুবতিকে মাদুরদহের একটি গেস্ট হাউজ়ে নিয়ে গিয়ে শ্লীলতাহানির অভিযোগ । গেস্ট হাউজ় থেকে ওই যুবতি বাড়িতে ফোন করেন । যুবতির পরিবারের তরফ থেকে যোগাযোগ করা হয় বিধাননগর পুলিশ কমিশনারেটে । তারা পুরো বিষয়টি জানায় কলকাতা পুলিশের কন্ট্রোল রুমে । কলকাতা পুলিশের কন্ট্রোল রুম বিষয়টি জানায় ইস্ট ডিভিশনের DC রূপেশ কুমারকে । তৎপর হয় পুলিশ । উদ্ধার করা হয় ওই যুবতিকে । শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার করা হয় তাঁর এক বন্ধুকে ।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাত 9 টা 45 নাগাদ লালবাজারের OC কন্ট্রোল পুরো বিষয়টি ফোন করে জানায় বিধাননগর পুলিশ কমিশনারেট । তবে ওই যুবতি বাড়িতে যে ফোন করেছিলেন তাতে মাদুরদহের গেস্ট হাউজ়ে নাম বলতে পারেননি । পুলিশ ফোনের টাওয়ার লোকেশনের সূত্র ধরে উদ্ধার করে যুবতিকে ।
জানা যায়, অভিযুক্ত যুবক অনিরুদ্ধ পাঁজা ওই যুবতির বন্ধু । অনিরুদ্ধর বয়স 23 বছর । দু'জনে একসঙ্গে একটি বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা বিভাগে পড়াশোনা করে ৷ সেই সূত্রেই তাদের বন্ধুত্ব গড়ে ওঠে । অনিরুদ্ধের বাড়ি হাওড়ার লিলুয়ার কোনা চেকপোস্ট এলাকায় । বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ দু'জন দেখা করে শিয়ালদা স্টেশন চত্বরে । সেখান থেকে একটি ক্যাব ভাড়া করে মাদুরদহের গেস্ট হাউজ়ে যায় । সেখানেই ওই যুবক তাঁকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ । লালবাজার থেকে খবর পেয়ে আনন্দপুর থানার পুলিশ ওই যুবতিকে গেস্ট হাউজ় থেকে উদ্ধার করে ।
ওই যুবতির মায়ের অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা শুরু করেছে আনন্দপুর থানার পুলিশ । গেস্ট হাউজ় থেকে গ্রেপ্তার করা হয় অনিরুদ্ধকে । গতকাল তাকে আলিপুর আদালতে তোলা হয় ।